বিবাহ পত্র হিন্দু রীতি অনুযায়ী | বিয়ের পত্র আমন্ত্রণ পত্র
হিন্দু রীতি অনুযায়ী বিবাহ পত্র লেখার নিয়ম

বিবাহ পত্র: আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবকে বিয়ের আমন্ত্রণ পত্র কিভাবে লিখবেন? তার একটি নমুনা পত্র বা হিন্দু রীতি অনুযায়ী বিবাহ পত্র লেখার নিয়ম বা hindu wedding letter format in Bengali শেয়ার করা হল। বিয়ের নিমন্ত্রণ পত্র লিখতে গেলে এই পত্রটি কাজে আসবে।
বিবাহ পত্র হিন্দু রীতি অনুযায়ী
যথাবিহীত সম্মান পুরঃসর নিবেদন,
মহাশয়, আগামী ২৪ বৈশাখ, বুধবার আমার জ্যৈষ্ঠ পুত্র কল্যাণীয় শ্রীমান রমেশ চন্দ্র দত্তের সহিত কালীয়াগঞ্জ নিবাসী শ্রীযুক্ত অমিয় কুমার সেন, মহাশয়ের প্রথম কন্যা কল্যাণীয়া কুমারী নীলিমা রানী সেনের শুভ পরিনয় সুসম্পন্ন হবে । উক্ত দিবসে আপনি মমালয়ে আগমন পুর্বক বরযাত্রী অনুগমন ও বিবাহোৎসবে যোগদাণ কোরে বাধিত করবেন । পত্র দ্বারা আমন্ত্রণের ত্রুটি মার্জনা করবেন ।
ইতি-
নারায়নপুর
১২ই বৈশাখ,২০১৯
|
নিবেদক
শ্রী পীযুষকান্তি দত্ত
|
এটিও পড়ুন –মুসলিম রীতি অনুযায়ী বিবাহের পত্র