২০২০ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরীক্ষার রেজাল্ট | WBBME Madrasah Result 2020

২০২০ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরীক্ষার রেজাল্ট | WBBME Madrasah Result 2020ঃ এবারে ১০ ফেব্রুয়ারি হাইমাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা শুরু হয়। এবং পরীক্ষা চলে ২২ ফেব্রুয়ারি ২০২০ পর্যন্ত। তবে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ও অতিরিক্ত বিষয়ের পরীক্ষা শুরু ২৫ ফেব্রুয়ারি চলবে ২২ মার্চ পর্যন্ত। ১১. ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হয়ে বেলা ৩ টায় শেষ হয়।
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড পরীক্ষার রেজাল্ট
মাদ্রাসা শিক্ষা পর্ষদ এর বিজ্ঞপ্তি অনুযায়ী, হাই মাদ্রাসা আলিম ও ফাজিলের পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে ১৬ জুলাই, ২০২০ বৃহস্পতিবার বেলা ১১ টায়। ফলাফল জানা যাবে অনলাইনে। কীভাবে ফলাফল দেখবেন নিম্নে বিস্তারিত আলোচনা করা হল।
এটিও পড়ুন – 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল | West Bengal Higher Secondary Result
২০২০ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড কিছু গুরুত্বপূর্ণ তথ্যঃ
WB Madrasah Result 2020 | Important Dates |
Date of Examination | 10 – 22 Feb 2020 (H.M and Alim) 10 – 18 Feb 2020 (Fazil) |
Declaration of Result | 16 July 2020 |
কিভাবে মাদ্রাসা বোর্ড পরীক্ষার রেজাল্ট চেক করবেনঃ
পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ডের হাই মাদ্রাসা, আলিম ও ফজিল পরীক্ষার ফলাফল জানুন এই ভাবে –
- ধাপ ১: অফিসিয়াল ওয়েবসাইট এখানে ক্লিক করুন পরিদর্শন করুন অথাবা https://wbresults.nic.in/ ওয়েব সাইটে যান।
- ধাপ ২: হোম পেজে দেওয়া (Result of High Madrasah, Alim and Fazil Examination – 2020 )
পশ্চিমবঙ্গের মাদ্রাসার ফলাফলের লিঙ্কে ক্লিক করুন। - ধাপ ৩: আপনার প্রয়োজনীয় নিম্নলিখিত বিকল্পগুলির উপর ক্লিক করুন
- ১. উচ্চ মাদ্রাসা পরীক্ষা (High Madrasah Examination )
- ২. আলিম পরীক্ষা (Alim Examination)
- ৩. ফাজিল পরীক্ষা (Fazil Examination)
- ধাপ ৪: পরবর্তী পেজে আপনার রোল নম্বর এবং জন্ম তারিখ লিখুন
- ধাপ ৫: এরপর Submit বটানে ক্লিক করুন।
- এরপর আপনার রেজাল্ট দেখতে পাবেন।।
এসএমএস করে ও ফলাফল জানতে পারবেনঃ
অনলাইন ও মোবাইলে এসএমএস-এর মাধ্যমেও জানা যাবে ফলাফল। WBBME লিখে <space> দিয়ে রোল নম্বর টাইপ করে 56070 এ পাঠালে পরীক্ষার ফলাফল জানা যাবে।
ফলাফল জানতে পারবেন এই সমস্ত সাইটে –
১) wbbme.org
২) www.wbresults.nic.in
৩) www.exametc.com
কীভাবে দেখবেন আলিম ও ফাজিল রেজাল্ট
- প্রথমে মোবাইলে Google Chrome ইন্টারনেট ব্রাউজার খুলুন।
- এরপর এখানে ক্লিক করুন কিংবা
- এই https://wbresults.nic.in ওয়েবসাইটে যান।
- এর পর আপনার ব্রাউজারটি Desktop মোড করে নিন।
- West Bengal Board of Higher Secondary Education Examination-2020 লেখাটিতে ক্লিক করুন।
- এরপর রোল নাম্বার ও জন্ম তারিখ টাইপ করে Submit করুন।
অ্যাপ এর মাধ্যমে রেজাল্ট
- গুগল প্লে ষ্টোর এ গিয়ে
- Madrasa Result 2020 ডাউনলোড করুন
- আর সেখান গিয়ে যাবতীয় তথ্য দিয়েই পেয়ে যাবেন মাধ্যমিক রেজাল্ট।
২০২০ পশ্চিমবঙ্গ মাদ্রাসা বোর্ড এর রেজাল্ট স্ট্যাটাসঃ
মাদ্রাসা বোর্ডের রেজাল্ট মার্ক শিটে কিছু সাংকেতিক চিহ্ন থাকে। সে চিহ্নগুলি কোনটি কি বুঝায় তা নিম্নে আলোচনা করা হল-
P= Successful
X= Unsuccessful
C= Compartment
FABS= Full Absent
ENC= Enrollment Cancel
CLCS= Compartmental In Language Science
CSC= Compartmental In Science
3= Third Division (Old System)
Official Website: wbbme.org
গত বছরের সেরা কয়েকজন ছাত্র/ ছাত্রীর নাম দেওয়া হল-
স্থান | ছত্র/ ছাত্রীর নাম | নম্বর পেয়েছেন | জেলা |
১ | সাইনুল হক | ৯৬.৩৮% | মুর্শিদাবাদ |
২ | আবু দাউদ বাখিরা | ৯৪.৬৩% | বাঁকুড়ার |
২ | মহম্মদ হাসমাত আলি শাহ। | ৯৪.৬৩% | বাঁকুড়ার |
৩ | তাবাসুম সিদ্দিকি | ৯৪.৫০% | মুর্শিদাবাদ |
৩ | রৌনক জাহান | ৯৪.৫০% | মালদহ |
৪ | তৌফিক রেজওয়ান | ৯৪.৩৮% | মুর্শিদাবাদ |
৫ | মহম্মদ মেহেদি হাসান সিরাজ | ৯৪.২৫% | |
৫ | মহম্মদ কাইফ আলি | ৯৪.২৫% | |
৫ | আলিউল ইসলাম | ৯৪.২৫% |
উল্লেখ্য, ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে ২৫ ফেব্রুয়ারি শেষ হয়। ৩৮ দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ।
Tag: WB Madrasah Result 2020 | West Bengal Madrasah Result 2020