ভাবসম্প্রসারণ

আমি ভয় করব না, ভয় করব না …. ভাবস্প্রসারন

আমি ভয় করব না, ভয় করব না ,দু’বেলা মরার আগে মরব না ভাই, মরব না ……… ভাবস্প্রসারন শেয়ার করা হল। আশা করি সকল শিক্ষার্থী বন্ধুদের এই ভাব সম্প্রসারণটি কাজে আসবে।।

আমি ভয় করব না, ভয় করব না …. ভাবস্প্রসারন

আমি ভয় করব না, ভয় করব না

দু’বেলা মরার আগে মরব না ভাই, মরব না।

তরীখানা বাইতে গেলে

মাঝে মাঝে তুফান মেলে।

তাই বলে হাল ছেড়ে দিয়ে কান্নাকাটি করব না।

ভাবসম্প্রসারণঃ জীবন কখনাে নিরবচ্ছিন্ন সুখের নয়। সুখের চেয়ে দুঃখ, বিপদ, বাধা, এমন কি মৃত্যু এসে পথরােধ করে দাড়াতে পারে। নির্ভয় চিত্তে সমস্ত বাধা-বিঘ্নকে অতিক্রম করে অগ্রসর হওয়াতেই প্রকৃত শক্তির পরিচয়। একটি সুখ্যাত ইংরেজী প্রবাদ বলা হয়েছে। যে, কাপুরুষেরা জৈবিক দেহান্তের আগেই বহুবার মৃত্যুবরণ করে থাকে। ভীরুতার বশবর্তী হয়ে জীবনযুদ্ধে পশ্চাদপসরণ মৃত্যুরই নামান্তর। এ ধরনের মৃত্যু ভীরু, দুর্বল মানুষের জীবনে অহরহ ঘটে চলেছে। জীবনকে যদি তরণীর সঙ্গে তুলনা করা যায়, বিঘ্ন-বাধাকে যদি সমুদ্রের তরঙ্গের সঙ্গে উপমিত করা যায়, এবং মানুষকে যদি সেই তরণীর কাণ্ডারীরূপে কল্পনা করা যায়, তবে তরঙ্গ বিক্ষুব্ধ সমুদ্রে অভিযানকে জীবনযুদ্ধের প্রতিরূপ ভাবা যেতে পারে। ঝড়-ঝক্ষা-বজ্রপাতেও যে মাঝি হাল ছেড়ে না দিয়ে সঠিক লক্ষ্যে নৌকাকে পৌঁছে দিতে পারে, সে-ই যথার্থ মাঝি। জীবনের সহস্র বিপদেও যে মানুষ পর্যুদস্ত হয় না, আত্মশক্তিতে বলীয়ান হয়ে সমস্ত বাধার প্রাচীরকে লঙ্ঘন করে অগ্রসর হয়, সেই তাে প্রকৃত মানুষ। দুঃখজয়ী, বিঘ্নবিপদে অচঞ্চল মানুষই তাে মহত্ত্বের চিরবাঞ্ছিত আসনে প্রতিষ্ঠা লাভ করে। সে-ই মানুষ নামের যােগ্যতম অধিকারী।

এটিও পড়ুন – যে পূজার বেদী রক্তে গিয়েছে ভেসে ….. ভাবস্প্রসারন

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button