উৎসব

1428 অমাবস্যার নিশিপালন ও উপবাস এর ক্যালেন্ডার

২০২১-২০২২ অমাবস্যার নিশিপালন ও উপবাসের সময় তালিকা

অমাবস্যার নিশিপালন ও উপবাসঃ অমাবস্যার নিশিপালন কথার অর্থ হল অমাবস্যা পূর্ণিমা-সংক্রান্তি ইত্যাদি উপলক্ষে রাত্রিকালে উপবাস। নিশিপালন (বিশেষ্য) অমাবস্যা পূর্ণিমা ও সংক্রান্তিতে হিন্দুদের রাত্রে উপবাস বা অন্নভোজন বর্জন। একাদশী, অমাবস্যার পূর্ণিমা তিথিতে জোয়ার ভাটার কারনে দেহে জলীয় পদার্থের পরিমাণ বৃদ্ধি পায়। এই সময় অন্নাদি শাকপাতা ভোজোনে শরীর অলস হয়ে পড়ে । সেজন্য এই সময় আহার সংযম প্রয়োজন। এই জন্য বাত রোগী অমাবস্যায়, পূর্ণিমায় নিশিপালন করেন।

জ্যোতির্বিদ্যা অনুসারে, অমাবস্যা হচ্ছে চন্দ্রকলার প্রথম ধাপ। এটি মূলত সেই সময় যখন চাঁদ ও সূর্য একই বরাবর থাকে। ফলে, পৃথিবী থেকে চাঁদকে তার কক্ষপথে দেখা যায় না।  যদিও এই সময়টায় চাঁদকে খালি চোখে দেখা যায় না। তবুও এই দশাটিতে চাঁদ খুব চিকন ক্রিসেন্টরূপে বিরাজমান থাকে। কারণ, সূর্যগ্রহণ ছাড়া বাকী সময় চাঁদ সূর্যকে সরাসরি সম্পূর্ণরূপে অতিক্রম করে না।

 

অমাবস্যার নিশিপালন ও উপবাস এর ক্যালেন্ডার

অমাবস্যার নিশিপালন অমাবস্যার উপবাস অমাবস্যা আরম্ভ ও শেষ এর সময় সূচি
 ২৬শে বৈশাখ ২৭শে বৈশাখ ২৬শে বৈশাখ, সোমবার রাত্রি ৯ ৩৭ হইতে ২৭শে বৈশাখ, মঙ্গলবার রাত্রি ১১ ৩৬ পৰ্য্যন্ত।
 ২৫শে জ্যৈষ্ঠ ২৬শে জ্যৈষ্ঠ ২৫শে জ্যৈষ্ঠ, বুধবার দিবা ১।৩৪ হইতে ২৬শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার দিবা ৩।২৯ পৰ্য্যন্ত।
 ২৪শে আষাঢ় ২৪শে আষাঢ় ২৩শে আষাঢ়, বৃহস্পতিবার শেষরাত্রি ৪|৪৩ হইতে ২৫শে আষাঢ়, শনিবার দিবা ৬৩ পৰ্যন্ত।
২১শে শ্রাবণ ২২শে শ্রাবণ ২১শে শ্রাবণ, শনিবার সন্ধ্যা ৬।৩৬ হইতে ২২শে শ্রাবণ, রবিবার রাত্রি ৭২ পৰ্য্যন্ত।
২০শে ভাদ্র ২১শে ভাদ্র ২০শে ভাদ্র, সােমবার দিবা ৭৭ হইতে ২১শে ভাদ্র, মঙ্গলবার দিবা ৬৩৬ পৰ্য্যন্ত।
 ১৮ই আশ্বিন ১৯শে আশ্বিন ১৮ই আশ্বিন, মঙ্গলবার রাত্রি ৬।৩৪ হইতে ১৯শে আশ্বিন, বুধবার সন্ধ্যা ৫।১১ পৰ্য্যন্ত।
 ১৭ই কার্তিক ১৭ই কার্তিক ১৬ই কার্ত্তিক, বুধবার শেষরাত্রি ৫।২২ হইতে ১৭ই কার্তিক, বৃহস্পতিবার রাত্রি ৩২৩ পৰ্য্যন্ত।
১৬ই অগ্রহায়ণ, ১৭ই অগ্রহায়ণ ১৬ই অগ্রহায়ণ, শুক্রবার অপরাহ্ ৪।২ হইতে ১৭ই অগ্রহায়ণ, শনিবার দিবা ১৪৩ পর্যন্ত।
১৭ই পৌষ ১৭ই পৌষ ১৬ই পৌষ, শনিবার রাত্রি ২৪৪ হইতে ১৭ই পৌষ, রবিবার রাত্রি ১২।২৬ পৰ্য্যন্ত।
 ১৭ই মাঘ ১৮ই মাঘ ১৭ই মাঘ, সােমবার দিবা ১।৩৫ হইতে ১৮ই মাঘ, মঙ্গলবার দিবা ১১।৩৬ পৰ্য্যন্ত।
১৭ই ফাল্গুন ১৭ই ফাল্গুন ১৬ই ফাল্গুন, মঙ্গলবার রাত্রি ১২।৩৯ হইতে ১৭ই ফাল্গুন, বুধবার রাত্রি ১১।১৯ পর্যন্ত।
১৬ই চৈত্র ১৭ই চৈত্র ১৬ই চৈত্র, বৃহস্পতিবার দিবা ১২।১৫ হইতে ১৭ই চৈত্র, শুক্রবার দিবা ১১।৪৬ পৰ্য্যন্ত।

কিভাবে অমাবস্যার নিশিপালন ও উপবাস এর ক্যালেন্ডার ডাউনলোড করবেন?

  • অমাবস্যার নিশিপালন ও উপবাস এর সময় তালিকা ডাউনলোড করার জন্য প্রথমে তালিকাটির উপর মাউসের ডান বটান এ ক্লিক করুন এরপর Save Image অপশনে ক্লিক করলে ক্যালেন্ডারটি ডাউনলোড হবে।
  • মোবাইলে Save করতে চাইলে ক্যালেন্ডারটি উপর হালকা চেপে ধরুন দেখবেন Save Image অপশন চলে আসবে। Save Image এ ক্লিক করলে ক্যালেন্ডারটি ডাউনলোড হবে।

অমাবস্যার নিশিপালন ও উপবাস

এটিও পড়ুন – 1428 পূর্ণিমার নিশিপালন ও উপবাসের ক্যালেন্ডার

এগুলিও পড়তে পারেন -

Related Articles

3 Comments

  1. 1428 পূর্ণিমার নিশিপালন ও উপবাসের ক্যালেন্ডার দরকার কিন্তু খুঁজে পাচ্ছিনা তো….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button