ICT কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন- পঞ্চম শ্রেণী

ICT কম্পিউটার সিলেবাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
পঞ্চম শ্রেণী ICT (আই. সি. টি ) কম্পিউটার সিলেবাস অনুসারে কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন শেয়ার করা হল। যে অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলি হল- কম্পিউটারের সাথে পরিচয়, কম্পিউটারের বিভিন্ন অংশ এবং সপোযোগী উপকরণ গুলির কার্যাবলী, কম্পিউটার এবং এর ব্যবহার, কম্পিউটারের বৈশিষ্ট্য এবং কার্যাবলী , হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কম্পিউটার চালু o বন্ধ করা , কী বোর্ডের ও মাউসের সঙ্গে পরিচয় ইত্যাদি।
ক) অতি সংক্ষিপ্ত প্রশ্ন:
মনিটর হল একটি __________ .
_________ হল একটি সিস্টেম সফটওয়্যার।
কি বোর্ডের _________কী– টি সবথেকে বেশি ব্যবহৃত হয়।
দুটি অক্ষর অথবা শব্দের মধ্যে জায়গা রাখার জন্য _______ কী ব্যবহৃত হয়।
মাউস একটি ________ডিভাইস। [পয়েন্টিং, প্রসেসিং ]
একটি মাউসে ______ বাটন থাকতে পারে। [তিনটি, চারটি,দুটি ]
______ অনেকটা রাবার এর মতো।
ট্যাক্স পেইন্ট এ স্লাইড শো শুরু করার জন্য ক্লিক করতে হয় কোন বাটনে।
ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন কে ?
৩ ও ৮ দ্বারা বিভাজ্য ৫ টি করে সংখ্যা লিখ।
খ) সংক্ষিপ্ত রচনা–ধর্মী প্রশ্ন
কম্পিউটার কী? এটি কত সালে আবিষ্কৃত হয়?
কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হয়? সংক্ষিপ্ত আকারে লিখ?
কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ?
সংক্ষেপে লিখ– কী–বোর্ড, মনিটর, নিউ টুল, সেভ টুল, প্রিন্ট টুল ।
পুরো নাম লিখ– CPU ,
হার্ডওয়্যার কী ? উদাহরণ সহ লিখ।
সফটওয়্যার কি? উদাহরণ সহ লিখ ?
অপারেটিং সিটেম কী ? কয়েকটি অপারেটিং সিস্টেমের উদাহরণ লিখ?
নেপিয়ারস বোনাস আবিষ্কৃত গণনার চিত্রটি আঁকো।
ট্যাক্স পেইন্ট (Tux Paint) এর স্ট্যাম টুল (Stamp Tool )ও ইরেজার টুল (Eraser Tool ) কাজ লিখ?
কম্পিউটার চালু করার ধাপগুলি লিখ
কম্পিউটার ব্যবহারের সময় কিভাবে বসতে হয় লিখ।
কে জিওগ্রাফি (KGeography ) কি?
কে জিওগ্রাফি (KGeography ) চালু করার পদ্ধতি লিখ?
লুকিয়ে থাকা সংখ্যাটিকে (? দ্বারা চিহ্নিত )খুঁজে বের কর :
ক) ৮+?+-৮–২ খ) ? + ৩+ –১১