সভা সমিতির আমন্ত্রণ পত্ৰ লেখার পদ্ধতি
অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ।। সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র

সভাসমিতির আমন্ত্রণ পত্ৰ ।। অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ।। সাংস্কৃতিক অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র ।। সভার আমন্ত্রণ পত্র || প্রধান অতিথির আমন্ত্রণ পত্র || ব্যক্তিগত পত্রের বৈশিষ্ট্য || ইংরেজি নিমন্ত্রণ পত্র রচনা সূত্র গুলি লেখ || ক্রিকেট খেলার আমন্ত্রণ পত্র
অতিথি আমন্ত্রণ পত্র
সভা সমিতির আমন্ত্রণ পত্ৰ
মহাশয়,
সবিনয় নিবেদন, আগামী ২৮ শে জানুয়ারি রবিবার, সন্ধ্যা ৭ ঘটিকায় কুশমণ্ডি স্থানীয় টাউন হলে কুশমণ্ডি সাহিত্য পরিষদের বাৎসরিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় ডক্টর অমিত সরকার অনুগ্রহপূর্বক সভাপতির আসন অলংকৃত করিবেন এবং ডক্টর সুনীল দেবশর্মা প্রধান অতিথি হিসাবে যোগদান করবেন। সভায় স্থানীয় ও বহিরাগত কবি সাহিত্যিকগণ কবিতা ও প্রবন্ধ পাঠ করবেন। আপনার উপস্থিতি একান্তই কাম্য। ইতি—
কুশমণ্ডি টাউন হল
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
২০শে জানুয়ারি, ২০২১
|
মাননীয়
রমেশ সেন সম্পাদক, পাবনা সাহিত্য পরিষদ্ |
এটিও পড়ুন –