বিজয়ার চিঠি বন্ধুর কাছে বন্ধুর চিঠি
বন্ধুর কাছে বন্ধুর ‘বিজয়ার চিঠি'। দুর্গা পুজা কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে পত্র

বন্ধুর কাছে বন্ধুর বিজয়ার চিঠি লেখার পদ্ধতি। দুর্গা পুজা কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে প্ত্র। অথবা পুজার ছুটি কিভাবে কাটালে তা জানিয়ে বন্ধু / বান্ধবীকে প্ত্র লিখ।
বিজয়ার চিঠি
কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর
১০.১০, ২০২১
প্রিয় মনোরঞ্জন,
প্রথমে তোকে শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই। মেসোমশাই ও মাসীমাকে শুভ বিজয়ার সশ্রদ্ধ প্রণাম জানাস। তোকে চিঠি দিতে দেরি হয়ে গেল। তার কারণও অবশ্য ছিল। আমাদের পাড়ার পুজোয় এবার আমিও একজন স্বেচ্ছাসেবক ছিলাম। তাই পুজোয় খুবই ব্যস্ত ছিলাম। পুজোর পরেও আমাদের ব্যস্ত থাকতে হয়েছিল। কেননা, দশমীর দুদিন পর বিজয়া-সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই সম্মেলনের সঙ্গে একটি বিচিত্রানুষ্ঠানের ব্যবস্থা ছিল। অনুষ্ঠান ভালভাবেই হয়েছিল। তুই এলে আরও ভাল লাগত। তোকে তো আগেই আসতে লিখেছিলাম। পুজোর কটা দিন কি করে যে কেটে গেল, টেরও পাইনি। দেখতে দেখতে ছুটিও ফুরিয়ে আসছে। স্কুল খুলেই তো আবার পরীক্ষা। ভাবলেই ভয় হচ্ছে। ছুটির মধ্যে একদিন আসিস। এর মধ্যে কি কি পড়লি জানাস। এবার আমি শারদীয় আনন্দমেলাটা ধরব। ভালবাসা নিস। শুভেচ্ছান্তে।
তোমার
মলিন সরকার
পেরক,
মলিন সরকার কুশমণ্ডি, দক্ষিণ দিনাজপুর পিন- ৭৩৩১৩২ |
প্রাপক :
মনোরঞ্জন সরকার C/o কুলেন্দ্র নাথ সরকার ২২, দমদম রোড কলিকাতা-৫০ |
এটিও পড়ুন – স্কুলের শেষ দিন সম্পর্কে তোমার মনোভাব জানিয়ে বন্ধুর নিকট পত্র লিখ
দুর্গা পুজা কেমন কাটল তা জানিয়ে বন্ধুকে প্ত্র, Bijoya এর চিঠি।