চাকুরী
বিদ্যুৎ নিগমে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২৯৯ জন

উত্তর প্রদেশ পাওয়ার কর্পোরেশন বিভিন্ন পদে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ২৯৯ জন। প্রার্থী বাছাই করবে ইলেক্ট্রিক্যাল সার্ভিস কমিশন। নিয়োগ বিজ্ঞপ্তির নাম্বার- 4/VSA/2018/AE । পশ্চিম বঙ্গের ছেলে মেয়েরা মেয়েরা অসংরক্ষিত বিভাগে আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা– সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক।
বয়স– ১-৭-২০১৮ তারিখে ২১ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন– ৫৬,১০০ টাকা।
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
দরখাস্ত করতে পারবেন– www.uppcl.org
দরখাস্তের শেষ তারিখ- ৩০ শে নভেম্বর।
বিস্তারিত – এখানে
গুরুত্বপূর্ণ তথ্য–
অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ৩০ নভেম্বর মধ্যে। শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট বিভাগে ইঞ্জিনিয়ারিং শাখায় স্নাতক। পরীক্ষার ফি বাবদ- ১০০০ টাকা দিতে হবে। ওয়েবসাইট- www.uppcl.org