ইউটিউবারOthersপূজা পদ্ধতি

বিবাহের উপকরণাদি, বিয়েতে যেসব উপকরণ লাগে

বিবাহের উপকরণাদি নিয়ে এই পোষ্টে। দুটি হৃদয়ের বন্ধনে এক করতে আমাদের হিন্দু শাস্ত্রে কিছু নিয়ম রীতি মানতে হয়। আর এই রীতি মানতে বিবাহের উপকরণাদি প্রয়োজন। নিম্নে বিবাহের উপকরণাদি , বিয়েতে যেসব উপকরণ লাগে তা আলোচনা করা হল।

বিবাহ হল একটি সামাজিক বন্ধন বা বৈধ চুক্তি যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে দাম্পত্য সম্পর্ক স্থাপিত হয়। বিভিন্ন দেশে সংস্কৃতিভেদে বিবাহের সংজ্ঞার তারতম্য থাকলেও সাধারণ ভাবে বিবাহ এমন একটি প্রতিষ্ঠান যার মাধ্যমে দু’জন মানুষের মধ্যে ঘনিষ্ঠ ও যৌন সম্পর্ক সামাজিক স্বীকৃতি লাভ করে। কিছু সংস্কৃতিতে, যে কোন প্রকারের যৌন কর্মকাণ্ডে প্রবৃত্ত হওয়ার পূর্বে বিবাহ সম্পন্ন করাকে বাধ্যতামূলক হিসেবে পরামর্শ দেওয়া হওয়া অথবা বিবেচনা করা হয়। এটিও পড়ুন – শিবপূজা পদ্ধতি, মহা শিব পূজা পদ্ধতি

বিবাহের উপকরণাদি

অগ্রে ষষ্ঠী এবং মার্কণ্ডেয়দি পূজাঃ– সিদ্ধি, সিঁদুর, তিল, যব, শ্বেতসর্ষপ, হরিতকী, ধুপ, ধুনা, গুলগুল ও বটের ডাল ১টা, ঘট ১টা, পল্লব ১ দফা, ফল ১ দফা, তেল, হরিদ্রা, তাস্বুল, সুপারি, কদলী, ষষ্ঠীর শাড়ী ১, মার্কণ্ডেয় ধুতি ১ জোড়া, আসনাঙ্গুরীয়ক ২ প্রস্থ, মধুপর্কের কাঁসার বাটি ২টা, দধি, মধু, গবাদত চিনি পঙ্গ ন, দুর্বা, বিল্বপত্র, তুলসী প্রভৃতি ১ দফা। সগণাধিপ গৌর্য্যাদিযােড়শ মাতৃকার শাড়ী ১৬ খানা ও সােত্তরীয় বস্তু প্রস্থ, আসনাঙ্গুরীয়ক ১৭ প্রস্থ, মধুপর্কের কাঁসার বাটী ১৭টা (অশক্তপক্ষে ষােড়শােপচারে পূজা ১ দফা, তদভাবে |১ খানা। দশোপচার), নৈবেদ্য ১৭ খানা, তাম্বুল ১৭টা, ফল-মূলাদি, মিষ্টি দ্রব্য, শ্ৰীশ্ৰী ষষ্ঠী-মার্কণ্ডেয়ের নৈবেদ্য ২ খানা, ঐ কুচা ১ খানা।

বসুধারার্থ

গব্য-ঘৃত আধ পোয়া, সিন্দূর, কজ্জ্বল, তৈল, হরিদ্রা, চন্দনাদি, চেদিরাজবসুর যােড়শােপচারে পূজার ধুতি ১ জোড়া, আসনাঙ্গুরীয়ক ১ প্রস্থ, মধুপর্কের বাটী ১টা, দধি, মধু, ঘৃতাদি, নৈবেদ্য ১ খানা, (অশক্তপক্ষে দশোপচার পূজা)।

অধিবাসের দ্রব্য-

তৈল-হরিদ্রা, মহী (মৃত্তিকা), গন্ধ (চন্দন), শিলা (নুড়ি), ধান্য, দূৰ্ব্বা, পুষ্প, ফল (১ ছড়া অখণ্ড কাঠালি কলা), দধি, গব্যঘৃত, স্বস্তিক (পিটুলি নির্মিত), সিন্দুর, শঙ্খ, কাপাস সূত্র, কজ্জ্বল, রােচনা (গাে রােচনা), সিদ্ধার্থ (শ্বেতসর্ষপ), কাঞ্চন, রৌপ্য, পাত্র, প্রদীপ, দৰ্পণ (আরশি), ব্যজন (চামর)। আচারানুসারে বরণডালা, শ্ৰী ইত্যাদি মাঙ্গল্য দ্রব্য, প্রশস্তি পাত্র।

