Posts by malin

1 vote

ফেক্সন কাকে বলে ?

যে-পদ্ধতিতে পেশি, দুটি অস্থি ভাঁজ করতে (অস্থিসন্ধির

কৌণিক দূরত্ব কমে গিয়ে) বা কাছাকাছি আনতে সাহায্য করে, তাকে ফ্লেক্সন বলে এবং এই পেশিগুলিকে ফ্লেক্সোর পেশি বলে। উদাহরণ: হাতের বাইসেপস পেশি, এটি সংকুচিত হয়ে

কনুই ভাঁজ হয়।

  • malin answered 4 years ago
0 votes

নেটওয়ার্ক টপোলজি (Network Topology)।
—————————————–
LAN (Local Area Network) সিস্টেমে কম্পিউটার গুলি পরস্পরের সঙ্গে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে যুক্ত থেকে তথ্যের আদানপ্রদান করে। LAN সিস্টেমে কম্পিউটার গুলি যে সুনির্দিষ্ট জ্যামিতিক আকারে বিন্যস্ত থেকে কেবল বা কমিউনিকেশন চ্যানেলের মাধ্যমে যুক্ত থাকে, তাকে নেটওয়ার্ক টপােলজি (Network Topology) বলে। সাধারণত 6 ধরনের নেটওয়ার্ক টপোলজি দেখতে পাওয়া যায়—
1. বাস টপােলজি
(Bus Topology),
2. #রিং টপোলজি (Ring Topology),
3, #স্টার টপোলজি (Star Topology),
4, #মেশ বা কমপ্লিট টপোলজি (Mesh or Complete Topology),
5. #ট্রি টপােলজি (Tree Topology),
6. #হাইব্রিড টপোলজি (Hybrid Topology)

  • malin answered 4 years ago
0 votes

মাঝখানে এই সমস্যাটি কমবেশি সবারই দেখা তো। এখন এই সমস্যা আর তো আর দেখতে পাবেন না।

  • malin answered 4 years ago
0 votes

IP (Internet Protocol) অ্যাড্রেস সিস্টেমের মাধ্যমে কোন কম্পিউটার বা ওয়ার্কস্টেশনকে একটি স্বতন্ত্র অ্যাড্রেস প্রদান করা হয় যার দ্বারা কম্পিউটারটি ইনটারনেটে যুক্ত হলে তাকে এককভাবে চিহ্নিত করা যায়। তাই ইনটারনেটে বা নেটওয়ার্কে যুক্ত দুটি কম্পিউটার বা ওয়ার্কস্টেশনের IP অ্যাড্রেস কখনও একই হতে পারে না। নির্দিষ্ট IP অ্যাড্রেসের দুটি অংশ থাকে—(i) নেটওয়ার্ক অ্যাড্রেস (Network Address) (a) হােস্ট অ্যাড্রেস (Host Address)। একটি IP অ্যাড্রেস 32 বিট নিয়ে গঠিত হয় যাদের প্রতি ৪ বিটের এক-একটি অংশকে অকটে বলে।

আইপি অ্যাড্রেসকে এর শ্রেণীবিভাগ: ভার্সন অনুশারে আইপি অ্যাড্রেসকে দুই ভাগে ভাগ করা হয়। যথা:-

  • IPv4 ( আইপি ভার্সন ৪)
  • IPv6 (আইপি ভর্সন ৬)

এখানে আমরা শুধু IPv4 কি এবং এদের গঠন সর্ম্পকে আলোচনা করি ।

IPv4 আইপি ভার্সন ৪: Internet Protocol Version 4  এটি একটি  ৩২ বিটের আইপি অ্যাড্রেস। এবং এই আইপি অ্যাড্রেসকে ৪ টি ভাগে ভাগ করা হয়েছে এবং প্রত্যেক ভাগে রয়েছে ৮ টি করে বিট । আইপি অ্যাড্রেসকে সাধারণত ডেসিমেল নাম্বারে প্রকাশ করা হয়। যেমন 192.168.10.10 এটি একটি আইপি অ্যাড্রেস । এক আমরা চাইলে বাইনারিতে ও লিখতে পারি এবং ইউজ করতে পারি । তবে বাইনারিতে যেহেতু অনেকগুলি নাম্বার হয় তাই তা মনে রাখা  কঠিন হয় এজন্য আইপি অ্যড্রকে সাধারনত ডেসিমেলেই প্রকাশ করা হয়।  আইপি ভার্সন ৪ এর আইপি অ্যাড্রেসকে দুটি অংশে ভাগ করা হয়। এর প্রথম অংশ হল নেটওয়ার্ক অংশ এবং শেষের অংশ হল হোস্ট অংশ। এই  আইপি অ্যাড্রেস শুরু হয় 0.0.0.0 থেকে এবং শেষ হয় 255.255.255.255 । এতে মোট 4294967296 টি আইপি অ্যাড্রেস রয়েছে। যা দিয়ে আমরা 4294967294 টি হোস্টকে চিন্হিত করতে পারব।
  • malin answered 4 years ago
0 votes

