Monday, May 25, 2020
স্বাস্থ্যজানা অজানা

ব্রণ এর হাত থেকে বাঁচার সহজ টিপস ১০০% কার্যকারী

অল্পবয়স
75views

অনুচ্ছেদ সমূহ

ব্রণ এখন সাধারণত সবারই হয়ে থাকে, মানুষ তা থেকে রক্ষা পাওয়ার জন্য নানান ধরনের জিনিস ব্যবহার করে থাকে। ব্রণ হওয়ার কারণ, লক্ষণ, এবং চিকিৎসা সম্পর্কে নিম্নে লিখিত-

রোগের কারনঃ

ব্রণ হওয়ার প্রধান কারণ হল পায়খানা পরিষ্কার না হওয়া ও লিভারের দোষ।

রোগের লক্ষণঃ

পুরো মুখ জুরে ছোট ছোট ফুস্কুড়ি হয়, এবং ভিতরে একটি সাদা শেল থাকে। সেটা খুঁটিয়ে বের করলে মুখে কালো কালো দাগ হয়ে যায়।

রোগের চিকিৎসাঃ

ব্রণ সারাতে শঙ্খের গুড়ো এবং চন্দন একসঙ্গে মিশিয়ে সেটাকে মলমের মতো করে ব্রণের ওপর লাগালে ব্রণ সারে। ১ চামচ নিমপাতার রসের সাথে ১ চামচ কাচা হলুদের রস ও ১ চামচ চিনি মিশিয়ে ১ মাস রোজ সকালে খালি পেটে খেলে আর ব্রণ হবে না।

শিক্ষা মূলক, চাকুরী, বিনোদন, সাম্প্রতিক ঘটনা সমূহ, জেনারেল নলেজ ও টেকনোলোজি ইত্যাদি বিষয়ক খবর পাবেন আগমনী বার্তা'য়। এছাড়া ও তৎক্ষণাৎ আমাদের পোস্ট সমূহের নোটিফিকেশন পেতে লাইক করুন ফেসবুক পেজ আগমনী বার্তা

Leave a Response

error: Content is protected !!