
দাঁত মানুষের অতি প্রয়োজনীয় অঙ্গ। এবং মুখের সৌন্দর্য বাড়াতেও দাঁতের ভূমিকা অতুলনীয়। দাঁত মেরুদণ্ডী প্রাণীদের মুখে অবস্থিত একটি অঙ্গ। এটি খাদ্য চর্বণ ও কর্তনের (কাটা) কাজে ব্যবহৃত হয়। অধিকাংশ প্রাণীর দেহে দাঁতই হচ্ছে কঠিনতম অঙ্গ।
দাঁতের যন্ত্রণা কমানোর ঘরোয়া উপায়
রোগের কারণ
দাঁত যদি অপরিষ্কার থাকে, অতিরিক্ত ঠাণ্ডা লাগে, পেটের গোলমাল হয়, দাঁতে পোকা লাগে তবে দাঁতের যন্ত্রণা হয়।
রোগের লক্ষণ
মাড়ি ফুলে ওঠে, অনবরত রি রি করতে থাকে।
রোগের চিকিৎসা
১৫০ গ্রাম নারকেল পাতা, ১০০ গ্রাম পেপে পাতা, ১০০ গ্রাম ভেরেণ্ডা পাতা, ১০ গ্রাম মতিহারি তামাক রোদে ভালো করে শুকিয়ে পুড়িয়ে তার ছাই ন্যাকড়ায় ছেঁকে নিয়ে তার ভিতর ১০ গ্রাম মেন্থলগুঁড়ো, ১০ গ্রাম ফিটকিরির গুঁড়ো ও ৫ গ্রাম কর্পূর মিশিয়ে একটা শিশিতে ভরে রাখুন। রোজ অন্ততঃ একবার করে মাস দুয়েক ঐ ছাই দিয়ে দাঁত মাজুন। দাঁতের যন্ত্রণা কমবে দাঁত মজবুত হবে।
পথ্য – নরম ও তরল জাতীয় খাদ্য খাবেন।
দাঁত এবং স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর।
এটিও জেনে নিন – 40 এর পর সুস্থ থাকতে এই নিয়মগুলি পালন করুন