বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হয় এবং মুখে কালো কালো দাগ হয়, এটা কেন হয় জানাবেন?
বয়ঃসন্ধিকালে মুখে ব্রণ হয় এবং মুখে কালো কালো দাগ হয়, এটা কেন হয় জানাবেন?
- Nabanita Saha asked 6 months ago
- You must login to post comments
এ সময় কিছু কিছু হরমোনের অভাবে মুখের ও গায়ের ত্বকে এক ধরনের তেল তৈরীর গ্রন্থির (সেবেসিয়াস গ্ল্যান্ড) ভিতর থেকে প্রচুর পরিমানে তেলের ক্ষরণ হয়। এই বাড়তি তেল বাইরের ধুলোবালি ময়লাকে আকর্ষণ করে। ফলে গ্রন্থির বাইরের মুখ বন্ধ হয়ে যায়। সেই তেল তখন গ্রন্থির মধ্যে জমে ঘন হয়। সেগুলির মধ্যে জীবানুর সংক্রমন ঘটে। ফলে দূষিত রক্ত ও পুঁজের উদ্ভব হয়। এগুলিকেই আমরা ব্রণ বলি। এ সময় অনেকে এই ব্রণগুলি খুঁটে তুলে ফেলতে চায়। ফলে সে জায়গাটিতে একটি স্থায়ী গর্তের সৃষ্টি হয়। এরকম পাশাপাশি কতকগুলো গর্ত তৈরী হলে জায়গাটিতে একটি কালো ছোপের মতো দেখতে হয়। সুতরাং মুখের ব্রণ না গেলে দেওয়াই ভালো।
- malinsarkar answered 6 months ago
- You must login to post comments
Your Answer