মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

২০২১ মাধ্যমিক ভৌত বিজ্ঞান মডেল প্রশ্নপত্র, সাজেশন

২০১৯ মাধ্যমিক ভৌত বিজ্ঞান মডেল প্রশ্নপত্র, সাজেশন, মাধ্যমিকে আসার মতো কিছু ভৌতবিজ্ঞান প্রশ্ন পত্র, ২০১৯ মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। 

1.সঠিক উত্তরটি নির্বাচন করে লিখঃ                                       

1.1. একটি অজৈব গ্রিনহাউস গ্যাস হল-

  1. CO2 b.CH4 c.N2 d.H2  
    1.2. অ্যাভোগাড্রো সংখ্যার (N)মান হল-
  2. 6.022×1023 b. 6.002×1023      c.6.012×1023     d.6.022×1024

1.3. পরমাণুর সবচাইতে ভারী কণাটির নাম-

  1. প্রোটন b. মেসন c. নিউটন d. ইলেকট্রন

1.4. টেকলীনের মনোমারের নাম-

  1. ডিনাইল ক্লোরাইড b. ট্রাইফ্লুরো ইথিলিন c. টেট্রাফ্লুরো ইথিলিন d. ট্রেট্রাক্লোরো ইথিলিন

1.5. NTP তে 22gm CO2 এর আয়তন –

  1. 22.4 L b. 12.4L c. 11.2L d. 44.8 L

1.6. গাড়ির ভিউফাইন্ডার হিসেবে ব্যবহৃত হয়-

  1. উত্তল লেন্স b.  অবতল লেন্স c. উত্তল দর্পণ d. অবতল দর্পণ

1.7.‘দুষ্ট মৌল’ বলা হয়-

  1. H2 b. O2 c. Cl2 d. CO2  

1.8. তড়িৎক্ষেত্রে দ্বারা প্রভাবিত হয়-

  1. ɤ রশ্মি b. x- রশ্মি c. নিউট্রন কণা d. α কণা

1.9. 238U90 নিউক্লিয়ড়টিতে ইলেকট্রন সংখ্যা –

  1. 90 b. 238 c. 148. D কোনটি নয়।

1.10. বিভব প্রভেদের এককটি হলো-

  1. অ্যাম্পিয়ার b. ভোল্ড c. ওয়াট d. জুল

1.11. সবচেয়ে সুপরিবাহী ধাতু হলো-

  1. সোনা b. রুপা c. আলুমিনিয়াম d. তামা

1.12 ওজনস্তর ক্ষয়ের জন্য দায়ী গ্যাসটি হলো-

  1. CO2 b. CFC c. N2 d. O2

1.13. আলোর তিব্রতা (I) ও কম্পাংক (ƛ)মধ্যে সম্পর্কটি হলো-

  1. I α     b. ƛ  α     c. I α    d. I α  ƛ4

1.14. 32 ও 62 সমান্তরাল সমবায়ের তুল্য রোধ –

  1. 2 Ω b. 4 Ω  c. 9 Ω  d. 3 Ω

1.15. কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষণ পদার্থ –

a. HCl    b.NH4Cl   c. KoH    d. CH3COOH

2.নিম্নলিখত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প লক্ষনীয়)-                                            1×21=21
2.1. বায়ুমণ্ডলের কোনস্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়?
অথবা- বায়োগ্যাসের মূল উপাদানটি হলো-
2.2.গ্রীন হাউস গ্যাস কী?

2.3. কেলভিন স্কেলে পরমশূন্য উষ্ণতার মান কতো ?

2.4. অ্যামোনিয়া গ্যাসকে শুষ্ক করতে কোন পদার্থ ব্যবহার করা হয়?

2.5. আদর্শ গ্যাসের সমীকরণটি লেখ?

অথবা- সার্বজনীন গ্যাস ধ্রবকের (R) মান কতো (SE তে)?

2.6. দন্ত চিকিৎসায় কী ধরনের দর্পণ ব্যবহার হয়?

2.7. C.N.G পুরো অর্থ কী?

2.8. ওলিয়ামের সংকেত লিখ?

2.9. লোহার বস্তুর উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হিসেবে কী ব্যবহার হয়?

2.10. গৃহস্থলীর বাড়ির বর্তনী কোন সমবায়ে যুক্ত থাকে?

2.11. সর্বজনীন দ্রবকের নাম লেখো?

অথবা- বৈদ্যুতিক মোটর কোন শক্তি থেকে কোন শক্তিতে রূপান্তর?

2.12. আদর্শ গ্যাস অনুগুলির সৃতিশক্তির মান কত?

2.13. লাইকার অ্যামোনিয়া কী?

অথবা- হাইড্রোজেন সালফাইড (H2S)- গন্ধ কীরুপ প্রকৃতির?

2.14. নাইট্রোজেন যুক্ত একটি সারের নাম লেখো?

2.15. দিনের আকাশ নীন দেখায় আলোর কোন ধর্মের জন্য?

2.16. একটি পুননবীকরণ যোগ্য শক্তির উদাহারন দাও?

মাধ্যমিক অনলাইন টেস্ট পেপার, সমস্ত বিষয় সমূহ

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button