পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন পত্র
মাধ্যমিক পরীক্ষায় তোমার বন্ধু ভালো রেজাল্ট করেছে তাকে অভিনন্দন জানিয়ে পত্র।

অভিনন্দন পত্র ।। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তোমার বন্ধু বা বান্ধবী খুবই ভালো ফলাফল করেছে তার অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি লেখার পদ্ধতি। অথবা পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য অভিনন্দন জানিয়ে বন্ধুকে চিঠি লেখার নিয়ম। অথবা মাধ্যমিক পরীক্ষায় তোমার বন্ধু ভালো রেজাল্ট করেছে তাকে অভিনন্দন জানিয়ে পত্র। ইংরেজিতে অভিনন্দন পত্র পড়ুন এখানে।
পরীক্ষায় কৃতিত্ব প্রদর্শনের জন্য বন্ধুকে অভিনন্দন পত্র
বাবুই হাঁটি
দক্ষিন দিনাজপুর
প্রিয় মামোনি ,
প্রীতি ও শুভেচ্ছা নিস। গত মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ বোর্ডের কয়েক লক্ষ ছাত্র-ছাত্রীর মধ্যে তুই চতুর্থ স্থান (৭টি লেটারসহ) অধিকার করে আমার আনন্দের পরিমাণ বারিয়ে দিয়েছিস। পরীক্ষায় এত ভালো রেজাল্ট করার জন্য অনেক অনেক সুভেচ্ছা ও অভিন্নদন জানাই । সুনলাম, তোর স্কুলের সমস্ত শিক্ষক,শিক্ষিকা তোর এই সাফল্যের কথা ইতিমধ্যেই আনুষ্ঠানিকভাবে অভিনন্দিত জানিয়েছে। তুই নিজে কেবল একজন ভাল ছাত্রই নোশ, তুই সঙ্গীতের একজন গুণী শিল্পীও।
শুনিয়াছি, তুই অনুষ্ঠানে গান গেয়েছিলিস। আমার একান্তই দুর্ভাগ্য যে, আমি তোর এই অনির্বচনীয় আনন্দের উৎসবে উপস্থিত হতে পারলাম না । সেইজন্য অত্যন্ত কষ্ট পেয়েছি । যাই হোক, আমি মনে করি যে তুই আমার এক অতিকাছের বন্ধবি । জীবনের স্রোতে গা ভাসিয়ে দিয়া যারা মনে করে, এ জীবন অর্থহীন তাহাদের বাচিয়ে লাভ কি? আমার বিবেচনায়, একজন তরুনি ও যুবতী সত্যিকার অর্থে মানুষ হয়ে গিয়ে উঠতে হলে তাকেও উপযুক্ত প্রশিক্ষণ নিতে হইবে, লেখাপড়া ও জ্ঞান সাধনার আদর্শকে সামনে রেখে অগ্রসর হতে পারলে জীবনে কোন দিনও ব্যর্থতা আসবে না।
শুনলাম, তুই ছাত্রজীবনে যেরূপ নিয়মিতভাবে পড়াশুনা চালিয়ে গিয়েছিস তাতে আমি আশা করেচিলাম যে, পরীক্ষায় তুমি অবশ্যই লেটার পাবি । আমার কথা অক্ষরে অক্ষরে মিলেছে। তোকে আমার পক্ষ থাকে আবারও অভিনন্দন- আন্তরিক সুভেচ্ছা রইল।
তুই তোর বাবা-মাকে আমার দিক থেকে-শ্রদ্ধা জানাস। কথা দিলাম ভবিষ্যতে আমি তোমাকে ব্যক্তিগতভাবে সুভেচ্ছা জানাতে যাব । ইতি—
তোমার প্রিয় বান্ধবি
মৌমিতা রায়
এটিও পড়ুন- ক অক্ষর দিয়ে মেয়েদের নাম । ক অক্ষর দিয়ে কন্যা সন্তানের নাম