কম্পিউটারের নাম্বর সিস্টেম পরিবর্তনের শর্ট কাট নিয়ম

কম্পিউটারে এক নাম্বার সিস্টেম থেকে আরেক নাম্বার সিস্টেম পরিবর্তন করতে হলে কিছু নিয়ম মেনে চলতে হয়। যেমন ডেসিম্যাল থেকে বাইনারি করতে গেলে এক নিয়ম আবার বাইনারি থেকে ডেসিম্যাল করতে গেলে আরেক নিয়ম। ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য এই পোষ্টে কিছু অতি সংক্ষিপ্ত নিয়ম শেয়ার করা হল, যা পরে সহজে শিখে নিতে পারে কীভাবে সহজে এক সংখ্যা পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে যাওয়া যায়। কম্পিউটারে সাধারণত চার প্রকার স্থানিক বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি বেশ প্রচলিত। সেগুলি হল-
১। দশমিক সংখ্যা পদ্ধতি (Decimal Number System)
২। দ্বিপদী সংখ্যা পদ্ধতি (Binary Number System )
৩। অষ্টপদী সংখ্যা পদ্ধতি (Octal Number System )
৪। ষড়দশমিক সংখ্যা পদ্ধতি (Hexa Decimal Number System)
Decimal থেকে Binary পরিবর্তন
পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ২ দিয়ে ভাগ এবং ভগ্নাংশের ক্ষেত্রে ২ দিয়ে গুন।
Binary থেকে Decimal পরিবর্তন
বিটগুলিকে অবস্থানগত মান (20,21,22,……2-2) দিয়ে গুন করে গুণফলগুলির যোগফল।
চলবে………।