জানা অজানাপড়াশোনা

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । India Set । Class ix to xii

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর । India Set । Class ix to xii | India Question and Answers Set | Researched & Compiled By: Mosedu Knowledge Foundation, General Knowledge (GK) Question & Answers for class Nine to Twelve Indian student. 

সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর

Sports

১) খ্রীস্ট পূর্ব ষষ্ঠ শতকে খেলাটির উৎপত্তি। কোনো বাম হাতি মানুষ এই খেলাটি খেলতে পারেন না। ইতিহাস থেকে জানা যায়, কুতুবউদ্দিন আইবক এই খেলাটি খেলতে গিয়ে মারা যান। কোন খেলার কথা বলছি ?

1) Invented in 6th century, this sport can’t be played by left-handers. It is said, Qutb ud-Din Aibak died playing this. Which sport?

2) এটির পূর্বনাম ছিল ‘অকল্যান্ড সার্কাস গার্ডেন’। ভারতের গভর্নর জেনারেল লর্ড অকল্যান্ডের দুই বোনের নামানুসারে এই জায়গার বর্তনাম নাম এসেছে । কোলকাতার কোন বিখাত জায়গার কথা বলছি  ?

2) It was previously known as “Auckland Circus Gardens”. The present name came from the names of the sisters of Lord Auckland. Which famous place in Kolkata is this?

3) সম্প্রতি সব থেকে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসাবে (৪৩ বছর ১১ মাস বয়সে) পুরুষদের ডাবলসে গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন কোন ভারতীয় ক্রীড়াবিদ?

3) Which Indian tennis player recently became the oldest to win a Grand Slam at the age of 43 years and 11 months?

4) ২০২৩  এশিয়ান গেমসে একশো মেডেল জয়ের লক্ষ্য নিয়ে যাওয়া ভারতীয় দলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় সোনি স্পোর্টসের কোন বিখ্যাত স্লোগানটি ট্রেন্ডিং হয়ে যায় ?

4) Which famous slogan made by Sony Sports Network addressing the aim of Asian Games 2023 bound Indian contingent to win 100 medals was trending on social media at that time?

5) ২০২৩ এশিয়ান গেমসে অ্যাথলিট কিশোর জেনা এক বিশেষ ইভেন্টে দ্বিতীয় হয়ে রৌপ্যপদক পান। কোন ইভেন্ট এবং প্রথম কে হয়েছিলেন?

5) Athlete Kishor Jena finished second in a particular event and thus secured silver for India in that event at Asian Games 2023 . Who won gold in the same event?

6) বর্তমানে খেলছেন এমন ফুটবলারদের মধ্যে জাতীয় দলের হয়ে গোলসংখ্যার বিচারে প্রথম স্থানে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, দ্বিতীয় সাথে মেসি তাহলে তৃতীয় স্থানে কোন বিখ্যাত ফুটবলার রয়েছেন ?

6) Currently the top two spots in the list of leading active goalscorers in international football are sealed by Cristiano Ronaldo and Messi. Who is third in this list ?

7) ভারতে উৎপত্তি এই খেলাটি জৈনদের কাছে ‘মোক্ষপথ’ নামে পরিচিত ছিল। ইষ্ট ইন্ডিয়া কোম্পানীর হাত ধরে খেলাটি ইংল্যান্ডে প্রবেশ করলে সেটি সারা বিশ্বে জনপ্রিয়তা লাভ করে। খেলাটির নাম কী ?

7) Originating in India, this indoor game is referred to as “Moksha Patham” in Jain scriptures. When the game was introduced to England by the East India Company, it became popular all over the world. What is the name of the game?

8) গুজরাট,উত্তরপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে ‘উত্তরায়ণ’ নামে এক উৎসব পালিত হয়। এখানে সূর্যকে ধন্যবাদ জ্ঞাপন এবং আগামীর নানান ইচ্ছের কথা সূর্যের কাছে পৌঁছে দিতে বিশেষ এক বাহককে নিয়ে প্রতিযোগীতা হয়। বাংলাতেও মকর সংক্রান্তিতে এই প্রতিযোগিতা হয়। কোন প্রতিযোগিতা ?

