Thursday, August 13, 2020
technology

জীবন বিজ্ঞানে কে কি আবিষ্কার করেছেন বিজ্ঞানীর নাম সহ জেনে নিন

A জীবন বিজ্ঞানের এমন কিছু আছে যার নাম আমারা সকলেই জানি কিন্তু এর আবিষ্কার কর্তা কে তা হয়তো অনেকেই জানি না। যেমন কমবেশি সকলে বাইসাইকেল উঠি কিন্তু এর যে আবিষ্কার কর্তা ম্যাকমিলন এর নাম কজনের জানা বলুন। এজন্য আজকের এই পোষ্ট। নিচের দেওয়া আবিষ্কারক গুলির নাম না জানলে একটু দেখে নিন এগুলি বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষায় প্রায় আসে।

 

আবিষ্কারবিজ্ঞানীর নাম
ব্যাক্টেরিয়ালিউয়েন হুক
বসন্ত টিকাএডওয়ার্ড জেনার
কৃএিম জিনহরগোবিন্দ খোরানা
ডিপথেরিয়া প্রতিষেধকভন ভেহরিং
রক্ত সঞ্চালনউইলিয়াম হার্ভে
টাইফয়েড জীবাণুফিনলে
কালাজ্বরইউ এন ব্রহ্মচারী
ভিটামিন(সি)ফ্লোলিচ
স্ট্রেপটোমাইসিনওয়াকম্যান
ক্লোরোর্ফমসিস্পসন ও হ্যারিসন
ভাইরাসদিমিএি ইভানোভস্কি
হামের টিকাএনভারস এবং জন পিবলস
বিসিজি টিকাক্যালসাট ও গুয়েচিন
এন্টিসেপ্ট চিকিৎসালিস্টার লর্ড বেন্টিং
ম্যারেরিয়া জীবাণুল্যাভেরন
প্লেগ জীবাণুকিতামোট এবং ইয়োরসিন
গোঁদ জীবাণুম্যানসন
কুইনাইনরেভি
পীত জ্বররিড
ভিটামিন(এ,বি,ডি)মেকুলাস
সংক্রামক জ্বরের টিকানিকলাই
পচন নিবারক সংযোজনলিসার
হৃৎপিণ্ড সংযোজনক্রিশ্চিয়ান বার্নার্ড
প্রোটনআর্নেস্ট রাদার ফোর্ড
বৈদ্যুতিক জেনারেটরমাইকেল ফ্যারাডে
ক্যালকুলাস/কলনবিদ্যাস্যার আইজ্যাক নিউটন
পোলিও টিকাজোনাস সক
ম্যালেরিয়া জীবাণুরোনাল্ড রস
কলেরার জীবানুরবার্ট কচ
ডিপথেরিয়ার জীবাণুসিজচিক
এক্সরেডব্লিউ কে রন্টজে–
বংশ গতির সুএ—–গ্রেগর মেন্ডেলবংশ গতির সুএ—–গ্রেগর মেন্ডেল
জলাতঙ্ক রোগের প্রতিষেধক —লুই পাস্তরজলাতঙ্ক রোগের প্রতিষেধক —লুই পাস্তর
বেলুনভ্যাকুইস এবং জোসেফ
অক্সিজেনজে বি প্রিস্টলি
অণুবীক্ষণ যন্ত্রজেড ভ্যানসেন
থার্মো মিটারগ্যালিলিও গ্যালিলি
ম্যালেরিয়ালিউয়েন হুক

এরকম হাজারো প্রশ্ন নিয়ে আপনাদের সঙ্গে হাজির হবো। প্রতিদিন পড়ুন আরও ভালো লাগলে অন্যকেও পড়তে বলুন। এখন এখানেই।

Leave a Response