
অনুচ্ছেদ সমূহ
মাধ্যমিক পরীক্ষার রুটিনঃ পশ্চিম বঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education (WBBSE)) ২০২৪ সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন ইতিমধ্যে ঘোষণা করেছে। সকল মাধ্যমিক ছাত্র ছত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষার সময় সূচি শেয়ার করা হল। এবার ২ ফেব্রুয়ারী প্রথম ভাষা দিয়ে শুরু হবে মাধ্যমিক এবং ১২ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয় দিয়ে শেষ হবে ২০২৪ এর মাধ্যমিক পরীক্ষা।
2024 মাধ্যমিক পরীক্ষার সময় সূচি
বিষয় | বিবরণ |
পরীক্ষার নাম | মাধ্যমিক পরীক্ষা 2024 |
বোর্ডর নাম | মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) |
পরীক্ষা শুরু | শুক্রবার, 2 ফেব্রুয়ারি, 2024 |
পরীক্ষা শেষ | 12 ফেব্রুয়ারি, 2024 |
অফিশিয়াল ওয়েবসাইট | www.wbbse.wb.gov.in |
ক্যাটাগরি | পরীক্ষার রুটিন |
ফেসবুক তথ্য |
ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (ডব্লিউবিবিএসই) হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য-স্তরের একটি বোর্ড যা দশম শ্রেণির পরীক্ষা পরিচালনা করে। বোর্ডটি 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এর সদর দফতর কলকাতায়। এটি পশ্চিমবঙ্গের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পাঠ্যক্রম নির্ধারণ, পরীক্ষা পরিচালনা এবং ফলাফল প্রকাশের কাজ করে থাকেন ।
দশম শ্রেণীর বোর্ড পরীক্ষা পরিচালনা করা ছাড়াও, WBBSE অন্যান্য পরীক্ষাও পরিচালনা করে যেমন দশম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য মাধ্যমিক পরীক্ষা (মাধ্যমিক পরীক্ষা), 9ম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য হাই স্কুল পরীক্ষা, স্টেট ওপেন স্কুল পরীক্ষা এবং অন্যান্য বিভিন্ন বিভাগীয় পরীক্ষার ব্যবস্থা করে থাকেন।
WBBSE-এর লক্ষ্য হল পশ্চিমবঙ্গের শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করা এবং তাদের উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগের জন্য প্রস্তুত করা।

2024 মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কিত তথ্য
বিষয় (Subject) | বার (Day) | তারিখ ( Date ) |
প্রথম ভাষা | শুক্রবার | ২ ফেব্রুয়ারি ২০২৪ |
দ্বিতীয় ভাষা | শনিবার | ৩ ফেব্রুয়ারী ২০২৪ |
ইতিহাস | সোমবার | ৫ ফেব্রুয়ারী ২০২৪ |
ভূগোল | মঙ্গলবার | ৬ ফেব্রুয়ারী ২০২৪ |
গণিত | বৃহস্পতিবার | ৮ ফেব্রুয়ারী ২০২৪ |
জীবন বিজ্ঞান | শুক্রবার | ৯ ফেব্রুয়ারী ২০২৪ |
ভৌত বিজ্ঞান | শনিবার | ১০ ফেব্রুয়ারী ২০২৪ |
ঐচ্ছিক বিষয় | সোমবার | ১২ ফেব্রুয়ারী ২০২৪ |
এটিও পরুন – ২০২৪ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন
সরকারি নোটিশ
- এছাড়াও প্রথম ভাষায় হিসেবে রয়েছে- বাংলা, ইংরেজি, হিন্দি, সাঁওতালি, গুজরাতি, নেপালি, ওড়িয়া, তেলুগু, তামিল, মডার্ন টিবেটান, গুরমুখি (পঞ্জাবি)।
- দ্বিতীয় ভাষায় হিসেবে রয়েছে – ইংরেজি, বাংলা বা নেপালি।
মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) ফিজিকাল এডুকেশন অ্যান্ড সোশ্যাল সার্ভিস ও ওয়ার্ক এডুকেশনের পরীক্ষার দিন পরে ঘোষণা করবে।
জেনে নিন – ২০২৪ সালের অন্যন্য পরীক্ষার রুটিন
অফিসিয়াল যোগাযোগ ঠিকানা
Address:
77/2, Park Street. Kolkata-70016
Phone: 033-2226-8594/8595, 033-2229-8596/97/98, 033-22299660
madhyamik exam routine 2021, madhyamik exam date 2020 west bengal, madhyamik routine 2021 pdf, west bengal madhyamik routine 2021, madhyamik routine 2021 west bengal board, madhyamik routine 2020,