8) People in various states like Gujarat, UP, Andhra and Tamil Nadu celebrate a special festival named “Uttarayan”, where they thank the Sun for taking care of the crops by providing sunlight and compete among themselves to send a special “messenger” as close as  possible to him. In Bengal we take part in exactly the same type of competition during “Makar Sankranti”. Which competition is being spoken of?

 

Science and Tech

1) এটি তৈরির প্রধান উপাদন হল, সিলভার নাইট্রেট বা AgNO3। ছয়ের দশকে ‘ন্যাশনাল ফিজিকাল ল্যাবরেটরি’ এই ফর্মুলা তুলে দেয় মহীশূরের সংস্থা ‘মাইসোর পেন্টস অ্যান্ড ভার্নিশ লিমিটেড’কে। চুক্তি অনুযায়ী ওই সংস্থা আজও ফর্মুলা গোপন রেখে এটি বানিয়ে  চলেছে। এই সংস্থা কী তৈরি করে ?

1) Its main ingredient is silver nitrate or AgNO3. In the sixties, the ‘National Physical Laboratory’ gave this formula to ‘Mysore Paints and Varnish Limited’.  According to the contract, the company continues to make it today, keeping the formula secret. What does this company make?

2) ব্রিটিশ ভারতে অপরাধী শনাক্তকরণের উদ্দেশ্যে ১৯ শতকের শেষদিকে হেমচন্দ্র বসু, কাজি আজিজুল হক ও স্যার এডওয়ার্ড হেনরি দ্বারা এই পদ্ধতি চালু করা হয়। বর্তমানে মোবাইল ফোন থেকে শুরু করে আধার কার্ড সবেতেই এই পদ্ধতির প্রয়োগ করা হয়। কোন পদ্ধতি ?

2) Which famous technology invented by Hemchandra Bose, Kazi Ajijul Haque and Sir Edward Henry to identify criminals is still in use in Aadhar card, mobile phones etc?

3)  স্কটিশ চার্চ কলেজের অধ্যাপক এই খাঁটি বাঙালী তাঁর  কাজের জন্য ‘সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স’ কর্তৃক বিশেষ সম্মানে ভূষিত হয়েছিলেন। এনার বিখ্যাত আবিষ্কারগুলো হলো লিঙ্গুয়াগ্রাফ, মিরাকিউরল, কম্পু রোবট।  কে এই বিখ্যাত বিজ্ঞানী ?

3) This Bengali professor of Scottish Church College was honoured by the ‘Swedish Academy of Science’ for his work. Some of his famous inventions are Linguagraph, Miracurall, Compu Robot. Who is this famous scientist?

4) হাইড্রোজেন স্টার গুলির এনার্জি কমতে থাকলে সেগুলি হোয়াইট ডোয়ার্ফ নক্ষত্রে রূপ নেয় – এটি আবিষ্কারের সাথে কোন নোবেলজয়ী ভারতীয় বিজ্ঞানীর নাম জড়িয়ে আছে?

4) The name of which famous Indian scientist is associated with the Nobel winning discovery of the phenomenon that hydrogen stars can result in a white dwarf due to constant loss of energy ?

5) Intel সংস্থার কর্মী থাকাকালীন অজয় ভাট তাঁর সন্তানদের স্কুলের প্রজেক্টের জন্য খেয়ালবশে একটি জিনিস আবিষ্কার করেন যা আজকের প্রযুক্তি জগতের অবিচ্ছেদ্য অঙ্গ। সেটি কী ?

5) Ajay Bhatt, an Intel employee, accidentally invented which ubiquitous technology while helping his kids with their school project?

6)  বিখ্যাত স্পিকার এবং হেডফোন এর ব্র্যান্ড JBL এ CA হিসাবে চাকরি করার সময় বসের কাছে অপমানিত হয়ে নিজেই খুলে ফেলেন ভারতের সবথেকে দ্রুতহারে বৃদ্ধিপ্রাপ্ত হেডফোন এবং স্মার্ট ওয়ারেবল গ্যাজেটের কোম্পানি। কে এবং কোন কোম্পানী ?

