Others
বিভিন্ন শাক সব্জী ইংরেজিতে | Vegetables Name Bengali to English
শাক সবজি তরু তরকারীর ইংরেজী নাম (Vegetables) | শাক সব্জী বাংলা থেকে ইংরেজিতে।

শাক সবজি সাধারনভাবে মানুষের খাদ্যপোযোগী উদ্ভিদ ও তার অঙ্গসমূহকে শাকসব্জি বা শুধুই শাক অথবা সব্জি বলা হয়ে থাকে। কেবল শাক সবজি খাওয়া ব্যক্তিদের শাকাহারি বা নিরামিষভোজী বলা হয়।
সাধারণত গাছের পাতা যা ভাজি করে খাওয়া হয়, তাকে শাক বলা হয়। যেমন লাল শাক, পুঁই শাক, কলমি শাক প্রভৃতি। নিম্নে শাক সব্জী ইংরেজিতে কি বলা হয় তা শেয়ার করা হল।
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
শাক সব্জী (Vegetables)
বাংলা শব্দ | ইংরেজি শব্দ |
রাঙা আলু | Sweet potato |
পুদিনা | Mint |
পালং | Spinach |
রসুন | Garlic |
শীম | Beans |
চিচিঙ্গা | Snake gourd |
ব্যাঙ্গের ছাতা | Mushroom |
মটরশুটি | Pea-pod |
ঝিঙ্গে | Spone gourd |
মটর | Pea |
বীট | Beet |
বাঁধাকপি | Cabbage |
ফুলকপি | Cauliflower |
ঢেঁড়স | Lady’s finger |
উচ্ছে | Kitchen Vegetable |
লাউ | Gourd |
কচু | Arum |
টক পালং | Sorrel |
নটে শাক | Pot-herb |
মূলা শাক | Parcnip |
কাঁচা কলা | Green Plantan |
এঁচব | Green Jack |
গাজর | Carrot |
মূলা | Radish |
করলা | Karella/Balsam apple |
বেগুন | Brinjal |
কুমড়ো | Pumpkin |
কাঁচা আম | Green mango |
আদা | Ginger |
পান | Betel |
সয়াবীন | Soyabean |
শাকের বাগান | Herbary |
লালশাক | Celery |
পুঁই | Basil |
Read this: বাড়ির প্রত্যক দিনের কিছু টুকিটাকি টোটকা