পত্র রচনা
বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি প্রার্থনা করিয়া একটি দরখাস্ত লিখ।

বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি প্রার্থনা করিয়া একটি দরখাস্ত লিখ।
মাননীয়,
প্রধান শিক্ষক
সিদ্ধেশ্বরী উচ্চ বিদ্যালয়ের
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
বিষয় : অনুপস্থিতির জন্য ছুটি প্রার্থনা।
মহোদয়,
সবিনয় নিবেদন এই যে, গত ৪ঠা মার্চ হইতে ১০ই মার্চ পর্যন্ত জ্বরে শয্যাগত থাকার ফলে, সাতদিন আমি বিদ্যালয়ে উপস্থিত হইতে পারি নাই। অতএব, বিনীত প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাকে দয়া করিয়া সাত দিনের ছুটি মঞ্জুর করিয়া বাধিত করিবেন।
তারিখ
১১ই মার্চ, ২০২১ |
ইতি
অপিনার একান্ত অনুগত ছাত্র মলিন সরকার নবম শ্রেণী |
এটিও পড়ুন –