প্রাণ থাকিলেই প্রাণী, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।
প্রাণ থাকিলেই প্রাণী, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না ভাব সম্প্রসারণ

ভাব সম্প্রসারণঃ প্রাণ থাকিলেই প্রাণী, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।
মূলভাব: মানুষের মূল্যায়নের মানদণ্ড হল তার মন বা হৃদয়। ভালো মন ছাড়া ভালো মানুষ কখনও হওয়া যায় না।
প্রাণ থাকিলেই প্রাণী, কিন্তু মন না থাকিলে মানুষ হয় না।
ভাব-সম্প্রসারণ: মানুষের কতিপয় মহৎ গুণাবলীর জন্য সে ‘মনুষ্য’ পদবাচ্য, কিন্তু অন্য প্রাণীর বেলায় তা খাটে না। মানুষকে নিজের পরিচয় দানের জন্য এমন কতিপয় গুণের অধিকারী হতে হয় যাহা অন্য প্রাণীর বেলায় সম্ভবপর হইতে পারে না। শুধু প্রাণ আছে বলেই সে মানুষ নামের যোগ্য নয়; মানুষের ন্যায় অন্য প্রাণীরও প্রাণ আছে। সুতরাং, প্রাণের ক্ষেত্রে মানুষ এবং অন্য প্রাণীর মধ্যে কোন পার্থক্য নেই। পৃথিবীতে অন্যান্য যেসব প্রাণী আছে তার প্রাকৃতিক নিয়মে জন্মগ্রহণ করে ও পূর্ণতা পায়। বলাবাহুল্য, এই পূর্ণতা লাভের ব্যাপারে তাদের কোন যত্ন করিতে হয় না, সাধনা ও ত্যাগ স্বীকার করিতে হয় না। অথচ মানুষের বেলায় তার ঠিক বিপরীত। মানুষের এমন কতকগুলি বৈশিষ্ট্য আছে সেগুলি অন্য প্রাণীর মধ্যে দেখা যায় না। মানুষের সঙ্গে অন্য প্রাণীর পার্থক্যটা সহজেই বুঝতে পারা যায়।
মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে, সে ন্যায়-অন্যায় বুঝিতে পারে যা অন্য প্রাণী পারে না। মানুষ মহৎ গুণাবলীর অধিকারী বলেই তার পক্ষে এমন সব কাজ করা সম্ভব যা অন্য কোন প্রাণীর পক্ষে সম্ভবপর নয়। বয়োবৃদ্ধির সঙ্গে সঙ্গে ধাপে ধাপে মানুষের মানসিক বৃত্তির বিকাশ ঘটে, ফলে সে মর্যাদার অধিকারী হয়। কাজেই বলা যায়, কেবল প্রাণ নয় মনই মানুষকে মানুষের পরিচয়ে চিহ্নিত করে।
এটিও পড়ুন –প্রয়োজনীয়তাই উদ্ভাবনের জনক ভাবসম্প্রসারণ
ট্যাগঃ প্রাণ থাকিলেই প্রাণী