মাধ্যমিকবিজ্ঞান

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়ঃ তাপের ঘটনাসমূহ অধ্যায়ের প্রশ্ন উত্তর আলোচনা করার পর, এই পোষ্টে মাধ্যমিক ( দশম শ্রেণীর ) ছাত্র ছাত্রীদের জন্য জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শেয়ার করা হল। নিম্নে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF সহ শেয়ার করা হল।

জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  • সংবেদনশীলতা (Sensitivity) কী ?
    উত্তর:- পরিবেশের যে-কোনাে ধরনের পরিবর্তন শনাক্ত করে সেই অনুযায়ী জীবের সাড়া দেওয়ার ক্ষমতাকেই বলে সংবেদনশীলতা।
  • জীবদেহে রাসায়নিক সমন্বয়সাধনের কাজ করে কে ?
    উত্তর:- হরমোন।
  • কোন হরমোনের ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে ?
    উত্তর:-অক্সিন হরমোন।
  • ফুলের প্রস্ফুটন কী ধরনের চলন ?
    উত্তর:-এপিন্যাস্টি চলন।
  •  আলাে ও উয়তার তারতম্যের দ্বারা প্রভাবিত উদ্ভিদের ব্যাপ্তি চলনকে কী বলে ?
    উত্তর:-নিকটিন্যাস্টি।
  •  স্পর্শ বা আঘাতের ফলে যে-ব্যাপ্তি চলন দেখা যায় তার নাম কী ?
    উত্তর:-সিসমোন্যাস্টিক চলন।
  • কোন প্রকার উদ্ভিদে অ্যামিবয়েড গমন দেখা যায় ?
    উত্তর:-মিক্সোমাইসিটিস উদ্ভিদে।
  •  ফার্নের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের আকর্ষণে গমনকে কী বলে ?
    উত্তর:-কেমােট্যাকটিক গমন।
  • উদ্ভিদের বিটপ আলোর দিকে সঞ্চারিত হল—এটি কী প্রকারের চলন ?
    উত্তর:-ফোটোট্রপিক চলন।
  • কোষের রসস্ফীতির তারতম্যের ফলে উদ্ভিদ-অঙ্গের চলনকে কী বলে ?
    উত্তর:-স্বতঃস্ফূর্ত বক্র চলন বা প্রকরণ চলন।
  • উদ্দীপকের তীব্রতা যখন চলনকে নিয়ন্ত্রণ করে, তখন এটি কী প্রকারের চলন ?
    উত্তর:-ন্যাস্টিক চলন।
  • রাসায়নিক বস্তুর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে কী বলে ?
    উত্তর:-কেমোন্যাস্টিক চলন।

এটিও পড়ুন – নদীর ভাঙন ও নীড়হারা মানুষ প্রবন্ধ রচনা

  • ভৌত সমন্বয়সাধক কাকে বলা হয় ?
    উত্তর:-স্নায়ুতন্ত্রকে।
  • উদ্দীপক (Stimulus) কাকে বলে ?
    উত্তর:- যে-সমস্ত বাহ্যিক বা অভ্যন্তরীণ শর্ত পরিবেশের নানান পরিবর্তন শনাক্ত করে জীবদেহে প্রতিক্রিয়া সৃষ্টি করে, সাড়া দিতে সাহায্য করে, তাদের উদ্দীপক বলে।
  • চলনের প্রধান বৈশিষ্ট্য কী ?
    উত্তর:-চলনে জীবের কেবলমাত্র অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের মাধ্যমে স্থানচ্যুতি ঘটে, সামগ্রিক স্থান পরিবর্তন ঘটে না।
  • উদ্দীপককে কত ভাগে ভাগ করা যায় ?
    উত্তর:-উদ্দীপককে দু-ভাগে ভাগ করা যায়-বহিস্থ উদ্দীপক ও অন্তঃস্থ উদ্দীপক।
  • দুটি বহিস্থ উদ্দীপকের (External stimuli) উদাহরণ দাও।
    উত্তর:- আলাে ও জল।
  • একটি অন্তঃস্থ উদ্দীপকের (Internal stimuli) উদাহরণ দাও।
    উত্তর:- হরমোন।
  • আলােক দ্বারা প্রভাবিত ট্যাকটিক চলনকে কী বলে?
    উত্তর:-ফোটোট্যাকটিক চলন।
  • রাসায়নিক পদার্থ দ্বারা প্রভাবিত উদ্ভিদের ট্যাকটিক চলনকে কী বলে ?
    উত্তর:-কেমােট্যাকটিক চলন।
  • কোন প্রকার উদ্ভিদের প্রকরণ চলন ঘটে ?
    উত্তর:-বনচাঁড়াল উদ্ভিদের (পার্শ্ব পত্রক দুটিতে)।
  • টিউলিপ ফুলে কী প্রকার চলন দেখা যায় ?
    উত্তর:-থার্মোন্যাস্টি চলন।
  • লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে মুদে যায় এটি কোন প্রকার চলনের উদাহরণ ?
    উত্তর:-সিসমোন্যাস্টিক চলন বা স্পর্শব্যাপ্তি চলনের উদাহরণ।
  • একটি উদ্ভিদের নাম করাে যার নিদ্রা চলন ঘটে ?
    উত্তর:-তেঁতুল গাছ।
  • উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত বক্র চলনকে কী বলে ?
    উত্তর:- ট্রপিক চলন।
  • উদ্ভিদের সাড়াপ্রদান বলতে সাধারণত কোন ধরনের চলনকে বােঝায় ?
    উত্তর:-ধীর বৃদ্ধিজ চলন বা প্রকরণ চলন বা রসস্ফীতিজনিত চলনকে বােঝায়।
  • দুটি উদ্ভিদের নাম করাে যারা গমন করতে পারে।
    উত্তর:- ভলভক্স ও ক্ল্যামাইডােমােনাস শৈবাল।
  •  চলন কাদের সহজাত বৈশিষ্ট্য ?
    উত্তর:- উদ্ভিদের ও প্রাণীদের।
  • স্থানান্তরে না-গিয়ে জীবের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন কে কী বলে ?
    উত্তর:- চলন।
  • গমন কাদের সহজাত বৈশিষ্ট্য ?
    উত্তর:- প্রাণীদের।

