বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মাফ চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত
বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মাফ চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত

বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মাফ চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি দরখাস্ত লিখ। অথবা বিলম্বে বেতন প্রদানের জন্য জরিমানা মকুব চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত অথবা দেরিতে বেতন প্রদানের জন্য জরিমানা মকুব চেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট আবেদন অথবা লেটে স্কুলের ফি দেবার জন্য জরিমানা মকুব চেয়ে তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিকট একটি আবেদন পত্র। ইংরেজিতে জরিমানা মকুব চেয়ে আবেদন পত্র।
জরিমানা মাফ চেয়ে আবেদন পত্র
মাননিয়,
প্রধান শিক্ষক মহাশয়,
কুশমণ্ডি উচ্চ বিদ্যালয়
বিষয়ঃ- জরিমানা মাফ চেয়ে আবেদন পত্র।
স্যার,
সবিনয় নিবেদন এই যে, আমার পিতা সরকারি কার্যপলক্ষে এক মাসের জন্য লগুন গমন করলেন । সে-কারনে আমাদের পরিবারের সবাই মিলে বিদেশ যাই। বিদেশ থেকে বাড়ি আস্তে আমাদের ক-দিন দেরি দয় ।আমিও নির্ধারিত দিবসে বেতন দিতে পারিনি ।
অতএব আপনার কাছে এই প্রার্থনা করি যে, দয়া করে যদি বেতন প্রদানের জন্য যে জরিমানা নির্ধারিত আছে তা অনুগ্রহ করে মনজুর করে বেতন প্রদানের অনুমতি দান করেন। ইতি-
তারিখ-০৪/০৭/২০২২ | বিনীত
আপনার একান্ত বাধ্যানুগত ছাত্র ভাস্কর রায় দ্বাদশ শ্রেনী,রোল-নং ২ |
এটিও পড়ুন –