দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি … ভাব সম্প্রসারণ
দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে, আমি তবে কোথা দিয়া ঢুকি ?

ভাব সম্প্রসারণ: দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি সত্য বলে, আমি তবে কোথা দিয়া ঢুকি ?
বাস্তবে কোন কিছু সহজে পাওয়া যায় না, পেতে গেলে অনেক কষ্ট ও পরিশ্রম করতে হয়। তার সঙ্গে সৎ ও নিষ্ঠার খুব প্রয়োজন। জীবনে ভালো আশা করতে গেলে অকৃতকার্যতা আসবে, ব্যর্থতা আসবে। এই ব্যর্থতাও এক কথায় ভুলের মধ্য দিয়েই সে তার আকাঙ্ক্ষিত হিরন্ময় সত্যের দেখা পায়।
দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমটাকে রুখি
সত্য বলে, আমি তবে কোথা দিয়া ঢুকি ?
ভাব-সম্প্রসারণ: সত্য মানব জীবনের অমৃত স্বরূপ। অথচ এই সত্য সহজ লাভ করা যায় না। লক্ষণীয় যে, আলোর সঙ্গে অন্ধকার থাকে। আবার তেমনি সত্যের সঙ্গে থাকে নানা মিথ্যাচার ও ভ্রান্তির বাতাবরণ। বাস্তব জীবনের পথ কুসুমাস্তীর্ণ নয়, কণ্টকাকীর্ণ। বাস্তবের কঠিন ও দুর্গম পথে চলতে গেলে অনেক ভুল-প্রমাদ ও অসত্যকে অপসারণ করতে হয়। অন্যায় অসত্যকে দূর করে সত্যের সামনে দাড়াতে হয়।
ভুল-ভ্রান্তিকে বাদ দিয়ে যারা কেবল সত্য লাভের পথ খোজে তাঁরা দুর্লভ সত্যকে পায় না। বাস্তব জীবনের সম্মুখীন হতে হলে অনেক সময় অকৃতকার্যতা আসবে, ব্যর্থতা আসবে। এই ব্যর্থতাও এক কথায় ভুলের মধ্য দিয়েই সে তার আকাঙ্ক্ষিত হিরন্ময় সত্যের দেখা পায়। সত্য অবিনশ্বর ও দুর্লভ।
এটিও পড়ুন – বাংলার ঋতু বৈচিত্র্য প্রবন্ধ রচনা