স্বাস্থ্যজানা অজানা
ব্রণ এর হাত থেকে বাঁচার সহজ টিপস ১০০% কার্যকারী

অনুচ্ছেদ সমূহ
ব্রণ এখন সাধারণত সবারই হয়ে থাকে, মানুষ তা থেকে রক্ষা পাওয়ার জন্য নানান ধরনের জিনিস ব্যবহার করে থাকে। ব্রণ হওয়ার কারণ, লক্ষণ, এবং চিকিৎসা সম্পর্কে নিম্নে লিখিত-
রোগের কারনঃ
ব্রণ হওয়ার প্রধান কারণ হল পায়খানা পরিষ্কার না হওয়া ও লিভারের দোষ।
রোগের লক্ষণঃ
পুরো মুখ জুরে ছোট ছোট ফুস্কুড়ি হয়, এবং ভিতরে একটি সাদা শেল থাকে। সেটা খুঁটিয়ে বের করলে মুখে কালো কালো দাগ হয়ে যায়।
রোগের চিকিৎসাঃ
ব্রণ সারাতে শঙ্খের গুড়ো এবং চন্দন একসঙ্গে মিশিয়ে সেটাকে মলমের মতো করে ব্রণের ওপর লাগালে ব্রণ সারে। ১ চামচ নিমপাতার রসের সাথে ১ চামচ কাচা হলুদের রস ও ১ চামচ চিনি মিশিয়ে ১ মাস রোজ সকালে খালি পেটে খেলে আর ব্রণ হবে না।