6)  Who opened his own brand of audio and digital gadgets after getting humiliated by his boss during his employee years at JBL as a CA?

 

 History and Heritage –

1) ব্রিটিশদের কাছ থেকে পুনরুদ্ধার করা কোন শহরের নাম নবাব আলিবর্দি খাঁর নামে ‘আলিনগর’ রাখা হয়েছিল?

1) Which city once was named as “Alinagar” after the famous Nawab Alivardi Khan?

2)  এটি হাতে লিখেছিলেন দিল্লির সুদক্ষ ক্যালিগ্রাফার প্রেমবিহারী নারায়ণ রায়জাদা। এর পাশাপাশি ছবি ও নকশা দিয়ে সাজানোর কাজ করেছিলেন শান্তিনিকেতনের কলা ভবনের চিত্রশিল্পী নন্দলাল বসু। কিসের কথা বলছি ?

2)  It is hand written by calligrapher Prem Behari Narain Raizada and illustrated by famous artist Nandalal Bose (of Kala Bhavan, Shantiniketan). What is being spoken of?

3) শিকাগোর আর্ট ইনস্টিটিউটের সিঁড়িতে ডিজিট্যালভাবে ৪৭৩টি বিশেষ শব্দ আলোকিত রয়েছে। এগুলি কী ?

3) What words are artificially illuminated onto the stairs of Art Institute of Chicago?

4) সর্বধর্ম সমন্বয়ের লক্ষ্যে কোন মুঘল সম্রাট মুদ্রায় রাম সীতার প্রতিকৃতি বসান?

4) In an aim to achieve religious harmony which Mughal ruler printed the impressions of Lord Rama and Sita on his currencies?

5) ২০১২ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কোন দুই প্রাক্তন ছাত্রীকে মরণত্তর স্নাতক ডিগ্রি দিয়ে সম্মান জানানো হয়?

5) In 2012, which two of its ex-students did Calcutta University felicitate with graduate degrees posthumously?

6)  ১৮ই ফেব্রুয়ারি, ১৮৯৭ সালে কলকাতার এই স্থানে অবতরণ করেন স্বামীজি। পরের দিন এখান থেকে ট্রেনে করে শিয়ালদহ যাত্রা করেন। এই স্থানটি প্রথম বিশ্বযুদ্ধের সময়ে ‘কোমাগাতামারু’ নামক এক জাপানি জাহাজের ঐতিহাসিক ঘটনার সঙ্গে জড়িত। কোন জায়গা ?

6)  Swamiji came to this place on 18th February of 1897 and the next day he boarded on a train from here for Sealdah. This place is also associated with a Japanese ship named “Komagatamaru” due to a historical event during WWI. Id the place.

7) ২০২৩ সালে রাজা তৃতীয় চার্লসের অভিষেকের সময়ে বরাবরের ঐতিহ্য থেকে বাইরে এসে কোন বিখ্যাত রত্নকে রানী ক্যামিলার মুকুটে দেখা যায়নি?

7) In a departure from tradition, which famous jewel was not seen on the crown of Queen Consort Camille, during the coronation of King Charles III in 2023?

8) প্রথম বিশ্বযুদ্ধে নিহত ভারতীয় সৈনিকদের উদ্দেশ্যে কোন বিখ্যাত সৌধটি নির্মাণ করা হয়েছিল ?

8) Which famous architectural structure was built as a tribute to the memory of the Indian soldiers who died while fighting in World War I?

9) শোনা যায়, রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রাসাদের নামকরণ করেন। ২০১১ সালের জুলাই মাস পর্যন্ত এই প্রাসাদ ছিল ত্রিপুরা রাজ্য বিধানসভা দফতর। বর্তমানে এটি একটি জাদুঘর। কী নাম এই সুদৃশ্য প্রাসাদের?

