বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার জন্য ছাত্রের আবেদন

প্রধান শিক্ষক মহাশয়ের কাছে বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার জন্য ছাত্রের আবেদন। শারীরিক অসুস্থ থাকার কারনে বিদ্যালয়ে উপস্থিত হতে পারনি, তার জন্য ছুটির আবেদন পত্র। অথবা জ্বরে অসুস্থ থাকার কারনে বিদ্যলায়ে উপস্থিত হতে না পারার জন্য প্রধান শিক্ষক / শিক্ষিকার কাজে আবেদন পত্র।
[ এসব আবেদনপত্রে প্রেরকের ঠিকানা, তারিখ বা শিরোনামে ঠাকুরদেবতার নাম লেখার দরকার নেই। ব্যবসায়িক পত্রে বা চাকরির দরখাস্তে শিরোনামে ঠাকুর দেবতার নাম লেখার প্রয়োজন নেই।]বিদ্যালয়ে উপস্থিত না হওয়ার জন্য ছাত্রের আবেদন
মাননীয়
প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু,
কুশমণ্ডি উচ্চ বিদ্যালয়
কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর
সবিনয় নিবেদন,
মহাশয়,
আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর, ‘ক’ বিভাগ, ক্রমিক সংখ্যা ৭, ছাত্র। গত ৫ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত জ্বরে অসুস্থ থাকার জন্য আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, আমার বিনীত অনুরোধ এই যে, আপনি দয়া করে আমার ওই ছ’দিনের অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র,
কমল সরকার অষ্টম শ্রেণী, ‘ক’ বিভাগ ক্রমিক সংখ্যা – ৩৭ |
অথবা
মাননীয়
প্রধান শিক্ষক মহাশয় সমীপেষু,
কুশমণ্ডি উচ্চ বিদ্যালয়
কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর
সবিনয় নিবেদন,
মহাশয়,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র/ ছাত্রী। গত ৫ই জানুয়ারি থেকে ১০ই জানুয়ারি পর্যন্ত শারীরিক ভাবে অসুস্থ থাকার কারনে আমি বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।
অতএব, আমার বিনীত অনুরোধ, আপনি দয়া করে আমার ওই ছ’দিনের অনিচ্ছাকৃত অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুর করে বাধিত করবেন।
আপনার একান্ত অনুগত ছাত্র,
কমল সরকার
অষ্টম শ্রেণী, ‘ক’ বিভাগ
ক্রমিক সংখ্যা – ৩৭
এটিও পড়ুন – বিজয়ার চিঠি বন্ধুর কাছে বন্ধুর চিঠি