technology
জীবন বিজ্ঞানে কে কি আবিষ্কার করেছেন বিজ্ঞানীর নাম সহ জেনে নিন

A জীবন বিজ্ঞানের এমন কিছু আছে যার নাম আমারা সকলেই জানি কিন্তু এর আবিষ্কার কর্তা কে তা হয়তো অনেকেই জানি না। যেমন কমবেশি সকলে বাইসাইকেল উঠি কিন্তু এর যে আবিষ্কার কর্তা ম্যাকমিলন এর নাম কজনের জানা বলুন। এজন্য আজকের এই পোষ্ট। নিচের দেওয়া আবিষ্কারক গুলির নাম না জানলে একটু দেখে নিন এগুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রায় আসে।
আবিষ্কার | বিজ্ঞানীর নাম |
ব্যাক্টেরিয়া | লিউয়েন হুক |
বসন্ত টিকা | এডওয়ার্ড জেনার |
কৃএিম জিন | হরগোবিন্দ খোরানা |
ডিপথেরিয়া প্রতিষেধক | ভন ভেহরিং |
রক্ত সঞ্চালন | উইলিয়াম হার্ভে |
টাইফয়েড জীবাণু | ফিনলে |
কালাজ্বর | ইউ এন ব্রহ্মচারী |
ভিটামিন(সি) | ফ্লোলিচ |
স্ট্রেপটোমাইসিন | ওয়াকম্যান |
ক্লোরোর্ফম | সিস্পসন ও হ্যারিসন |
ভাইরাস | দিমিএি ইভানোভস্কি |
হামের টিকা | এনভারস এবং জন পিবলস |
বিসিজি টিকা | ক্যালসাট ও গুয়েচিন |
এন্টিসেপ্ট চিকিৎসা | লিস্টার লর্ড বেন্টিং |
ম্যারেরিয়া জীবাণু | ল্যাভেরন |
প্লেগ জীবাণু | কিতামোট এবং ইয়োরসিন |
গোঁদ জীবাণু | ম্যানসন |
কুইনাইন | রেভি |
পীত জ্বর | রিড |
ভিটামিন(এ,বি,ডি) | মেকুলাস |
সংক্রামক জ্বরের টিকা | নিকলাই |
পচন নিবারক সংযোজন | লিসার |
হৃৎপিণ্ড সংযোজন | ক্রিশ্চিয়ান বার্নার্ড |
প্রোটন | আর্নেস্ট রাদার ফোর্ড |
বৈদ্যুতিক জেনারেটর | মাইকেল ফ্যারাডে |
ক্যালকুলাস/কলনবিদ্যা | স্যার আইজ্যাক নিউটন |
পোলিও টিকা | জোনাস সক |
ম্যালেরিয়া জীবাণু | রোনাল্ড রস |
কলেরার জীবানু | রবার্ট কচ |
ডিপথেরিয়ার জীবাণু | সিজচিক |
এক্সরে | ডব্লিউ কে রন্টজে– |
বংশ গতির সুএ—–গ্রেগর মেন্ডেল | বংশ গতির সুএ—–গ্রেগর মেন্ডেল |
জলাতঙ্ক রোগের প্রতিষেধক —লুই পাস্তর | জলাতঙ্ক রোগের প্রতিষেধক —লুই পাস্তর |
বেলুন | ভ্যাকুইস এবং জোসেফ |
অক্সিজেন | জে বি প্রিস্টলি |
অণুবীক্ষণ যন্ত্র | জেড ভ্যানসেন |
থার্মো মিটার | গ্যালিলিও গ্যালিলি |
ম্যালেরিয়া | লিউয়েন হুক |
এরকম হাজারো প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। প্রতিদিন পড়ুন আরও ভালো লাগলে অন্যকেও পড়তে বলুন। এখন এখানেই।
এগুলিও পড়তে পারেন -