9) Which palace, said to have been named by Rabindranath Tagore, served as the State Assembly of Tripura till July 2011 and is now a museum?

10)  ভারতের স্বাধীনতা সংগ্রামীদের বন্দী রাখার জন্য ব্যবহৃত হিজলি ডিটেনশন ক্যাম্প এর জায়গায় বর্তমানে কোন শিক্ষাপ্রতিষ্ঠান অবস্থিত ?

10)  Hijli Detention Camp, known for the imprisonment of, Indian revolutionaries, is now known as which educational institute ?

11) যদি আলেকজান্ডার= বুসেফেলাস হয়, গৌতম বুদ্ধ= কন্থক হয়,তাহলে মহারানা প্রতাপ= কী ?

উত্তর- চেতক, এগুলি এনাদের ঘোড়ার নাম

11) If Alexander = Bucephalus , Gautam Buddha = Kanthaka, then Maharana Pratap =  ?

12) ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতা লাভ করার সময় মহারাজ হরি সিং কোন বিতর্কিত রাজ্যের রাজা ছিলেন?

12) Maharaja Hari Singh was at the throne of which controversial state on 15th August, 1947?

Nature and Wildlife –

1) কাজিরাঙ্গা ন্যাশানাল পার্ক কোন বিশেষ বিলুপ্তপ্রায় প্রাণীর সংরক্ষণের জন্য বিখ্যাত?

1) Kaziranga National Park is famous for which endangered animal?

2) ভারতের স্লিপিং বুদ্ধ কোন পর্বতকে বলা হয় ?

2) Which mountain-peak is also known as the “Sleeping Buddha” of India?

3) জলীয় বাষ্প সমন্নিত বাতাসের মধ্যে দিয়ে আলো যাওয়ার সময় তার প্রতিসরণ ধর্মের কারণে সেটি বিভিন্ন মৌলিক রঙে বিভক্ত হয়ে যায় ।  আলোকবিজ্ঞানের এই বিশেষ তত্বের বাস্তব প্রকাশ আমরা কিভাবে দেখতে পাই ?

3) Due to property of refraction light gets divided into colours when passes through air filled with water particles. Which natural phenomena is the evidence of this fact?

4) ‘Heritiera littoralis’ এই গাছের বৈজ্ঞানিক নাম,সুন্দরবনের প্রায় ৭০% এলাকা জুড়েই এই গাছের আধিপত্য। এই গাছের কাঠ থেকে নৌকা, হার্ডবোর্ড, আসবাবপত্র ইত্যাদি তৈরি হয়। গাছটির নাম কী ?

4) Having scientific name “Heriteria Littoralis” this tree contains 70% of all trees of Sundarban. Localities used to make utensils and boat using the stem of this particular tree sometimes. Just identify it.

5) ভারতের জাতীয় জলজ প্রাণী বলতে কোন স্তন্যপায়ী প্রাণীকে বোঝানো হয়, এটি আবার উত্তরপ্রদেশের রাজ্য জলজ প্রাণী ?

5) Which animal, the state aquatic animal of Uttar Pradesh, is also the National Aquatic Animal of India?

6) পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিখ্যাত কোন বিখ্যাত জলজ প্রাণী সিন্ধি জনজাতির দেবতা ঝুলেলালের বাহন ?

6) Which famous aquatic animal famous in West Bengal and Bangladesh is the carrier of Sindhi god “Jhulelal”?

 

Literature and Art –

1) অভিনয় শিল্পের যে প্রকারকে মহারাষ্ট্রে ‘তামাশা’ বলা হয়,তাকে বাংলায় আমরা কী নামে চিনি ?

1) If it is known as “Tamasha” in Marathi culture, by what name is the form of entertainment known in Bengal?

2) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুল পরিদর্শনে যাওয়ার সময় তিনি পালকিতে বসে এই বইয়ের পাণ্ডুলিপি তৈরি করেছিলেন। প্রথমে বইটির দাম ছিল দুই পয়সা। তৎকালীন সময়ে বইটি ঝাঁকায় করে পাড়ায় পাড়ায় বিক্রি করা হতো। কোন বইয়ের কথা বলছি ?

