উচ্চ মাধ্যমিক সাজেশন

2022 উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন, সম্ভাব্য প্রশ্ন

২০১৯ উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন, সম্ভাব্য প্রশ্ন, উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্ন ,ভূগোল ছোট প্রশ্ন, ভূগোল রচনাধর্মী প্রশ্ন উত্তর, ভূগোল লাস্ট মিনিট সাজেশন , ভূগোল টেস্ট প্রশ্ন পত্র । এটিও পড়ুন – ২০২১ উচ্চ মাধ্যমিক কম্পিউটার অ্যাপ্লিকেশন সাজেশন

উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন

১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)

  1. কাসট অঞ্চলে ক্ষয়কার্‍্যের ফলে সৃস্ট চারটি অবনত ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো। মৃত্তিকা সৃষ্টিতে জলবায়ুর ভূমিকা লেখো।  অথবা                                             

ভূ- অভ্যন্তরীন গঠনের সাথে নদী-নকসার সম্পর্কে আলোচনা করো। রিয়া ও ফিয়র্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখ।

  1. ভারতের জলবায়ুতে এল নিনোর প্রভাব আলোচনা করো।জীববৈচিত্র সংরক্ষণের তাৎপর্য গুলি কি কি। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো।      অথবা

নিরক্ষীয় ও ভূ-মধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। বায়ু মন্ডলে বিভিন্ন গ্রীন হাউজ গাস গুলির নাম ও উৎসগুলি লেখো। বায়স্ফিয়ার রিজার্ভ কী।                                           

c. স্বেত বিপ্লবের সমস্যা গুলো লেখো। বর্তমানে মিলেট উৎপাদক অঞ্চলে গম চাষ বৃদ্ধি পাওয়ার কারন কী। জীবিকা সত্ত্বাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির মধ্যে পার্থক্য লেখো।

  1. পশ্চিম ভারতে অধিক সংখ্যায় পেট্রোরাসয়ন শিল্প গড়ে ওঠার কারন গুলি লেখো। কাগজ শিল্পের কাঁচামাল গুলি সম্পর্কে লেখো। ভারতের অর্থনীতিতে পর্যটনের গুরুত্ব লেখো।
  2. ভারতের জনসংখ্যা বন্টনের কারন গুলির ধারনা দাও। উন্নত ও উন্নয়নশীল দেশের পিরামিডের মধ্যে পার্থক্য লেখো। কোন পরিস্থিতিতে বিক্ষিপ্ত বসতি গুচ্ছ বসতিতে পরিনত হয়?                অথবা

ব্যঙ্গালুরুতে বৈদ্যুতিন শিল্প গড়ে ওঠার কারন গুলো কী? কলকাতা বন্দরের সহযোগী হিসেবে হলদিয়া বন্দরের গুরুত্ব কী? পরিকল্পনা অঞ্চল গঠনের উদ্দেশ্য গুলি কী কী?                             

PART-B (Marks-35)

  1. বিকল্প উত্তর গুলির মধ্যে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো।(সকল প্রশ্নের উত্তর আবশ্যিক)
  2. প্লাবন সমভূমি গঠিত হয়-
  3. a) অবরোহন প্রক্রিয়ায় b)  আরোহন প্রক্রিয়ায়    c)  পর্‍্যায়ন প্রক্রিয়ায়     d)  জৈবিক প্রক্রিয়ায়
  4. অপবাহন গর্ত সৃষ্টি হয় মরুক্ষয়চক্রের-
  5. a) প্রারম্ভিক পর্যায়ে     b) বাধর্ক পর্যায়ে c) পরিনত পর্যায়ে       d) যৌবন পর্যায়ে

iii. নাতীশীতোষ্ণ তৃণভূমি অঞ্চলের মৃত্তিকা হল-

    a.অক্সিসল বর্গের      b) এন্টিসল বর্গের       c) ভাটিসল বর্গের       d) মলিসল বর্গের

  1. মরুভূমির প্লায়া হ্রদকে কেন্দ্র করে গড়ে ওঠে-

     a.কেন্দ্রবিমুখ নদী নকসা    b) কেন্দ্রবহির্মুখী নদী নকসা   c) জাফরিরুপি নদী নকসা d) অঙ্গুরীয় নদী নকসা

  1. খরা বিপর্যয়ের আকার নেয় যখন বৃষ্টিপাত স্বাভাবিকের থেকে কম হয়-

     a.10%                  b)  50 %                 c)  25%      d)   75%

  1. ভারতের প্রথম স্থাপিত ন্যাশনাল পার্কটি রয়েছে-

      a.উত্তরাখণ্ডে   b) মধ্যপ্রদেশে    c) আসাম       d) রাজস্থান

vii. ভৌম জলস্তরের ওপরে অবস্থিত প্রবেশ শিলাস্তরের মধ্যে যে জল প্রবাহিত হয় তাকে বলে-

     a.মিটিয়োরিক জল     b) প্রশবন জল   c)  ভ্যাডোস জল        d) ম্যাগমাটিক জল

viii. ভূ-মধ্যসাগরীয় অঞ্চলে একটি শীতল স্থানীয় বায়ু হল-

     a.খামসিন    b)  বোরা      c) লেভেচ       d) মারিন

  1. ওড়িশ্যার কোন জেলাকে ইস্পাত নগরী বলা হয়-

     a.জামসেদপুর b)  বোকারো     c) সালেম d) রাউরকেল্লা

  1. সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের বলা হয়-

    a.Yellow collor worker                    b) gold collor  worker         c) green collor worker       d) pink collor worker

