
মা মনসা পুজার ওয়ালপেপার, হোয়াটস অ্যাপ স্ট্যাটাস, মা মনসা ফেসবুক স্ট্যাটাস, ডাউনলোড মনসা মায়ের পুজার ওয়ালপেপার, ফ্রী মামনসা ফটো হোয়াটস অ্যাপ স্ট্যাটাস, Maa Mansa Wallpaper, Maa Manasa Photos
মনসা-লৌকিক দেবী হিসেবে খ্রীষ্টপূর্ব ৩০০০অব্দে সিন্ধু সভ্যতার অন্তর্গত আদিম জনগোষ্ঠীর মধ্যে যাঁর প্রচলন পরবর্তীতে পৌরাণিক দেবী হিসেবেও খ্যাত ।
পদ্মপুরাণ,দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্তপুরাণসহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে।তবে ইতিহাসবেত্তাদের মতে,মনসা দেবীর বর্তমান মূর্তিরূপে পূজার প্রচলন ঘটে দশম-একাদশ শতকে ।সাধারণত সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবীরূপে প্রচলিত হলেও তাঁকে কৃষির দেবীও বলা হয়।পুরাণ মতে,মনসা জরত্কারু মুনির পত্মী,আস্তিকের মাতা এবং বাসুকির ভগিনী । ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্পমন্ত্রের সৃষ্টি করেন এবং তাঁর তপস্যার দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী দেবীরূপে মনসার আবির্ভাব ঘটে। মন থেকে সাকার রূপ লাভ করেছেন বলে এর নাম হয়েছে মনসা । মনসাকে আবার শিব দুহিতা রূপেও কল্পনা করা হয়। মনসার অপর নাম কেতকা , বিষহরি, পদ্মাবতী প্রভৃতি।
মা মনসা পুজার ওয়ালপেপার
Click Here to Download Photos
Click Here to Download Photos
শ্রী শ্রী মা মনসা পুজা। আপনাকে ও আপনার পরিবারকে জানাই মনসা মায়ের পুজার আন্তরিক প্রীতি ও অভিনন্দন। মনসা পুজা সকলের ভালো কাটুক এই কামনা করি।