2) At first priced at only 2 paisa per copy which famous book was written by Ishwar Chandra Vidyasagar while travelling on palanquin during visiting the schools?

3) প্রথম ভারতীয় উপন্যাস যেটি ম্যানবুকার পুরষ্কারে ভূষিত হয়, সেই ‘গড অফ স্মল থিংস’-এর লেখিকা কে ?

3) Who is the writer of  “God of Small Things”, the first Indian novel ever to win the Man Booker Prize?

4) ভারতীয় সংবিধানের মূল পাণ্ডুলিপির প্রথম ৩০ পৃষ্ঠা ছবি দিয়ে সাজানোর দায়িত্ব পেয়েছিলেন দীননাথ ভার্গব । বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে একটি কাজের জন্য তিন মাস ধরে তিনি প্রতিদিন শান্তিনিকেতন থেকে ১০০ কিমি দূরে কলকাতায় চিড়িয়াখানা দেখতে আসতেন কোন কাজের জন্য  ?

4) Why did Dinanath Bhargava travel around 100km every day from Shantiniketan to Kolkata zoo for about three months after receiving the prestigious assignment of illustrating the first 30 pages of the Indian Constitution?

5) এনার আসল নাম ধনপত রাই শ্রীবাস্তব। এনার বিখ্যাত এক গল্প অবলম্বনে সত্য রায় ‘শতরঞ্জ কি খিলাড়ি’ সিনেমাটি তৈরি করেন। কে ইনি ?

5) Satyajit Ray’s film “Shatranj ke Khiladi ” was adopted from the famous writing of which legendary writer whose real name was “Dhanpat Rai Srivastava”?

6) ১৯২৮ সালে বিভূতিভূষণ বন্দোপাধ্যায় একটি বিখ্যাত উপন্যাস রচনা করেছিলেন। পরবর্তীতে তিনি সেই উপন্যাসের শিশু-কিশোরপাঠ‌্য সংস্করণ বের করেন, ‘আম-আঁটির ভেঁপু’ নামে। সেই উপন্যাস থেকে এক বিখ্যাত বাংলা সিনেমাও হয়েছে। কী নাম উপন্যাসটির ?

6) Which famous novel by Bibhutibhushan Bandopadhyay had a child and teenage friendly adaptation called “Aam Atir Bhepu”, known for its famous film adaptation?

 Entertainment –

1) এই অভিনেত্রীর আসল নাম ছিল রমা দাশগুপ্ত। এনাকে ভারতের গ্রেটা গার্বো বলা হয়। কে এই বিখ্যাত অভিনেত্রী ?

1) Her real life name was Roma Dasgupta. She was also known as “Greta Garbo of India”. Which famous actress is this?

2) সুইজারল্যান্ডের একটি ঝিল Lake Lauenen এর নাম বদলে কোন ভারতীয় পরিচালকের নামে রাখা হয়েছে?

2) Lake Lauenen,  a lake of Switzerland has been renamed after the name of which Indian film director?

3) প্রথম ভারতীয় হিসাবে অস্কার পুরস্কার বিজয়ী কে হয়েছিলেন ?

3) Who is the first Indian personality to win an Oscar Award ?

4) মুর্শিদাবাদের বহরমপুরে জন্মগ্রহণকারী এই  গায়িকার সম্মানার্থে USA এর ওহিও প্রদেশের গভর্নর টেড স্ট্রিকল্যান্ড ২৬ শে জুন দিনটিকে তাঁর নামে একটি দিসব হিসেবে ঘোষণা করেন। কোন গায়িকা ?

4) Mr. Ted Strickland, the then Governor of Ohio province of USA dedicated 26th june as day of which famous singer born in Berhampore of West Bengal?

5)  বাবা আলাউদ্দিন খানের কন্যা ও পন্ডিত রবিশঙ্করের প্রথম স্ত্রী অন্নপূর্ণা দেবী কোন বাদ্যযন্ত্রের সঙ্গে জড়িত?

