মাধ্যমিকমাধ্যমিক সাজেশন

২০২১ মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্নপত্র, সাজেশন

২০১৯ মাধ্যমিক ভূগোল মডেল প্রশ্নপত্র, সাজেশন ২০১৯ , মাধ্যমিক ছাত্র – ছাত্রিদের খুবই কাজে আসবে।

1.বিকপ্লগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো।        

1.1.     নদীর জল্প্রবাহের সঙ্গে বাহিত নুড়ি, কাঁকার ও প্রস্তর খণ্ডের আঘাতে নদীখাতে যে ক্ষয় হয় তাকে বলে-

ক. জলপ্রবাহের ক্ষয় খ. অবঘর্ষ ক্ষয় গ. ঘর্ষণ ক্ষয় ঘ. দ্রবন ক্ষয়।

1.2. নায়াগ্রা জলপ্রপাত সৃষ্টি হয়েছে-

ক. কলোরাডো নদিতে খ. ইয়াংসি কিয়াং নদীতে গ. সেন্ট লরেন্স নদিতে ঘ. মিসিসিপি নদীতে

1.3. ওজন স্তরের প্রাধান্য লক্ষ করা যায় – ক. থার্মোস্ফিয়ারে খ. ট্রপোস্ফিয়ারে গ. মেসোস্ফিয়ারে ঘ. স্ট্যাটোস্ফিয়ারে।

1.4. ক্যারিবিয়ান সাগরের ঘূর্ণিঝড় হল-ক.টাইফুন খ. সাইক্লোন গ. হ্যারিকেন ঘ. তাইপে।

1.5. প্রশান্ত মহাসাগরের একটি উষ্ণস্রোতের নাম-

ক. কুরোশিয়ো স্রোত খ. পেরু স্রোত গ. ল্যাব্রাডর স্রোত ঘ. সোমালি স্রোত

1.6. দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান –

ক. 1 ঘণ্টা 13 মিনিট খ. 12 ঘণ্টা 26 মিনিট গ. 24 ঘণ্টা 52 মিনিট ঘ. 24 ঘণ্টা।।

1.7. একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল-

ক. সবজির খোসা খ. ইঞ্জেকশান সিরিঞ্জ গ. খাবারের প্যাকেট ঘ. সাবান ধোয়া জল.

1.8  ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্য হল-

ক. সিকিম খ. ত্রিপুরা গ. গোয়া ঘ. মিজোরাম

1.9. কর্ণাটক মালভূমি উত্তর পূর্বদিকে অনুচ্চ মালভূমিকে বলে- ক. ময়দান খ. ডেকানট্রাপ গ. মালনাদ ঘ. কারেওয়া

1.10. ভারতের দীর্ঘতম সেচখাল –

ক. সারদা খাল    খ. ইন্দরাখাল গ. পূর্ব যমুনা খাল. ঘ. পশ্চিম যমুনা খাল

1.11. ভারত সরকারের অরন্য গবেষণা কেন্দ্রটি অস্থিত

ক. দেরাদুনে খ. কটকে গ. দিল্লিতে ঘ. মুম্বাই-এ

1.12.ভারতে ‘চিনির পাত্র’ বলা হয়-

ক. পাঞ্জাবকে খ. হিমাচল প্রদেশকে গ. হরিয়ানাকে ঘ. উত্তর প্রদেশকে।

1.13. ভারতে প্রথম পেট্রোকেমিক্যাল শিল্প যে-স্থানে গড়ে ওঠে – ক. থানে খ. হলদিয়া গ. মুম্বাই ঘ. ট্রাম্ব

1.14. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল-

ক. INSAT খ. IRS গ. LANDSAT ঘ. আর্যভট্র

শিগ্রি বাকি প্রশগুলি শেয়ার করা হবে। ততক্ষণে সঙ্গে থাকুন। 

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button