2023 স্নানযাত্রা পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
2023 Snana Yatra Date & Time in India, स्नान यात्रा

অনুচ্ছেদ সমূহ
স্নানযাত্রা (Snana Yatra) হল হিন্দু পঞ্জিকা অনুসারে বাংলা জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে স্নানযাত্রা উৎসব পালন করা হয়। জগন্নাথের দেব ভক্তদের কাছে এটি একটি মহান উৎসব। প্রতি বছর দেবস্নান পূর্ণিমায় এই রীতি পালিত হয়। এই দিনটিকে জগন্নাথ দেবের জন্মতিথি হিসেবে মনে করা হয়।
এই দিন পুরীতে স্নানযাত্রা উপলক্ষ্যে জগন্নাথ দেব, বলভদ্র, সুভদ্রা, সুদর্শন চক্র ও দনমোহন বিগ্রহকে জগন্নাথ মন্দির থেকে স্নানবেদীতে বের করে আনা হয়। সেখানে তাদের প্রথাগতভাবে স্নান করানো হয় এবং ভক্তদের দর্শনের জন্য সুন্দর বেশভূষায় সজ্জিত করা হয়। জগন্নাথের ভক্তদের বিশ্বাস, স্নানযাত্রার দিন যদি জগন্নাথদেবকে দর্শন করা যায় তাহলে সকল পাপ থেকে মুক্তি মেলা সম্ভব। এই জন্য অসংখ্য ভক্ত স্নানযাত্রা উপলক্ষ্যে পুরীর মন্দির দর্শনে যান।
ধর্মীয় গুরুত্ব
শ্রী শ্রী জগন্নাথের ভক্তদের বিশ্বাস, সেদিন যদি তারা পুরীর জগন্নাথ দেবের মন্দিরে দেবতাকে দর্শন করতে যান, তবে তাদের সকল পাপ থেকে মুক্ত হতে পারবেন। এই জন্য অসংখ্য ভক্ত জগন্নাথের স্নান যাত্রা উপলক্ষ্যে পুরীর মন্দির দর্শনে যান। স্কন্দপুরাণম্ বলা হয়েছে, পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরেই প্রথম বার রাজা ইন্দ্রদ্যুম্ন এই অনুষ্ঠান আয়োজন করেছিলেন।
স্নানযাত্রার মাহাত্ম্য
2023 স্নানযাত্রা পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | পূজার দিন | উৎসবের তারিখ |
স্নানযাত্রা | রবিবার | ৪ জুন ২০২৩ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে- ২০ জ্যৈষ্ঠ ১৪৩০
জৈষ্ঠ পূর্ণিমা ব্রত মুহুর্ত
2022 স্নানযাত্রা পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | পূজার দিন | উৎসবের তারিখ |
স্নানযাত্রা | মঙ্গলবার | ১৪ জুন ২০২২ |
জৈষ্ঠ পূর্ণিমা ব্রত মুহুর্ত
2021 স্নানযাত্রা পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | পূজার দিন | উৎসবের তারিখ |
স্নানযাত্রা | বৃহস্পতিবার | ২৪ জুন ২০২১ |
কিন্তু কী এই স্নান যাত্রা?
স্নানযাত্রা উপলক্ষে বাংলার উৎসব ও মেলা:
- নদীয়া জেলার অন্তর্গত নাকাশিপাড়া থানার গোটপাড়া গ্রামে জ্যৈষ্ঠ পূর্ণিমা তিথিতে সাড়ম্বরে গোপীনাথদেবের স্নান যাত্রা উৎসব ও চৌদ্দ-পনের দিন ব্যাপী মেলা অনুষ্ঠিত হয়।
- এছাড়া নদীয়ার চাকদহ থানার যশড়া গ্রামে জ্যৈষ্ঠী পূর্ণিমায় বুড়োমাতলার পূজা ও পালুনী উৎসব।
- মুর্শিদাবাদ জেলার অন্তর্গত হরিহরপাড়া থানার রামপাড়া গ্রামের নলহাটিতে ধর্মরাজ পূজা উপলক্ষ্যে মেলা এবং শ্রীপাট যশড়া গ্রামে জ্যৈষ্ঠী পূর্ণিমায় জগন্নাথ দেবের স্নান যাত্রা উৎসব ও মেলা।
- দক্ষিণ ২৪ পরগণা জেলার অন্তর্গত জয়নগরে জয়নগর-মজিলপুর গ্রামে জাগ্রত জয় চণ্ডীদেবীর পনেরো দিনব্যাপী বার্ষিক পূজা-উৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।
- বাঁকুড়া জেলার বড়জোড়া থানার অন্তর্গত মালিয়াড়া গ্রামে চণ্ডীদেবীর গাজন উৎসব ও মেলা।
- বর্ধমান জেলার বর্ধমান থানার অন্তর্গত বারাশতী গ্রামে ধর্মরাজের গাজন উৎসব ও মেলা।
- উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট থানার শিবহাটি গ্রামে চতুর্ভুজ সিংহবাহিনী দেঘীর বার্ষিক পূজা ও মেলা।
- দক্ষিণ ২৪ পরগণা জেলার ফলতায় জগন্নাথপুর গ্রামে স্নান যাত্রা উৎসব ও মেলা।
এটিও পড়ুন- 2022 হিন্দু পূজার নির্ঘণ্ট ও ক্যালেন্ডার