5)  Annapurna Devi, the daughter of Baba Alauddin Khan and first wife of Pt. Ravi Shankar, was associated with which instrument?

6) কিংবদন্তী ভারতীয় সেনানায়ক শ্যাম মাকেনশ-এর জীবনী অবল্বনে তৈরি ‘শ্যাম বাহাদুর’ সিনেমাতে তাঁর চরিত্র ভূমিকায় অভিনয় করেছেন কোন অভিনেতা ?

6) Who played Field Marshal Sam Manekshaw in his biopic “Sam Bahadur”?

 

Others –

1) ১৯১৯ সালের ১৩ই এপ্রিল এই জায়গায় বহু লোকের সমাগম ঘটেছিল। ওইদিন এখানে এক কুখ্যাত ঘটনা ঘটে । ১৯৬১ সালে সেই ঘটনার স্মরণে এই স্মৃতিসৌধ নির্মান করা হয়। কোন জায়গা ?

1) This place has witnessed one of the most gruesome incidents in the history of India on 13th April 1919. This memorial was built in 1961 to commemorate that event. Id the place.

2) পিঙ্গালি ভেঙ্কাইয়া ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে থাকাকালীন দ্বিতীয় বোয়ার যুদ্ধের সময় দক্ষিণ আফ্রিকায় নিযুক্ত হয়েছিলেন। সৈন্যদের ব্রিটেনের জাতীয় পতাকা ‘ইউনিয়ন জ্যাক’কে স্যালুট করতে গিয়ে একটি ভাবনা মাথায় আসে। পরবর্তীতে তাঁর সৃষ্টিকর্মকে ১৯৪৭ সালের ২২শে জুলাই  সরকারি স্বীকৃতি দেওয়া হয়। তিনি কী তৈরি করেছিলেন?

2) As a former soldier of British Indian Army Pingali Venkayya got inspired seeing the British soldiers honouring their Union Jack. Thereafter he created and designed which famous thing that got govt recognition on 22nd July 1947?

3) কিংবদন্তি অনুসারে মহাভারতের কোন চরিত্রের নাম থেকে নাগাল্যান্ডের ডিমাপুর শহরের উৎপত্তি?

3) According to legend, the city of Dimapur in Nagaland originated from the name of which character in the Mahabharata?

4) ভাগবত পুরাণের বর্ণনা অনুসারে প্রজাপতি কর্দম মুনি ও দেবী দেবহুতির সন্তান ইনি। দক্ষিণ বঙ্গে সমুদ্র তীরবর্তী এলাকায় ধ্যান মগ্ন অবস্থায় ইনি সগর রাজার ষাট হাজার পুত্রকে ভস্ম করে দেন। কার কথা বলছি ?

4) Son of sage Kardam and Debhuti, this famous mythical personality once cursed 60, 000 sons of king “Sagar” and instantly turned them to ashes by his miraculous power. ID the person.

5) হিন্দু শাস্ত্রে ভগবানের ভোগ হিসেবে এই খাবারটির উল্লেখ খাবারটি খেলে অ্যামাইলেজ সহ পাকস্থলীর কিছু এনজাইমের কার্যকারিতা বহুগুণ বেড়ে যায়, ফলে কোষ্ঠকাঠিন্য দূর হয়। সংস্কৃতে ‘পঞ্জী’ নামে পরিচিত কোন খাবারের কথা বলছি ?

5) This particular food is known as “panji” in Sanskrit literature. In Hindu mythology it is also described as a food that can be offered to the holy spirit. It increases the efficiency of amylase and few more gastric enzymes. Identify this famous food item.

৬) মধ্যপ্রদেশের চৌষাঠ যোগিনী মন্দিরের নকশার আদলে ভারতের কোন বিখ্যাত স্থাপত্য নির্মাণ হয়েছে ?

6) An architectural structure that carries a great importance in almost every aspect of growth of India as a nation was built mimicking the architecture of “Chaushat Yogini Temple” of Madhya Ppradesh. What am I talking about?

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button