নান্দিমুখশ্রাদ্ধের দ্রব্যঃ 
যজ্ঞেশ্বরের ধুতি ১ জোড়া, দৈবপক্ষে ধুতি ২ জোড়া অভাবে ১ জোড়া, পিতৃপক্ষে ধুতি ২ জোড়া অভাবে ১ ঐ, মাতামহপক্ষে ২ জোড়া অভাবে ১ ঐ, (অতি অশক্তপক্ষে গামছা ৭খানা)। আতপ তণ্ডুল দশ সের, কুশ ভােজ্য ৫টা, তাহাতে গামছা ৫ খানা। অন্নপাত্র—দৈবপক্ষে ২ দফা, পিতৃপক্ষে ঐ ২ দফা, মাতৃপক্ষে ঐ ২, গব্যঘৃত এক ছটাক, মধু আধ পােয়া, দধি, কদলী, ফল-মূলাদি, মিষ্টদ্রব্য, কলার খােলা অভাবে ঐ পত্রপিণ্ড ৭টা, পান, সুপারি, ধূপ, দীপ, গঙ্গা মৃত্তিকা, যব, শুক্ল পুষ্প দি, তুলসী, শুক্ল চন্দনাদি, পিশ্ডার্থ উপকরণ, বিন্ব, বদর, আকাদি, পিণ্ডার্থ সূত্র ৬ দফা, দৈব, পৈত্র ও মাতামহ পক্ষে দক্ষিণা ৩ দফা, যজ্ঞােপবীতার্থ সূত্র (পৈতা) ১০টা। (আচারবশতঃ | আনন্দলাড়।)
শুভ বিবাহের দ্রব্য-
সম্প্রদান দ্রব্য বর পক্ষের বরের পট্টবস্ত্র ১ জোড়া, টোপর ১টা, বরাঙ্গুরীয়ক ১ দফা, ফুলের মালা, জাতি ১, বিনামা ১ জোড়া, বরাভরণ ১ দফা। কন্যাপক্ষের পূৰ্ব্ব পূৰ্ব্ব জামাতার বরণ বস্ত্রাদি, পুষ্পমাল্যাদি, বরের পট্টবস্ত্র ১ জোড়া, কন্যাঙ্গুরীয়ক ১ দফা, আলপনা দেওয়া পিড়ে ২ দফা, টোপর ১টা, যথাশক্তি পানীয় দ্রব্য, ১ জোড়া বনাছত্র, কন্যার পট্টবস্ত্র কাটা ১ খানা, আচ্ছদানবস্ত্র ১ দফা, কোশাকুশী ১ দফা, কাজললতা ১ খানা, ফুলের মালা বড় ২ ছড়া, দফে ঐ মালা ৪ ছড়া,পাঁচফল – বয়ড়া, হরিতকী, সুপারি, জায়ফল, আমল হরিদ্রাবণের এ প ফলের বনাথ গামছা ১ খানা, কুশনিচাজ বিষর্বর ২, মধুপর্কের কাসার বাটা ১টা, দধি, গব্যঘৃত, চিনি, গাদ্য-অাদির পুদি ১, পুরোহিত দক্ষিণা।

স্ত্রী-আচারঃ  সকল দেবীর বিবাহ বরের বরণে পর স্ত্রী আচার করা হইয়া থাকে। তাহার দ্রব্যাদি-  মালা, ২ ছড়া, ছাউনি নাড়া পুষ্পাদি, হাই আমলা, মােনামুনি, তুরা, করু, বরণডালা, চণ্ডীপুঁথি, আচ্ছাদনার্থ বস্ত্র, মাকু, কার্পাস বস্ত্র, শংখধ্বনি,  উলু ধ্বনি প্রভৃতি।

কুশন্ডিকা

বটের শাখা ১, সপল্লব ঘট ১, ষষ্ঠী ও মার্কণ্ডেয় পূজা যােড়শােপচারে, নৈবেদ্য ২ খান নদে ১, গব্যঘৃত ১ আনা, অগ্নি আনিবার কাংস্যপাত্র অভাবে মৃণ্ময় পাত্র অভাবে আজ্যস্থলি তাত্রপাত্র ১,বালি গামেয়, ্াদশাসগুল পরিমিত উড়ুম্বর সমিধ ২৮, হস্তপরিমিত ধব কিংবা খদির অথবা পলাশ কিন্বা যজ্ঞডুম্বর বিংশতি ২শ ভ্রমণ ১, ছাদশাঙ্গুলকুশ ১, একবিংশতিঙ্গুলকুশ ১, সপ্তাঙ্গুলকুশ ৩, সাগ্রকুশপত্রদ্বয় ১, বিতক্তিপনি , আক্তরণাদির জন্য কুশ ১ দফা, শিলা ১, নুড়ি ৪ দফা, লাজ (খৈ), শমীপত্র (শাইপাতা),বীরণপত্র (বেণ , ঐ প্রদানার্থ বেত্রনিম্মিত পাত্র (পালি)।

বর-কন্যার বস্ত্র–  ধুতি-উড়ানি ১ দফা, লজ্জাবস্ত্র ও শাটী ১ খানা, আম্রপল্লব ১ দফা, জলপূর্ণ কুম্ভ ১ টা, কুলা ১ খানা , ব্রাহ্মণ দক্ষিণা ,  স্রূক স্রূবাদি, পূর্ণ হোমের কদলীদ্বয় ও তাম্বুল, পুষ্প- দুর্ব্বাদি, দধি, বিচিত্র পিঁড়ে ২ খানা।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button