উৎসবপূজার দিন ও তারিখ

2023 শীতলা পূজার সময় নির্ঘন্ট – Sheetala Ashtami Puja

শ্রী শ্রী শীতলা পূজার সময় ও তারিখ, 2023 Sheetala Ashtami Puja, Basoda Date

শীতলা পূজার সময়ঃ শীতলা  হিন্দু ধর্মের একজন লৌকিক দেবী। শীতলা দেবী পুরাণে গৃহীত হয়ে পৌরাণিক দেবীতে পরিণত হয়েছেন। সাধারণভাবে এ দেবী বসন্ত রোগের জ্বালা নিবারণ করে শীতল করেন বলে শীতলা নামে পরিচিত হয়েছেন।

ইনি একজন লোক দেবী, ভারতীয় উপমহাদেশে বিশেষত উত্তর ভারত, পশ্চিমবঙ্গ, নেপাল, বাংলাদেশ এবং পাকিস্তানে বহু ধর্মাবলম্বীদের দ্বারা উপাসনা করা হয়।

আদ্যাশক্তি দেবী দুর্গার অবতার হিসাবে, তিনি পক্স, ঘা, ব্রণ, ফুস্কুড়ি প্রভৃতি রোগ নিরাময় করেন এবং পিশাচ (মড়া খেকো ভুত) এর হাত থেকেও রক্ষা করেন। দোলযাত্রা থেকে আট বা অষ্টম (৮) দিন পরে শীতলা অষ্টমীর দিন দেবী শীতলার আরাধনা করা হয়। হিন্দু ধর্মের বিশ্বাসানুসারে এই দেবীর প্রভাবেই মানুষ বসন্ত, প্রভৃতি চর্মরোগাক্রান্ত হয়।

এই কারণেই গ্রামবাংলায় বসন্ত রোগ মায়ের দয়া নামে অভিহিত হয়ে থাকে। তাই কেউ বসন্তে আক্রান্ত হলে দেবী শীতলাকে পূজা নিবেদন করে রোগাক্রান্ত ব্যক্তির আরোগ্য কামনা করা গ্রামীণ হিন্দু সমাজের প্রধান রীতি। যেমনঃবসন্তবুড়ী ব্রত। মাঘ মাসের ৬ষ্ঠ দিনে দেবী শীতলার পূজা করা হয়। শীতলা দেবীর বাহন গাধা বা গর্ধব। প্রচলিত মূর্তিতে শীতলা দেবীর এক হাতে জলের কলস ও অন্য হাতে ঝাড়ু দেখতে পাওয় যায়। ভক্তদের বিশ্বাস কলস থেকে তিনি আরোগ্য সূধা দান করেন এবং ঝাড়ু দ্বারা রোগাক্রান্তদের কষ্ট লাঘব করেন।

2023 শীতলা পূজার সময় নির্ঘন্ট

উৎসবের নাম বার তারিখ
শীতলা পূজার বুধবার 25 মার্চ, ২০২২

বাংলা পঞ্জিকা অনুসারে – শুক্রবার  ৩০ চৈত্র, ১৪২৯

2022 শীতলা পূজা হয়েছিল

উৎসবের নাম বার তারিখ
শীতলা পূজার শুক্রবার 25 মার্চ, ২০২২

বাংলা পঞ্জিকা অনুসারে – শুক্রবার  ১০ চৈত্র, ১৪২৮

শীতলা পুজার তিথি
অষ্টমী তিথি শুরু – 12:09 AM on Mar 25, 2022
অষ্টমী তিথি শেষ – 10:04 PM on Mar 25, 2022

2021 শ্রী শ্রী শীতলাষ্টমী পুজা হয়েছিল

উৎসবের নাম বার তারিখ
শীতলা পূজার রবিবার ৪ এপ্রিল, ২০২১

বাংলা পঞ্জিকা অনুসারে – রবিবার ২১ চৈত্র, ১৪২৭

বাংলার বিখ্যাত শীতলা পূজা 

  • হাওড়া জেলার শিবপুরে ভড়পাড়ায়, শ্রীশ্রীশীতলামাতার মন্দিরে বিশেষ পূজা, মহােৎসব ও মহামেলা। | এছাড়া হাওড়া জেলায় ডিহিমণ্ডল ঘাট গ্রামস্থ শ্রীশ্রীশীতলামাতার মন্দিরে ৫ দিনব্যাপী বিশেষ বাৎসরিক পূজানুষ্ঠান হয়।
  • বারাসাত নতুনপুকুর মাতৃকলােনীর শ্রীশ্রীশীতলাদেবীর পূজা ও মেলা।

শীতলা মায়ের বাংলায় কয়েকটি বিশেষ মন্দির

  • শীতলা মাতার মন্দির , বাঁধাঘাট, হাওড়া।
  • বড়,মেজ,সেজ ও ছোট শীতলা মায়ের মন্দির, সালকিয়া,উত্তর হাওড়া।
  • শীতলা ও মনসা মাতা মন্দির,রঞ্জিৎবাটী কেটেদল গ্রাম,হুগলী।
  • শ্রীশ্রীশীতলা মন্দির,বেল্গাছিয়া,কলকাতা।
  • শীতলা মাতা মন্দির, গড়িয়া, কলকাতা।
  • শীতলা মন্দির বা কাঁকড়া মায়ের মন্দির, দক্ষিণ সুন্দরবন,দক্ষিণ চব্বিশ পরগনা।

এটিও পড়ুন – 2022 শীতলা পূজার সময় নির্ঘন্ট

তথ্য সুত্রঃ উইকিপিডিয়া

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button