কাইন মাষ্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ, Free Latest KineMaster Pro

অনুচ্ছেদ সমূহ
কাইন মাষ্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ: আপনারা যারা ভিডিও এডিটিং অ্যাপ খুঁজছেন, কিন্তু ভালো এবং প্রো ভার্সন পাচ্ছেন না তাদের জন্য কাইন মাষ্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ খুব ভালো হবে বলে আশা করছি। এটির ফ্রী ও পেইড ভার্সন আছে।
KineMaster (কাইন মাষ্টার প্রো)
FilmoraGo (ফিলমোরাগো) এর পর ভালো ইউজার ইন্টারফেস এবং ফিচার সমৃদ্ধ অ্যান্ড্রয়েডের অ্যাপ বলতে গেলে আসে KineMaster ভিডিও অ্যাপ এর কথা। এটি একটি ফ্রী জনপ্রিয় ভিডিও এডিটিং অ্যাপ।
এটি একটি খুব শক্তিশালী ভিডিও এডিটিং মোবাইল অ্যাপ। অ্যাপটিতে থাকা ড্র্যাগ-এন-ড্রপ ফিচার ব্যবহার করে খুব সহজে বিভিন্ন মিডিয়া ফাইল যুক্ত করা যায়। অ্যাপটি ব্যবহার করা খুব সহজ এবং এটি দিয়ে খুব তাড়াতাড়ি প্রফেশনাল মানের ভিডিও তৈরি করা সম্ভব। এর ফ্রী ভার্সনে ভিডিও এডিটিং করার জন্য প্রায় সমস্ত রকম প্রয়োজনীয় ফিচারই রয়েছে।
এগুলিও পড়ুন
- মোবাইল দিয়ে ভিডিও এডিটিং 5 টি সেরা সফটওয়্যার, Latest 2020
- আরোগ্য সেতু COVID 19 থেকে বাঁচাবে এই অ্যাপ – Aarogya Setu
ফ্রী ও পেইড ভার্সনের মধ্যে পার্থক্যঃ
- ফ্রী ভার্সনে ওয়াটার মার্ক থাকে, আর প্রো ভার্সনে ওয়াটার মার্ক থাকে না।
- ফ্রি ভার্সনে কম ফিচার থাকে, আর প্রো ভার্সনে অনেক বেশি ফিচার যুক্ত থাকে।
- ফ্রী ভার্সন সম্পূর্ণ বিনামুল্যে পাওয়া যায়, প্রো ভার্সন টাকা দিয়ে কিনতে হয়।
কীভাবে ডাউনলোড করবেন ?
- প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) যেতে হবে।
- এরপর KineMaster (কাইন মাষ্টার) লিখে সার্চ করতে হবে।
- এরপর Install লেখায় ক্লিক করলে সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির ফ্রী ভার্সনেই মোটামুটি সকল প্রয়োজনীয় ফিচারই রয়েছে।
স্পেশাল ফিচারঃ-
- ড্র্যাগ-এন-ড্রপ ফিচার ব্যবহার করে মিডিয়া ফাইল ইমপোর্ট করা যায়
- মাল্টিপল লেয়ার ব্যবহারের সুবিধা রয়েছে
- রিয়েল টাইম প্রিভিউ ইত্যাদি (Instant Preview)।
এছাড়াও রয়েছে –
- মাল্টি ট্র্যাক অডিও (Multi-Track Audio)
- একাধিক স্তর (Multiple Layers)
- মিশ্রন মোড (Blending Modes)
- গতি নিয়ন্ত্রণ (Speed Control)
- প্রো অডিও বৈশিষ্ট্য (Pro Audio Features)
- ক্রোমা কী (Chroma Key)
- ভয়েস রেকর্ডিং (Voice Recording)
- আরও অনেক কিছু
ডাউনলোড – KineMaster (কাইন মাষ্টার) উজার গাইড ডাউনলোড
উপরোক্ত উজার গাইড টি ডাউনলোড করে নিয়ে আপনি একজন পাকা পোক্ত কাইন মাস্টার ব্যবহার কারি হয়ে উঠবেন। আর কাইন মাষ্টার কাইন মাষ্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ, Free Latest KineMaster Pro 2020 ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
ডাউনলোড – ফ্রী কাইন মাষ্টার প্রো ভিডিও এডিটিং অ্যাপ