কম্পিউটার

নেটওয়ার্কিং সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর – দ্বাদশ শ্রেণি

কম্পিউটার আপ্পিলিকেশন এর নেটওয়ার্কিং সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। দ্বাদশ শ্রেণি ছাত্র ছাত্রীদের জন্য , ২০২০ আসার মতো প্রশ্নগুলি শেয়ার করা হল।

Q. LAN সিস্টেমের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো ।

সুবিধাঃ LAN এর মাধ্যমে খুবই স্বল্প খরচে কম্পিউটারগুলির মধ্যে তথ্যের আদান প্রাদান

সাম্ভব এবং শেয়ারিং (Sharing) বা বান্টান ব্যবহার মাধ্যমে বিভিন্ন আনুসাঙ্গিক যান্ত্রাংশগুলি নেটওয়ার্কে যুক্ত যে কোনো কম্পিউটার ব্যবহার করতে পারে।

অসুবিধাঃ LAN-এ তুলানামূলাকভাবে আনেক কম অঞ্চলের কম্পিউটারগুলি যুক্ত হতে পারে।

Q. MAN সিস্টেমের একটি সুবিধা ও অসুবিধা লেখো।

সুবিধাঃ LAN অপেক্ষা MAN নেটওয়ার্কে তথ্য প্রেরণের বিস্তৃতি অপেক্ষাকৃত বেশি।

আসুবিধাঃ MAN সিস্টেম স্থাপনের খরচ তুলনামুলকভাবে অনেক বেশি।

Q. WAN সিস্টেমের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

সুবিধাঃ WAN- এর বিস্তৃতি বিশ্বব্যাপী হওয়ায় সমগ্র বিশ্বের কম্পিউটারগুলির মধ্যে যোগাযোগ স্থাপন করা যায় এবং তথ্যের বিনিময় করা যায়।

অসুবিধাঃ WAN  ব্যবস্থা গড়ে তোলার খরচ তুলনামুলকভাবে অনেক বেশি।

Q. নেটওয়ার্ক প্রযুক্তি (Network Architecture) কাকে বলে ?

 যে পদ্ধ্যতিতে নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত কম্পিউটারগুলি পরস্পরের মাধ্যমে তথ্য বিনিময়ের করে, তাকে নেটওয়ার্ক প্রাযুক্তি বলে। নেটওয়ার্ক প্রাযুক্তি তৈরির ক্ষেত্রে নেটওয়ার্কের আকার, কম্পিউটার-এর ধরন, নিয়ন্ত্রান ইত্যাদি বিভিন্ন বিষয়ের ওপর নির্ভর করতে হয়।

Q. নেটওয়ার্ক প্রাযুক্তি কত প্রকারের হয় ও কী কী ?

নেটওয়ার্ক প্রাযুক্তি সাধারণত দু-রকমের হয়-

১। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ( Client-Server Network)।

২। পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক (Peer-to-Peer Network)।

Q. ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের একটি সুবিধা ও অসুবিধা লেখো।

 সুবিধাঃ কেন্দ্রীয় নিয়ন্ত্রণের ফলে এই নেটওয়ার্কের গুরুত্‌বপূর্ণ কোনো তথ্য বা ডেটা, সফটওয়্যার সূরক্ষিত থাকে। বাইরের কোনো ব্যবহারকারী মুল্যবান তথ্য সহযে নষ্ট বা চুরি করতে পারে না।

 অসুবিধাঃ এই নেটওয়ার্ক সিস্টেমটি জটিল হওয়ায় স্থাপন (Installation) খরচ বেশি হয় এবং পরিশ্রমসাধ্য।

Q. পিয়ার-টু-পিয়ার নেটঅয়ার্কের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

 সুবিধাঃ এই নেটওয়ার্কের গঠন তুলনামুলকভাবে অনেক সরল এবং এর ফলে স্থাপনও খুবই সহজ করা যায়।

 অসুবিধাঃ এই নেটওয়ার্ক সিস্টেমে যুক্ত ব্যবহারকারি কম্পিউটারের সংখ্যা সীমিত (দশটি)।

Q. সমান্তরাল পরিবহনের একটি সুবিধা ও একটি অসুবিধা লেখো।

 সুবিধাঃ সমস্ত বিটগুলি একসঙ্গে পাঠানোর জন্য খুব দ্রুতগতিতে বেশি স্ংখ্যক তথ্য প্রেরক থেকে গ্রাহকের কাছে পাঠানো যায়।

 অসুবিধাঃ এই পধ্যতিতে তারের সংখ্যা বেশি হওয়ায় খরচ তুলনামুলকভাবে অনেক বেড়ে যায়।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button