বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির আবেদন জানাইয়া দরখাস্ত
বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির আবেদন পত্র

বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির আবেদন জানাইয়া একটি দরখাস্ত লিখ অথবা প্রধান শিক্ষকের নিকট ছুটি জানিয়ে আবেদন পত্র বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটি এর আবেদন পত্র অথবা বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির জন্য আবেদন জানাইয়া একটি দরখাস্ত লিখ। অথবা বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির জন্য দরখাস্ত। ইংরেজিতে বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির আবেদন পত্র।
বিদ্যালয় পরিদর্শকের নিকট ছুটির আবেদন
মাননীয়,
খগেনহাট হাই স্কুলের পরিদর্শক মহোদয় সমীপেষু-
বিষয়ঃ- ছুটির জন্য দরখাস্ত ।
মহোদয়,
সবিনয় নিবেদন-অদ্য আপনি আমাদের এই বিদ্যায়তনে শুভাসমন করে আমাদেরকে কৃতার্থ করেছেন। আমাদের বিদ্যালয়ে আপনার এই শুভ পদার্পনের জন্য আমরা দুইদিনের ছুটি প্রার্থনা করছি ।
অতএব, মহোদয়, অনুগ্রহপুর্বক আমাদের প্রার্থনা মঞ্জুর / গৃহীত করে আমাদেরকে বাধিত করিবেন ।
ইতি-
তারিখ-২২/১২/২০২১ | বিনয়াবনত
আপনার একান্ত অনুগত খগেনহাট হাই স্কুলের ছাত্রবৃন্দ |
এটিও পড়ুন – সরস্বতী পুজা উপলক্ষে নিমন্ত্রণ পত্র / আমন্ত্রণ পত্র