উৎসবপূজার দিন ও তারিখ

2023 ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – ভাতৃ দ্বিতীয়া

2023 Bhai Dooj date and Tika time | Bhatridwitiya date time

ভাই ফোটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব।

ভাইফোঁটা মন্ত্র

ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥

২০২৩ ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম বার তারিখ
ভাইফোঁটা সময়  বুধবার  ১৫ নভেম্বর, ২০২৩

 

বাংলা ক্যালেন্ডার অনুসারে- ২৮ কার্ত্তিক, ১২৩০

২০২২ ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম বার তারিখ
ভাইফোঁটা সময়  বৃহস্পতিবার ২৭ অক্টোবর, ২০২২

 

বাংলা পঞ্জিকা অনুসারে– ৯ কার্ত্তিক ১৪২৯

২০২১ ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম বার তারিখ
ভাইফোঁটা সময় শনিবার ৬ নভেম্বর, ২০২১

২০২০ ভাইফোঁটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

উৎসবের নাম বার তারিখ
ভাইফোঁটা সময় সোমবার ১৬ নভেম্বর, ২০২০

বাংলা পঞ্জিকা অনুসারে – সোমবার, ৩২ কার্ত্তিক, ১৪২৭

২০১৯ ভাইফোঁটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার (ভাতৃ দ্বিতীয়া)

উৎসবের নাম বার তারিখ
ভাইফোঁটা সময় মঙ্গলবার ২৯ অক্টবর, ২০১৯

 

এটিও জেনে নিন- ২০২৩ অন্যান্য পূজার সময় ও নির্ঘণ্ট

পশ্চিমবঙ্গের বাইরে এটি ভাই দুজ বা ভাই বীজ নামে পরিচিত। নামে পার্থক্য থাকলেও উদ্দেশ্য একটিই, ভাইয়ে দীর্ঘায়ু ও উন্নতি কামনা করা।

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button