2023 ঝুলন যাত্রা সময় ও তারিখ । ঝুলন যাত্রা আরাম্ভ ও সমাপ্তি
Jhulan Purnima or Jhulan Yatra date & Time

ঝুলন যাত্রা (Jhulan Purnima) বা ঝুলন পূর্ণিমা (Jhulan Yatra) হল হিন্দু ধর্মাবলম্বী একটি গুরুত্বপূর্ণ উৎসবে। এই উৎসবটি সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব।
দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব। ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে। এখনও শিশুদের দেখা যায় এমন দোলখেতে। রাধা-কৃষ্ণের শৈশব-লীলার এমনি এক স্মৃতি ‘ঝুলন’।
2023 ঝুলন যাত্রা সময় ও তারিখ
উৎসবের নাম / পুজার নাম | উৎসবের দিন ও তারিখ |
ঝুলনযাত্রা আরাম্ভ | শনিবার, ২৬ অগাস্ট ২০২৩ |
ঝুলনযাত্রা সমাপ্তি | বুধবার, ৩০ অগাস্ট ২০২৩ |
এটিও জেনে নিন – 2023 ঝুলন যাত্রা সময় ও তারিখ