এক নজরে অস্কার প্রাপ্ত ভারতীয় বিজয়ীরা

অস্কার মুর্তিঃ মেক্সিকান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা এমিলিও ফার্নান্দেজের আদলে তৈরি ‘ অস্কার’ এর মডেলটি। আইরিশ মার্কিনি আর্ট ডিরেক্টর ও প্রোডাকশন ডিজাইনার অস্টিন সেড্রিক গিবনসের নকশার কেচ থেকে, পুস্কারটির ভাস্ক্র্জ তৈরি করেন মার্কিনি ভাস্কর্জ শিল্পী জর্জ মেটল্যান্ড স্ট্যানলে। এটি ৩.৮৫৬ কেজি ওজন বিশিষ্ট ও ৩৪.৩ সেন্টিমিটার লম্বা মুর্তি।
অস্কার পেয়েছেন এমন কিছু ভারতীয়ঃ
ভানু আথিয়াঃ
ভানু আথিয়া হলেন একজন কস্টিউম ডিজাইনার তিনি ১৯৮৩ সালে ভারতীয় হিসেবে প্রথম এই পুরষ্কারটি পেয়েছিলেন।
সত্যজিৎ রায়ঃ ১৯৯২ সালে তার চলচ্চিত্র ‘ পথের পাচালি’ এর জন্য, ‘ জীবনকৃতি সন্মান’ পান বাংলার এই চলচ্চিত্র পরিচালক।
আরও কয়েক জন আছেন যারা এই পুরষ্কার পেয়েছেন যেমন- রেসুল পুকুট্টি, আল্লারাখা রহমান ও গুলজার । এনারা সবাই ২০০৯ সালে এই পুরষ্কারটি পেয়েছেন।