পূজার দিন ও তারিখউৎসব

2023 বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্ট

বিপত্তারিণী পুজার সময় সুচি, Bipattarini Puja & Date

বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্টঃ বিপত্তারিণী হলেন ভারতের পশ্চিমবঙ্গ ও ওড়িশা রাজ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলে পূজিত এক হিন্দু দেবী। তিনি দেবী সঙ্কটনাশিনীর একটি রূপ এবং দেবী দুর্গা ১০৮ অবতারের অন্যতম। হিন্দুরা মূলত বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য এই দেবীর পূজা করেন। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে হিন্দু মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করেন।

এটিও পড়ুন- রুদ্রাক্ষের গুণাগুণ

পূজাঃ

গ্রামাঞ্চলে বিপত্তারিণী পূজা চারদিন ধরে চলে। প্রথম দিনে দেবীর “আরাধনা” (পূজা) করা হত। মেয়েরা দণ্ডী কাটে। তারপর দুই রাত্রি ধরে রাতে বাংলা লোকগান, ভজন ও কীর্তন চলে। চতুর্থ দিনে বিসর্জন হয়।

বিপত্তারিণী পূজা উপলক্ষে মেয়েরা উপবাস করে। প্রথা অনুসারে হাতে “তাগা” (এক গুচ্ছ পবিত্র লাল সুতো ও দূর্বাঘাস) বাঁধে।

গুরুত্বপূর্ণ মন্দির

বিপত্তারিণী মন্দির, গড়িয়া, কলকাতা
বিপত্তারিণী মন্দির, রাজপুর, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, পশ্চিমবঙ্গ

2023 বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্ট

 উৎসবের নাম  দিন    তারিখ
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

শনি বার ২৪ জুন, ২০২৩
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

মঙ্গল বার ২৭ জুন, ২০২৩

 

বংলা পঞ্জিকা অনুসারে – ৮ এবং ১১ আষাঢ় ১৪৩০

2022 বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্ট

 উৎসবের নাম  দিন    তারিখ
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

শনি বার ২ জুলাই, ২০২২
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

মঙ্গল বার ৫ জুলাই, ২০২২

 

বংলা পঞ্জিকা অনুসারে – ১৭ এবং ২০ আষাঢ় ১৪২৯

2021 বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্ট

 উৎসবের নাম  দিন    তারিখ
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

মঙ্গল বার ৩ জুলাই, ২০২১
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

শনিবার ৬ জুলাই, ২০২১

2020 বিপত্তারিণী পুজা হয়েছিল

 উৎসবের নাম  দিন    তারিখ
 বিপদ তারিণী পূজা / 

বিপত্তারিণী পুজা

মঙ্গল বার ৩০ জুন, ২০২০

এটিও পড়ুন –  202৪ বিপত্তারিণী পুজার সময় নির্ঘণ্ট

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button