মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এর কীবোর্ড শর্টকাট – Microsoft Power Point Short Cut Key

প্রেজেন্টেশন অর্থ হল উপস্থাপনা কর। যে কোন বিষয়ের ওপর তথ্য নির্ভর উপস্থাপনা করার জন্য পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবহার করা হয়। বর্তমানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করার জন্য মাইক্রোসফট এর অফিস পাওয়ার পয়েন্ট সবচেয়ে বেশি ব্যবহার করা হয়। মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট এর বিভিন্ন ভার্সন (Verson) রয়েছে- যেমন- Microsoft PowerPoint-2000, Microsoft PowerPoint-2003, Microsoft PowerPoint-2010, Microsoft PowerPoint-2013 ইত্যাদি।[এটিও পড়ুন – মাইক্রোসফট অফিস পাওয়ার পয়েন্ট ২০০৭ টিউটোরিয়াল MS Power Point ]
Power Point এর কিছু শর্টকাট কি
আমরা জানি কোন কিছু দ্রুত কাজ করার জন্য শর্টকাট কি এর জুড়ি নেই। শর্টকাট এর মাধ্যমে কাজ করার মজাই আলাদা। আজ আমি আপনাদের পাওয়ার পয়েন্ট এর কিছু শর্টকাট কি এর ব্যবহার জানাবো। A থেকে Z পর্যন্ত কীবোর্ড শর্টকাট কী।
Ctrl+A= স্লাইডের মধ্যে থাকা সব কিছু নির্বাচন।
Ctrl+B = লেখা বোল্ড বা মোটা
Ctrl+C =কপি
Ctrl+D = স্লাইড কে নকল করা।
Ctrl+E= লেখা মাঝে করা।
Ctrl+F =উপস্থাপনার লেখা খোঁজা
Ctrl+H = লেখার উপর লেখা বসানো
Ctrl+I = লেখা ইটালিক করা।
Ctrl+K = হাইপার লিঙ্ক।
Ctrl+L = লেখা বা দিকে করা।
Ctrl+M = নতুন স্লাইড যুক্ত করা।
Ctrl+N = নতুন উপস্থাপনার জন্য
Ctrl+M =নতুন স্লাইড যুক্ত করার জন্য
Ctrl+O =উপস্থাপনা খোলা
Ctrl+P = স্লাইড প্রিন্ট
Ctrl+R = লেখা ডান দিকে করা।
Ctrl+S = প্রেজেন্টেশন সেভ করা।
Ctrl+T = ফন্টের ডায়ালগ বক্স প্রদর্শন করা।
Ctrl+U = লেখা আন্ডারলাইন করা।
Ctrl+V= পেস্ট
Ctrl+O =উপস্থাপনা সেইভ করতে
Ctrl+P =উপস্থাপনা প্রিন্ট করতে
Ctrl+w =উপস্থাপনা বন্ধ করা
Ctrl+X = সিলেক্ট করা লেখা কাট করা।
Ctrl+Y = রিডু (পরবর্তী কাজ)
Ctrl+Z =আনডু (পূর্ববর্তী কাজ)
Ctrl+Enter =সেলে ট্যাব যোগ করা
Shift+F3= ছোট বড হাহতর লেখা
Ctrl+Delete= লাইনের ডান দিকের লেখা সিলেক্ট না করে বাদ দেয়া।
F7= বানান পরীক্ষা করা
Altr+4= পাওয়ার পয়েন্ট থেকে বের হয়ে যাওয়া
F5= উপস্থাপনা চালানো
S= প্রেজেন্টেশন স্টপ করা