টিপসচাকুরী

ইন্টারভিউ বাের্ডে মহিলা প্রার্থীদের করা হয় এমন কিছু সম্ভাব্য প্রশ্ন

মহিলা প্রার্থীদের ইন্টারভিউ বাের্ডে করা হয় এমন কিছু সম্ভাব্য প্রশ্ন

ইন্টারভিউ বাের্ডে মহিলা প্রার্থীদেরঃ ইন্টারভিউ বাের্ডে মহিলা প্রার্থীদের প্রায়ই করা হয় এমন কিছু সম্ভাব্য প্রশ্ন এই পোষ্টে শেয়ার করা হল। চাকুরী ইন্টারভিউ বাের্ডের সামনে 20 টি নিয়ম না মানলেই বিপদ এই নিয়ে আগের পোষ্টে শেয়ার করা হয়েছে চাইলে দেখে নিতে পারেন। নিম্নে ইন্টারভিউ বাের্ডে মহিলা প্রার্থীদের করা হয় এমন কিছু সম্ভাব্য প্রশ্ন তুলে ধরা হল-

চাকুরী ইন্টারভিউ

ইন্টারভিউ বাের্ডে মহিলা প্রার্থীদের করা হয়ে থাকে এমন কিছু সম্ভাব্য প্রশ্ন

  • রবীন্দ্রনাথের স্ত্রী ও কন্যার নাম কি?
  • কোন্ মহিলা অভিযাত্রী প্রথম এভারেস্ট জয় করেন?
  • পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে?
  • বিদেশী চলচ্চিত্রের দুইজন মহিলা অভিনেত্রীর নাম করুন।
  • সত্যজিত রায় চিত্রায়িত ‘তিনকন্যা ছায়াছবির তিন কন্যার নাম কি ?
  • প্রথম মহিলা মহাকাশ চারিণীর নাম কি ?
  • কোন্ খেলায় মহিলা অ্যাম্পায়ার দেখা যায় ?
  • দুই জন মহিলা নােবেল পুরস্কার প্রাপকের নাম করুন? ভারতনাট্যম নৃত্যের দুইজন মহিলা শিল্পীর নাম বলুন।
  • ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়িকা কে?
  • মহিলাদের নামে নাম কলকাতার এমন দুটি রাস্তার নাম বলুন।
  • কলকাতায় মর্মর মূর্তি আছে এমন দুইজন মহিলার নাম বলুন।
  • ভালাে ছাত্রী বলতে আপনি কী বােঝেন ?
  • আপনার মতানুসারে শিক্ষকদিবস পালন করা কি উচিত?
  • আপনি বিবাহিতা—সেক্ষেত্রে বাহির ও ঘর একসাথে কীভাবে সামলাবেন?
  • একজন শিক্ষিকার ব্যার্থতা বলতে আপনি কী বােঝেন?
  • ছাত্রী ও শিক্ষিকার মধ্যে কেমন সম্পর্ক থাকা উচিত বলে আপনার মনে হয় ?
  • আপনার দুইজন প্রিয় মহিলা কবির নাম করুন।
  • একজন আদর্শ শিক্ষিকা ও আদর্শ মাকি একই ভূমিকা পালন করে থাকেন?
  • স্কুলের সেরা শিক্ষিকা হবার জন্য আপনি কী করবেন?
  • কো-এড স্কুল না গার্লস স্কুল—কোথায় কাজ করতে আপনার বেশি ভালাে লাগবে?
  • ছাত্রীদের পড়াশােনার সাথে খেলাধুলা করানাে উচিত বলে আপনি মনে করেন?
  • বর্তমানে বহু ছাত্রছাত্রীর মধ্যে শিষ্টাচারের অভাব দেখা যাচ্ছে—এর কারণ কী বলে মনে করেন?
  • বর্তমানে শিক্ষকতা পেশায় সমান কমে গেছে বলে আপনি মনে করেন?
  • আপনার প্রিয় বিষয় কী?
  • মনে করুন আপনার বালিকাত্ব আপনাকে ফিরিয়ে দেওয়া হলতাহলে কি আপনি আপনার বর্তমান জীবনধারা বদলে নেবেন।

এটিও পড়ুন – যেকোন চাকুরী সংক্রান্ত জিকে পড়তে kmdinfo.in ভিজিট করুন।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button