একাদশ কম্পিউটারকম্পিউটার

মডার্ন কম্পিউটার আপ্লিকেশন মডেল প্রশ্ন পত্র

মডার্ন কম্পিউটার আপ্লিকেশন মডেল প্রশ্ন পত্র একাদশ শ্রেণী, মডার্ন কম্পিউটার আপ্লিকেশন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে।

  1. ডেটা ও ইনফরমেশন এর পার্থক্য লিখ?
  2. লজিক্যাল ডেটা কি? উদাহরণ সহ লিখ?
  3. CPU কী? সংক্ষিপ্ত আলোচনা কর?
  4. ফাংশনাল কী কাহাকে বলে লিখ?
  5. Home, Space Bar ও Tab কী এর কাজ লিখ?
  6. রাইট ক্লিক কী ? এর দ্বারা কি কি কাজ করা হয় লিখ?
  7. মাউস কত রকমের ও কী কী লিখ?
  8. পুরো নাম লিখঃ OCR, OCR, VDU,CRT, SRAM, EEPROM
  9. পিক্সেল কী লিখ?
  10. LCD ও LED মনিটরের মধ্যে পার্থক্য লিখ?
  11. প্লটার কী? কোথায় কোথায় ব্যবহার করা হয়?
  12. CPU এর কাজগুলি লিখ?
  13. CU এর কাজ গুলি লিখ?
  14. নিবল ও বাইট কি লিখ?
  15. রমের কাজগুলি লিখ?
  16. RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ?
  17. হার্ডডিস্ক ব্যবহারের সুবিধা লিখ?
  18. ক্যাশ মেমরি কী? সংক্ষেপে লিখ?
  19. CPU রেজিস্টার কী লিখ?
  20. ফ্ল্যাশ মেমরি কী ? উদাহরণ সহ লিখ?
  21. ইউ এস বি (USB) কী লিখ?
  22. মার্ক-I সম্পর্কে লিখ?
  23. প্রথম প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখ?
  24. পঞ্চম প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখ?
  25. POST কী লিখ?
  26. Impact ও Non-Impact প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ?
  27. টিকা লিখঃ OCR, OMR, DVD, MICR
  28. BUS কী? যে কোন দুটি বাসের নাম লিখ?
  29. ডট ম্যাট্রক্স প্রিন্টার সম্পর্কে লিখ?
  30. সফট কপি (Soft Copy) কী লিখ?
  31. সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ?
এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button