কম্পিউটার
কম্পিউটার আপ্লিকেশন সাজেশন

আর মাত্র কটা দিন তারপরই শুরু উচ্চ মাধ্যমিক পরীক্ষা। কম্পিউটার ছাত্র ছাত্রীদের জন্য আগমনী বার্তা নিয়ে এল প্রশ্ন উত্তর করার পোর্টাল। যেখানে ছাত্র ছাত্রীরা সহজে প্রশ্ন উত্তর দিয়ে নিজেকে যাচাই করে নিতে পারবে। প্রত্যেকটি অধ্যায়ের প্রশ্ন ও উত্তর তুলে ধরা হল। এবং নিজেরা কতগুলি উত্তর করল তাঁর ড্যাশ বোর্ড ও দেখানো হবে।
এর জন্যা যা করতে হবে-
প্রথমে My Account অপশনে গিয়ে Register করতে হবে এর পর প্রশ্নগুলির উত্তর করতে পারবে।
প্রশ্ন শুরু করতে এখানে ক্লিক করুন – ২০২০ উচ্চ মাধ্যমিক লাস্ট মিনিট সাজেশন