একাদশ কম্পিউটারকম্পিউটার
মডার্ন কম্পিউটার আপ্লিকেশন মডেল প্রশ্ন পত্র

মডার্ন কম্পিউটার আপ্লিকেশন মডেল প্রশ্ন পত্র একাদশ শ্রেণী, মডার্ন কম্পিউটার আপ্লিকেশন এর গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম অধ্যায় থেকে।
- ডেটা ও ইনফরমেশন এর পার্থক্য লিখ?
- লজিক্যাল ডেটা কি? উদাহরণ সহ লিখ?
- CPU কী? সংক্ষিপ্ত আলোচনা কর?
- ফাংশনাল কী কাহাকে বলে লিখ?
- Home, Space Bar ও Tab কী এর কাজ লিখ?
- রাইট ক্লিক কী ? এর দ্বারা কি কি কাজ করা হয় লিখ?
- মাউস কত রকমের ও কী কী লিখ?
- পুরো নাম লিখঃ OCR, OCR, VDU,CRT, SRAM, EEPROM
- পিক্সেল কী লিখ?
- LCD ও LED মনিটরের মধ্যে পার্থক্য লিখ?
- প্লটার কী? কোথায় কোথায় ব্যবহার করা হয়?
- CPU এর কাজগুলি লিখ?
- CU এর কাজ গুলি লিখ?
- নিবল ও বাইট কি লিখ?
- রমের কাজগুলি লিখ?
- RAM ও ROM এর মধ্যে পার্থক্য লিখ?
- হার্ডডিস্ক ব্যবহারের সুবিধা লিখ?
- ক্যাশ মেমরি কী? সংক্ষেপে লিখ?
- CPU রেজিস্টার কী লিখ?
- ফ্ল্যাশ মেমরি কী ? উদাহরণ সহ লিখ?
- ইউ এস বি (USB) কী লিখ?
- মার্ক-I সম্পর্কে লিখ?
- প্রথম প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখ?
- পঞ্চম প্রজন্ম সম্পর্কে সংক্ষিপ্ত আকারে লিখ?
- POST কী লিখ?
- Impact ও Non-Impact প্রিন্টারের মধ্যে পার্থক্য লিখ?
- টিকা লিখঃ OCR, OMR, DVD, MICR
- BUS কী? যে কোন দুটি বাসের নাম লিখ?
- ডট ম্যাট্রক্স প্রিন্টার সম্পর্কে লিখ?
- সফট কপি (Soft Copy) কী লিখ?
- সুপার কম্পিউটারের বৈশিষ্ট্য ও ব্যবহার লিখ?