2021 ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার – ভাতৃ দ্বিতীয়া

ভাই ফোটা হিন্দুদের একটি উৎসব। এই উৎসবের পোষাকি নাম ভ্রাতৃদ্বিতীয়া অনুষ্ঠান। কার্তিক মাসের শুক্লাদ্বিতীয়া তিথিতে (কালীপূজার দুই দিন পরে) এই উৎসব অনুষ্ঠিত হয়। বাঙালি হিন্দু পঞ্জিকা অনুযায়ী, এই উৎসব কার্তিক মাসের শুক্লপক্ষের ২য় দিনে উদযাপিত হয়। মাঝেমধ্যে এটি শুক্লপক্ষের ১ম দিনেও উদযাপিত হয়ে থাকে। পশ্চিম ভারতে এই উৎসব ভাইদুজ নামেও পরিচিত। সেখানে ভ্রাতৃদ্বিতীয়া পাঁচ-দিনব্যাপী দীপাবলি উৎসবের শেষদিন। আবার, মহারাষ্ট্র, গোয়া ও কর্ণাটকে ভাইফোঁটাকে বলে ভাইবিজ। নেপালে ও পশ্চিমবঙ্গের দার্জিলিং পার্বত্য অঞ্চলে এই উৎসব পরিচিত ভাইটিকা নামে। সেখানে বিজয়াদশমীর পর এটিই সবচেয়ে বড় উৎসব।
ভাইফোঁটা মন্ত্র
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা।
যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা॥
যমুনার হাতে ফোঁটা খেয়ে যম হল অমর।
আমার হাতে ফোঁটা খেয়ে আমার ভাই হোক অমর॥
২০২১ ভাই ফোটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | বার | তারিখ |
ভাইফোঁটা সময় | শনিবার | ৬ নভেম্বর, ২০২১ |
২০২০ ভাইফোঁটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | বার | তারিখ |
ভাইফোঁটা সময় | সোমবার | ১৬ নভেম্বর, ২০২০ |
বাংলা পঞ্জিকা অনুসারে – সোমবার, ৩২ কার্ত্তিক, ১৪২৭
২০১৯ ভাইফোঁটা সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
উৎসবের নাম | বার | তারিখ |
ভাইফোঁটা সময় | মঙ্গলবার | ২৯ অক্টবর, ২০১৯ |
এটিও জেনে নিন- ২০২১ কালী পূজার সময় ও নির্ঘণ্ট