ভাবসম্প্রসারণ

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে … ভাবসম্প্রসারণ 300 শব্দের মধ্যে

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে … ভাবসম্প্রসারণঃ শেয়ার করা হল। আশা করি সকল ছাত্র ছাত্রীদের এই ভাবসম্প্রসারণটি স্কুল পরীক্ষা এবং বিভিন্ন প্রতিযোগিতা মূলক পরীক্ষায় কাজে আসবে। এটিও পড়ুন – মাতৃভাষার মাধ্যমে শিক্ষা প্রবন্ধ রচনা 600 শব্দের মধ্যে

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে … মূলভাব

বহুদিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপরে
একটি শিশিরবিন্দু।

ভাবসম্প্রসারণ: দেশভ্রমণ, প্রাকৃতিক সৌন্দর্য অবলােকন, নতুন অভিজ্ঞতা অর্জন ইত্যাদি বাসনা চরিতার্থ করার জন্য আমরা বহু অর্থ ব্যয় করি, অনেক অজানা দূর দেশে পাড়ি দিয়ে থাকি। আমাদের উদ্দেশ্য হয়তো কখনাে সিদ্ধ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আশানুরূপ চিত্তের সম্ভুষ্টি ঘটে না, আকাঙক্ষা অতৃপ্ত থেকে যায়। আমরা যে গ্রামে বা জেলায় বাস করি অথবা যে প্রদেশে বাস করি, তার সমস্ত প্রাকৃতিক বৈশিষ্ট্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য আমাদের জানা নেই, জানার কৌতুহল বােধ করি না। নিজের দেশ সম্বন্ধেও একই কথা খাটে। ঘরকে অবহেলা করে পরকে সমাদর করতে যাওয়া যেমন আত্মপ্রবঞ্চনা, সে রকমই নিজের আশেপাশের প্রকৃতি ও মানুষকে মর্যাদা না দিয়ে দূরবর্তী বিদেশে ঘুরে বেড়ানাে সময় ও অর্থের অপচয় ছাড়া কিছু নয়। সৌন্দর্য উপভােগের জন্য যে মানসিক প্রস্তুতি ও দৃষ্টিভঙ্গীর স্বাতন্ত্রা দরকার, তা থাকলে কাছাকাছি অতি তুচ্ছ বস্তুর মধ্যেও অপার সুষমা সন্দর্শন করা সম্ভব। একটি ধানের শিষের উপর পতিত শিশির বিন্দুতে প্রতিফলিত সূর্যালােক যে অনন্য রমনীয়তা সঞ্চার করে, তা দেখতে হলে দূর বিদেশে যাবার প্রয়ােজন হয় না। ঘর থেকে বেরিয়ে গ্রামের বা নিজ বাড়ির পথের ধারে হাওয়ায় মাথা দুলতে থাকা ধানের ক্ষেতে দৃষ্টি নিবদ্ধ করলেই সেই অপার্থিব দৃশ্য দেখা সম্ভব। অতি নিকটবর্তী মানুষ বা যে কোন উপাদানকে তুচ্ছজ্ঞান করা আমাদের স্বভাবজাত সঙ্কীর্ণতা ; এর থেকে মুক্ত হলে যে-কোন পরিচিত এবং নিকটস্থ বস্তুও আমাদের কাছে অপার মহিমায় উদ্ভাসিত হয়ে উঠবে।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button