পড়াশোনা

ICT কম্পিউটার সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন- পঞ্চম শ্রেণী

ICT কম্পিউটার সিলেবাস সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন:
পঞ্চম শ্রেণী ICT (আই. সি. টি ) কম্পিউটার সিলেবাস অনুসারে কিছু গুরুত্বপূর্ন প্রশ্ন শেয়ার করা হল। যে অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে সেগুলি হল- কম্পিউটারের সাথে পরিচয়, কম্পিউটারের বিভিন্ন অংশ এবং সপোযোগী উপকরণ গুলির কার্যাবলী, কম্পিউটার এবং এর ব্যবহার, কম্পিউটারের বৈশিষ্ট্য এবং কার্যাবলী , হার্ডওয়্যার এবং সফটওয়্যার, কম্পিউটার চালু o বন্ধ করা , কী বোর্ডের ও মাউসের সঙ্গে পরিচয় ইত্যাদি।

) অতি সংক্ষিপ্ত প্রশ্ন:

মনিটর হল একটি __________ .

_________ হল একটি সিস্টেম সফটওয়্যার।

কি বোর্ডের _________কীটি সবথেকে বেশি ব্যবহৃত হয়।

দুটি অক্ষর অথবা শব্দের মধ্যে জায়গা রাখার জন্য _______ কী ব্যবহৃত হয়।

মাউস একটি ________ডিভাইস। [পয়েন্টিং, প্রসেসিং ]

একটি মাউসে ______ বাটন থাকতে পারে। [তিনটি, চারটি,দুটি ]

______ অনেকটা রাবার এর মতো।

ট্যাক্স পেইন্ট এ স্লাইড শো শুরু করার জন্য ক্লিক করতে হয় কোন বাটনে।

ডিফারেন্স ইঞ্জিন আবিষ্কার করেন কে ?

৩ ও ৮ দ্বারা বিভাজ্য ৫ টি করে সংখ্যা লিখ।

) সংক্ষিপ্ত রচনাধর্মী প্রশ্ন

কম্পিউটার কী? এটি কত সালে আবিষ্কৃত হয়?

কম্পিউটার কোথায় কোথায় ব্যবহার হয়? সংক্ষিপ্ত আকারে লিখ?

কম্পিউটারের বৈশিষ্ট্য লিখ?

সংক্ষেপে লিখকীবোর্ড, মনিটর, নিউ টুল, সেভ টুল, প্রিন্ট টুল ।

পুরো নাম লিখ– CPU ,

হার্ডওয়্যার কী ? উদাহরণ সহ লিখ।

সফটওয়্যার কি? উদাহরণ সহ লিখ ?

অপারেটিং সিটেম কী ? কয়েকটি অপারেটিং সিস্টেমের উদাহরণ লিখ?

নেপিয়ারস বোনাস আবিষ্কৃত গণনার চিত্রটি আঁকো।

ট্যাক্স পেইন্ট (Tux Paint) এর স্ট্যাম টুল (Stamp Tool )ও ইরেজার টুল (Eraser Tool ) কাজ লিখ?

কম্পিউটার চালু করার ধাপগুলি লিখ

কম্পিউটার ব্যবহারের সময় কিভাবে বসতে হয় লিখ।

কে জিওগ্রাফি (KGeography ) কি?

কে জিওগ্রাফি (KGeography ) চালু করার পদ্ধতি লিখ?

লুকিয়ে থাকা সংখ্যাটিকে (? দ্বারা চিহ্নিত )খুঁজে বের কর :

) +?+-২ খ) ? + + –১১

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button