বাইনারি সংখ্যা পদ্ধতি:

0 এবং 1 মােট দুটি সংখ্যা যার বেস হল 2 | এই পদ্ধতিতে কোনাে সংখ্যাকে লেখা হয় এভাবে

(1101)2।

ডেসিমাল সংখ্যা পদ্ধতি:
0-9 অর্থাৎ (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9) মােট 10টি সংখা যার বেস হল 10। এই পদ্ধতিতে কোনাে সংখ্যাকে লেখা হয় এভাবে (234)10

অক্টাল সংখ্যা পদ্ধতি:
0-7 অর্থাৎ (0, 1, 2, 3, 4, 5, 6, 7) মােট ৪টি সংখ্যা যার বেস হল 8 । এই পদ্ধতিতে কোনাে সংখ্যাকে লেখা হয় এভাবে (245)8

হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি:
0)-15 অর্থাৎ (0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এবং A B, C, D, E, ) মােট 16 টি সংখ্যা যার বেস হল 16। এই পদ্ধতিতে কোনাে সংখ্যাকে লেখা হয় এভাবে (234)16

#NumberSystem #coma #ComputerApplication #hscomputer

  • malin answered 4 years ago
0 votes

অভিব্যক্তির সংজ্ঞা:

যে-পদ্ধতিতে অত্যন্ত ধীরে ধীরে অথচ ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে উদ্বংশীয় নিম্নশ্রেণির সরল জীব থেকে ক্রমান্বয়ে উন্নত শ্রেণির জটিল জীবের আবির্ভাব ঘটে, তাকে অভিব্যক্তি বা জৈব অভিব্যক্তি বা জৈব বিবর্তন বলে। এরফ পৃথিবীতে জীববৈচিত্র্যের উৎপত্তি ঘটেছে।

  • malin answered 4 years ago
0 votes

জীবনের উৎপত্তি

পৃথিবীতে জীবনের উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতবাদ প্রচলিত আছে, এই মতবাদগুলি হল ১) স্বতন্ত্র সৃষ্টি মতবাদ ২) স্বতঃ স্মূম্তভাবে সৃষ্টি মতবাদ, ৩) কসমিক বা বহির্বিশ্ব মতবাদ এবং ৪) জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমােজেনিক মতবাদ।

চারটি মতবাদের মধ্যে ওপারিনের জীবনের রাসায়নিক উৎপত্তি বা কেমােজেনিক মতবাদ অধিক গ্রহণযােগ্য। দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ (The Origin of life on Earth) গ্রন্থে তিনি যে-মতবাদ প্রচার করেন সেই মতের সঙ্গে প্রায় একই রকমের সাদৃশ্যযুক্ত মতবাদ হ্যালডেন প্রকাশ করেন।

**যে ধারাবাহিক প্রক্রিয়ায় জীবনের সৃষ্টি হওয়া সম্ভব, তা হল – ** সরল জৈব যৌগের প্রথম সংশ্লেষ (মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন)।

**পলিমারাইজেশন ও কনডেনসেশনের মাধ্যমে সরল জৈব যৌগ থেকে জটিল জৈব যৌগের সৃষ্টি (অ্যালডিহাইড, অ্যালডল, শর্করা প্রোটিন, নিউক্লিক অ্যাসিড, লিপিড).

**কোয়াসারভেট এর উৎপত্তি (মতান্তরে মাইক্রোস্ফিয়ার)।

** কোয়াসারভেট এর মধ্যে নিউক্লিক অ্যাসিড বা নগ্ন জিন প্রবেশ ও প্রােটোসেল গঠন।

**নিউক্লিক অ্যাসিড থেকে প্রাথমিকভাবে জীবনের উৎপত্তি।

**প্রােটোসেল থেকে পরভােজী প্রাথমিক জীবনের উৎপত্তি।

**মুক্ত অক্সিজেন ও ইউক্যারিয়ােটিক কোশের আবির্ভাব।

  • malin answered 4 years ago
0 votes

মনুষ্য সৃষ্ট বায়ু দূষক গুলি হল—

1.  গ্যাস(CO2, CO, SO2, NO, NO2, N2O, H2S

NH3, ইত্যাদি)।

2.বিভিন্ন ব্যাসের ধূলিকণা। কলকারখানা থেকে নির্গত তাপ।

3.কঠিন বর্জ্য।

4.তেজস্ক্রিয় পদার্থ।

5.বিভিন্ন ধরনের ধাতব বাষ্প (লেড, মার্কারি, ক্যাজ

আর্সেনিক)।

  • malin answered 4 years ago
Showing 8 results
এগুলিও পড়তে পারেন -

Back to top button