  1. যে সমস্ত শিল্প কাঁচামাল উত্তোলন কেন্দ্রের কাছে গরে ওঠে তাদের পন্যসূচক –
  2. <1         b) >1        c)  1         d)   >-1

xii. ভারতের কফির রাজধানী বলা হয়-

  1. চিক্‌মাগালুর জেলা b) কোদাগু জেলা c) কোল্লাম জেলা d) কোয়েম্বাটুর

xiii. তটভূমির ওপরে সমুদ্রতরঙ্গের সঞ্চয় কার্‍্যে ফলে গঠিত ভূমিরূপ হল-

  1. লেগুন b)  প্রবাল দ্বীপ   c) পুরোদেশীয় বাধ      d)  সৈকত

xiv. যে মাটিতে ক্যালসিয়াম, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়নের থেকে সোডিয়াম আয়ন বেশী থাকলে গঠিত হয়-

  1. সোলোনেৎস b)  সোলোনচ্যাক  c)  গ্লেই       d)  পেডোক্যাল
  2. নাতিশীতোষ্ণ ঘূর্নবাত সৃষ্টির আদর্শ সময়-
  3. শীতকাল b) গ্রীষ্মোকাল ও শরৎকাল       c)  বসন্তকাল     d)  গ্রীষ্ম ও বর্ষাকাল

xvi. ভূ-মধ্যসাগর ও লোহিত সাগরকে যুক্ত করেছে-

  1. পানামা খাল b)  সী খাল     c) সুয়েজ খাল    d)  রাইন-মেন দানিসুব খাল

xvii. রসবি তরঙ্গ লক্ষ্য করা যায়-

  1. 9-14 কিমি বায়ুস্তরে b) 30-40 কিমি বায়ুস্তরে  c)  14-21 কিমি বায়ুস্তরে d) 20-30 কিমি বায়ুস্তরে

xviii. এক সাথে অবস্থিত একগুচ্ছ শহরকে বলে-

  1. মেগা সিটি b)  পৌরপিন্ড   c)  পৌরমহাপুঞ্জ  d)  পৌরপুঞ্জ

xix. নির্নায়কের কাজ হল-

  1. চতুর্থ স্তরের b) তৃতীয় স্তরের c)  পঞ্চম স্তরের             d)  দ্বিতীয় স্তরের
  2. যে সকল দেশে জন্ম ও মৃত্যহার উভয়ই কম তারা অন্তর্গত হল-
  3. তৃতীয় শ্রেনীর পিরামিডের b) চতুর্থ শ্রেনীর পিরামিডের c) পঞ্চম শ্রেনীর পিরামিডের d)  দ্বিতীয় শ্রেনীর পিরামিডের

xxi. অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক হল-

  1.     সাক্ষরতার হার    b)  মোট অভ্যন্তরীন উৎপাদন      c)  প্রত্যাশিত আয়ুকাল     d)  ক্রয় ক্ষমতার সমতা।
  2. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও(বিকল্প প্রশ্নগুলি লক্ষনীয়) 
  3. i) ভূ-অভ্যন্তরে যে শিলাস্তর জলশোষন ও সরবরাহে অক্ষম তাকে কী বলে।

অথবা-পাতন স্তর বলতে কী বোঝ

  1. পালকের ন্যায় আকৃতি বিশিষ্ট জলনিগম প্রনালী কী নামে পরিচিত।

iii. পেনিপ্লেন বলতে কী বোঝ। অথবা- বেলেটড আউটক্রপ কাকে বলে।

  1. গ্রীন ডেটা বুকে কী কী লিপিবদ্ধ করা হয়।
  2. কোপেনের জলবয়ুর শ্রেনী বিভাগ AW ও CW দ্বারা জলবায়ু অঞ্চলকে বোঝানো হয়।
  3. মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে। অথবা- উৎখাত ভুমি বা অপভুমি বলতে কী বোঝ?

vii. Think Tank বলতে কী বোঝ।

viii. সারাবছর ধরে পাওয়া যায় এমন বাণিজ্যিক ফলের চাষ কে কী বলে। অথবা- যে ভুমি ব্যবস্থ্যয় জনসংখ্যার তুলনায় জমির পরিমাণ কম তাকে কী বলে।

  1. হড়পা বান কাকে বলে।
  2. যে সমস্ত উদ্ভিদ সূর্যের আলোতে বিকাশ লাভ করলেও ছায়াতে বেঁচে থাকে তাদের কী বলে। অথবা- স্নেকটোফোটোমিটার যন্ত্রের সাহায্য কী করা হয়।      
  3. ক্ল্যাপোটিস কাকে বলে?

xii. মোটরগাড়ী নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প বলা হয় কেন? অথবা- আইসোডাপেন বলতে কী বোঝ।

xiii. দুটি রাস্তা পরস্পর সমকোণে মিলিত হলে কোন ধরনের জনবসতি গড়ে ওঠে।

অথবা- ভারতবর্ষে কোন ধরনের পরিব্রাজনের পরিমাণ বেশী লক্ষ্য করা যায়।

xiv.  আঞ্চলিক সমস্যা সমাধান ও উন্নয়নের লক্ষ্যে যে অঞ্চল নির্মাণ করা হয় তাকে কী বলে?

উচ্চ মাধ্যমিকরে অন্যান্য বিষয় সমূহ এখানে

ট্যাগঃ ডাউনলোড উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন, ফ্রী উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন, উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন PDF

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button