2024 মনসা পূজার সময় নির্ঘণ্ট পঞ্জিকা অনুসারে । Manasa Puja Time
শ্রী শ্রী মনসা পূজা সময় ও ক্যালেন্ডার, Manasa Puja Time

অনুচ্ছেদ সমূহ
2024 মা মনসা পূজার সময় নির্ঘণ্ট পঞ্জিকা অনুসারে, মনসা পুজারা ক্যালেন্ডার, শ্রী শ্রী মনসা পুজারা সময় ও তারিখ, দেবী মনসা পুজার সময় ও নির্ঘণ্ট, Manasa Puja Time & Date। Monosa Puja date
মনসা পূজা একটি বিশেষ ধর্মীয় পূজা অনুষ্ঠান, যা ভারতের পশ্চিমবঙ্গ এবং অন্যান্য পৌরাণিক কাহিনীগুলির সাথে সংকট কাহিনীগুলির একটি গুরুত্বপূর্ণ অংশ। মনসা পূজা সাধারণভাবে মনসা দেবীর পূজা ও উপাসনা বলে চিহ্নিত হয়, এবং এটি খুবই বড় একটি ধর্মীয় উৎসব হয় পশ্চিমবঙ্গ এবং অন্যান্য স্থানে।
মনসা দেবীর পরিচয়ঃ
মনসা-লৌকিক দেবী হিসেবে খ্রীষ্টপূর্ব ৩০০০অব্দে সিন্ধু সভ্যতার অন্তর্গত আদিম জনগোষ্ঠীর মধ্যে যাঁর প্রচলন পরবর্তীতে পৌরাণিক দেবী হিসেবেও খ্যাত ।
পদ্মপুরাণ,দেবীভাগবত পুরাণ ও ব্রহ্মবৈবর্তপুরাণসহ কয়েকটি উপপুরাণে এই দেবীর উল্লেখ রয়েছে।তবে ইতিহাসবেত্তাদের মতে,মনসা দেবীর বর্তমান মূর্তিরূপে পূজার প্রচলন ঘটে দশম-একাদশ শতকে ।সাধারণত সর্পকুলের অধিষ্ঠাত্রী দেবীরূপে প্রচলিত হলেও তাঁকে কৃষির দেবীও বলা হয়।পুরাণ মতে,মনসা জরত্কারু মুনির পত্মী,আস্তিকের মাতা এবং বাসুকির ভগিনী । ব্রহ্মার উপদেশে ঋষি বশিষ্ঠ সর্পমন্ত্রের সৃষ্টি করেন এবং তাঁর তপস্যার দ্বারা মন থেকে অধিষ্ঠাত্রী দেবীরূপে মনসার আবির্ভাব ঘটে। মন থেকে সাকার রূপ লাভ করেছেন বলে এর নাম হয়েছে মনসা । মনসাকে আবার শিব দুহিতা রূপেও কল্পনা করা হয়। মনসার অপর নাম কেতকা , বিষহরি, পদ্মাবতী প্রভৃতি।
প্রণাম মন্ত্রঃ
2024 মা মনসা পূজার সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | দিন | তারিখ |
মা মনসা পূজা | শনিবার | ১৭ আগস্ট, ২০২৪ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে **৩২ শ্রাবন, ১৪৩১ (শনিবার)
2023 মা মনসা পূজার সময় নির্ঘণ্ট
উৎসবের নাম | দিন | তারিখ |
মা মনসা পূজা | শুক্রবার | ১৮ আগস্ট, ২০২৩ |
বাংলা ক্যালেন্ডার অনুসারে **৩২ শ্রাবন, ১৪৩০ (শুক্রবার)
2022 মা মনসা পূজার সময় ছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
মা মনসা পূজা | বুধবার | ১৭ আগস্ট, ২০২২ |
বাংলা পঞ্জিকা অনুসারে **৩২ শ্রাবন, ১৪২৯ (বুধবার)
2021 মা মনসা পূজার সময় ছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
মা মনসা পূজা | মঙ্গলবার | ১৭ আগস্ট, ২০২১ |
২০২১ শ্রী শ্রী মা মনসা পূজা ও অষ্টনাগ পূজা ৩১ শে শ্রাবন ১৪২৮ রোজ মঙ্গলবার ।
২০২০ মনসা পূজা হয়েছিল
উৎসবের নাম | দিন | তারিখ |
মা মনসা পূজা | সোমবার | ১৭ আগস্ট, ২০২০ |
বাংলা- ৩২ শ্রাবন, ১৪২৭
২০১৯ শ্রী শ্রী মা মনসা পূজা হয়েছিল
পূজার নাম |
পূজার নাম | পূজার তারিখ |
মনসা পূজার তারিখ | শনিবার | ১৭ আগস্ট ২০১৯ |
মনসা অঞ্জলি :
মায়ের অঞ্জলিঃ আস্তিকস্য
মুনের মাত জগৎ আনন্দকারিনী। এহ্যেহি মনসা দেবী নাগমাতা নমোহস্তুতে।২)আগচ্ছে বরদা
দেবী সর্ব কল্যাণ কারিনী। সর্পভয় বিনাশিনী মনসা দেবী নমোহস্তুতে।৩)আস্তিকস্য মুনির
মাতা ভগিনী বাসুকেস্তথা। জরৎকারু মুনে পত্নী মনসাদেবী নমোহস্তুতেঃ।
জেনে নিন – ২০২৪ মা মনসা পূজার সময় নির্ঘণ্ট পঞ্জিকা অনুসারে
মনসা পূজা ফর্দ:
-সিঁদুর, ঘট, মনসা গাছ বা তাহার ডাল, পূজার শাড়ী ১, মধুপর্কের বাটী ১, মধু, ঘৃত, দধি, তিল, হরিতকী, পুষ্প, দূর্বা, তুলসী, বিল্বপত্র, ধূপ, দীপ, বড় নৈবেদ্য ১, অষ্টনাগের নৈবেদ্য ৮, কুচা নৈবেদ্য ১, উচ্ছে, দুগ্ধ উপকরণ, ফল-মূলাদি, দক্ষিণা।
One Comment