মোবাইল অ্যাপজানা অজানাপড়াশোনাবিনোদন
সােশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতা মূলক তথ্য
ফেসবুক অথবা হােয়াটস অ্যাপে কি করবেন এবং কি করবেন না? জেনে নিন গোপন তথ্য

অনুচ্ছেদ সমূহ
সােশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতা মূলক তথ্যঃ এই পোষ্টে সোশ্যাল মিডিয়া বিষয়ক একটি পোষ্ট করা হয়েছে কেননা সোশ্যাল মিডিয়ায় ছোট থেকে বুড়ো পর্যন্ত যেভাবে আমরা সকলে ঝুকে পরেছি, আর অজান্তে হয়তো অনেক ভুল করে চলেছি সেজন্য সচেতন মূলক হিসেবে এই লেখাতই ছোটদের শারীরশিক্ষা বই থেকে শেয়ার করা হয়েছে।
সােশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতা মূলক তথ্য
সােশ্যাল মিডিয়ায় কী করবে না
- ফেসবুক, হােয়াটস অ্যাপ, টুঁইটার ইত্যাদি সােশ্যাল মিডিয়াতে ধর্ম, জাতি, ভাষা, সংস্কৃতি ইত্যাদি সম্বন্ধে কোনাে বিরূপ অথবা উত্তজনামূলক পােস্ট অথবা মন্তব্য করবে না।
- সােশ্যাল মিডিয়াতে বিদ্বেষমূলক কমেন্ট অথবা লাইক অথবা শেয়ার করা যাবে না। এটা আইনত অপরাধ।
- সােশ্যাল মিডিয়াতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব ছড়ানাে যাবে না। এটা আইনত অপরাধ।
- ফেসবুকে অথবা অন্য কোনাে বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে কোনাে ধরনের জমায়েত, রাস্তা অবরােধ, মিছিল ইত্যাদি করে সাম্প্রদায়িক সম্প্রীতি বা শান্তি নষ্ট করা যাবে না।
- কোনাে ঘটনাকে কেন্দ্র করে বেআইনি জমায়েত আয়ােজন করা বা জমায়েতে যােগদান করা চলবে না।
- কোনাে অবস্থার পরিপ্রেক্ষিতে রাস্তা, পথঘাট অবরুদ্ধ করবে না।
- কোনাে অবস্থায় আইন নিজে হাতে তুলে নেবে না। জনসাধারণের মধ্যে ধর্ম, কুল, জন্মস্থান ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করা চলবে না।
- কোনাে ধর্মকে অপমান করার উদ্দেশ্যে ধর্মস্থানের ক্ষতি বা পবিত্রতা নষ্ট করবে না।
- ধর্মীয় বােধকে অমর্যাদা করা চলবে না।
- জনসাধারণের মধ্যে শত্রুতা, ঘৃণা সৃষ্টি করবে না।
- অশ্লীল বা সমাজ বিরোধী তথ্য প্রকাশ ও প্রচার করবে না।
সােশ্যাল মিডিয়ায় কী করতে হবে
- সােশ্যাল মিডিয়াতে, ধর্ম, জাতি অথবা ভারতী সংস্কৃতি সম্বন্ধে কোনাে বিরূপ বা উত্তেজনামূল পােস্ট বা মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে।
- সর্বদা আইনের উপর ভরসা রাখতে হবে।
- সর্বদা রাজ্য তথা দেশের ঐক্য ও ঐতিহ্যের প্রতি সম্মান প্রদর্শন করে মতামত জ্ঞাপন করতে হবে।
- সর্বদা সুনাগরিকত্বের পরিচয় বহন করতে হবে।
- ভারতের জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করতে হবে।
- ভারতের সার্বভৌম সমাজতান্ত্রিক, ধর্ম নিরপে গণতান্ত্রিক সাধারণতন্ত্রের প্রতি অনুমত্য প্রদর্শ করতে হবে।
ট্যাগঃ জেনে নিন সােশ্যাল মিডিয়া সম্পর্কে সচেতনতা মূলক তথ্য
এগুলিও পড়তে পারেন -