2023 মূলা ষষ্ঠী পূজা সময় নির্ঘণ্ট, মূলা ষষ্ঠী ক্যালেন্ডার
Mula Sasthi Date Time | কোন ষষ্ঠীতে কি পূজা হয়

অনুচ্ছেদ সমূহ
মূলা ষষ্ঠী পূজা সময়ঃ মূলা ষষ্ঠী (Radish Sasthi) কে মূলকরূপিণী ষষ্ঠীও বলা হয়। হিন্দু সনাতন ধর্মাবলম্বীরা প্রাচীন প্রথা মেনে আজও মূলা ষষ্টি পালন করে আসছে। বেশকিছু ষষ্ঠীব্রত পালন করতেও দেখা যায় হিন্দুদের মধ্যে। এর মধ্যে মূলা ষষ্ঠী অন্যতম। অশোকা ষষ্ঠী, লুন্ঠন ষষ্ঠী, জামাই ষষ্ঠী, পাটাই ষষ্ঠী, শীতল ষষ্ঠীও পালন করতে দেখা যায় সনাতন ধর্মাবলম্বীদের। বিশেষত কার্তিক অগ্রহায়ণ মাসে যখন নতুন ফসল ঘরে ওঠে তখন এই পূজার আয়োজন করা হয়।
মূলা ষষ্ঠী হল একটি পৌরাণিক উৎসব, যা হিন্দু ধর্মের অন্তর্গত। এই উৎসবটি বাঙালি হিন্দুদের মধ্যে খুবই জনপ্রিয়। মূলা ষষ্ঠীর উৎস হল প্রাচীন কলিকাতার জনপ্রিয় পৌরাণিক কথা ‘মংগলকাব্য’। এই কথাতে বর্ণিত হল, প্রচণ্ড রক্তদাব রোগ হলে মানুষ মূলা গাছের শাখ উপরে উঠে ঢেকে থাকলে রোগ থেকে মুক্তি পাওয়া যায়। মূলা ষষ্ঠী উৎসবটি ইতিমধ্যে সন্তান প্রসবের জন্য মা দুর্গার আশীর্বাদ প্রার্থনার উপযোগী হিসেবে পরিচিত। আজ এই উৎসবটি সামাজিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ উপযোগী উৎসব হিসেবে পরিচিত।
জেনে নিন – মূলা ষষ্ঠী ? কেন মূলা ষষ্টি পূজা করা হয়?
যাদের সন্তান হয়না সেসকল মহিলা সন্তান লাভের আশায় এবং যাদের সন্তান আছে তারা সন্তানের মঙ্গলার্থে মূলত ষষ্ঠী পূজা করে থাকেন। বিশেষ করে শুভ সূচী ও মঙ্গল কামনার জন্য এই পূজা করা হয়।
প্রত্যেক বছর অগ্রহায়ণ মাসে শুক্লা তিথিতে সাধারণত মূলাষষ্ঠী পালনা করা হয়। এছাড়া বিভিন্ন সময়ে বিভিন্ন ষষ্ঠী পালান করার রিতি রয়েছে।
2023 মূলা ষষ্ঠী পূজা সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
মুলা ষষ্ঠী | নভেম্বর ২০২৩ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে – ১২ অগ্রাহায়ন ১৪২৯।
2022 মূলা ষষ্ঠী পূজা সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
মুলা ষষ্ঠী | মঙ্গলবার | ২৯ নভেম্বর ২০২২ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে – ১২ অগ্রাহায়ন ১৪২৯।
2021 মূলা ষষ্ঠী পূজা সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | উৎসবের দিন | উৎসবের তারিখ |
মুলা ষষ্ঠী | বৃহস্পতিবার | ৯ ডিসেম্বর ২০২১ |
বাংলা পঞ্জিকা অনুসারে– মা শীতলা পূজা- বৃহস্পতিবার, অগ্রহায়ণ ১৪২৭
তিথিঃ শুক্লা ষষ্ঠী
কোন ষষ্ঠীতে কি পূজা হয়ঃ
হিন্দু শাস্ত্রানুসারে প্রতিমাসের শুক্লাষষ্ঠী তিথিতে বিভিন্ন নামে ষষ্ঠীদেবী পূজিতা হন। কোন মাসে কোন ষষ্ঠী পূজা পালন করা হয় মাস অনুসারে আলোচনা করা হল।
- জৈষ্ঠ মাসে: অরণ্যষষ্ঠী,
- শ্রাবণ মাসে: লুণ্ঠন বা লোটনষষ্ঠী,
- ভাদ্র মাসে : চাপড়া বা মন্থনষষ্ঠী,
- আশ্বিন মাসে: দুর্গাষষ্ঠী বা বোধনষষ্ঠী,
- অগ্রহায়ণ মাসে: মূলাষষ্ঠী,
- পৌষ মাসে: পাটাইষষ্ঠী,
- মাঘ মাসে : শীতলষষ্ঠী,
- চৈত্র মাসে: অশোকষষ্ঠী এবং নীলষষ্ঠী;
- বৈশাখ, আষাঢ়, কার্তিক ও ফাল্গুন মাসের ষষ্ঠী অপ্রচলিত)।
- এছাড়া, শিশুর জন্মের পর ‘সূতিকাষষ্ঠী , ষষ্ঠ দিনে ‘ঘাটষষ্ঠী’, একুশদিনে ‘একুশে’ এবং শিশুর বারো বছর বয়স পর্যন্ত প্রতি জন্মতিথিতে ‘জলষষ্ঠী’ দেবীর পৃূজা হয়ে থাকে।
জেনে নিনঃ
২০২১ মূলা ষষ্ঠী পূজা সময় নির্ঘণ্ট, মূলা ষষ্ঠী ক্যালেন্ডার, মূলা ষষ্ঠী পূজার তারিখ ও সময়, ২০২১ মূলা ষষ্ঠী ক্যালেন্ডার, পঞ্জিকা অনুসারে মূলা ষষ্ঠীর তারিখ ও সময়।
খুব ভালো।