এটিও পড়ুন – মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য 10+ গুরুত্বপূর্ণ ভাবসম্প্রসারণ

  • প্রােটোপ্লাজমের স্বতঃস্ফূর্ত চলনকে কী বলে?
    উত্তর:- সাইক্লোসিস।
  • প্রতিকূল অভিকর্ষ বৃত্তি (নেগেটিভ জিয়ােট্রপিক) চলনের একটি উদাহরণ দাও।
    উত্তর:- সুন্দরী গাছের শ্বাসমূল অভিকর্ষের বিপরীতে মাটির ওপরে বৃদ্ধি পায়-এই প্রতিকূল অভিকর্ষ বৃত্তি উদাহরণ।
  • পদ্মফুল আলােকে উন্মুক্ত হয় এবং অন্ধকারে মুড়ে যায়—এটি কী ধরনের চলন ?
    উত্তর:- ফটনাস্টিক চলন।
  • সূর্যাস্তের পর তেঁতুল গাছের পাতাগুলি মুড়ে যায় এটি কী ধরনের চলন ?
    উত্তর:- নিকটিন্যাস্টি চলন।
  • পত্ররন্ধ্রের খােলা বা উন্মুক্ত হওয়া কোন ধরনের চলনের উদাহরণ ?
    উত্তর:- ফটো ন্যাস্টিক চলন।
  •  আলোর তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে কী বলে ?
    উত্তর:- ফোটোন্যাস্টিক চলন।
  • তাপের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে কী বলে ?
    উত্তর:- থার্মোন্যাস্টিক চলন।
  • পতঙ্গভুক উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গ দেহের প্রোটিনের সংস্পর্শে পত্রফাঁদের ঢাকনিতে বা কর্ষিকাগুলিতে কী ধরনের চলন দেখা যায় ?
    উত্তর:- কেমােন্যাস্টিক চলন।
  •  জিয়ােট্রপিক চলনের উদ্দীপক কোনটি ?
    উত্তর:- অভিকর্ষ।
  • উদ্ভিদের হরমোন নিঃসরণের প্রধান অংশ বা প্রধান স্থান কোনটি ?
    উত্তর:- ভাজক কলার কোষ।
  • কোন বিজ্ঞানী সর্বপ্রথম ‘হরমোন’ নামকরণ করেন ?
    উত্তর:- বিজ্ঞানী বেলিস ও স্টারলিং 1905 খ্রিস্টাব্দে হরমোন নামকরণ করেন।
  • জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী কে?
    উত্তর:- হরমোন।
  • ‘হরমোন শব্দটির আক্ষরিক অর্থ কী ?
    উত্তর:-উত্তেজিত করা বা জাগ্রত করা।
  • হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি ঐক্যের উল্লেখ করাে।
    উত্তর:- হরমোন ও স্নায়ুতন্ত্রের মধ্যে একটি ঐক্য হল এরা প্রত্যেকেই দেহের বিভিন্ন কাজের মধ্যে সমন্বয়সাধন করে।
  • প্রথম আবিষ্কৃত উদ্ভিদ হরমােনটির নাম কী ?
    উত্তর:- অক্সিন।
  • ‘ফাইটোহরমোন কী
    উত্তর:-উদ্ভিদ হরমােনগুলিকে সামগ্রিকভাবে বা একত্রে ফাইটো হরমোন বলে।
  • অক্সিন হরমোন কে আবিষ্কার করেন ?
    উত্তর:- ডাচ বিজ্ঞানী ফ্রিটস ভেন্ট (1928 খ্রিস্টাব্দ) যে গাছের ভ্রূণ- মুকুলাবরণী থেকে অক্সিন আবিষ্কার ও নামকরণ করেন।
  • একটি নাইট্রোজেন যুক্ত আম্লীগ উদ্ভিদ হরমোনের নাম লেখাে।
    উত্তর:- অক্সিন।
  • অক্সিনের রাসায়নিক নাম কী ?
    উত্তর:- ইন্ডােল অ্যাসিটিক অ্যাসিড (IAA)।
  • উদ্ভিদের সমন্বয়সাধনের কাজ কার সাহায্যে ঘটে ?
    উত্তর:- হরমোনের সাহায্যে।
  • ‘অক্সিন শব্দটির অর্থ কী ?
    উত্তর:- ‘অক্সিন শব্দটির অর্থ হল (গ্রিক শব্দ Auxin’) বৃদ্ধি করা। এটি উদ্ভিদের প্রধান বৃদ্ধি নিয়ন্ত্রক হরমোন।
  • অক্সিন কী থেকে সংশ্লেষিত হয় ?
    উত্তর:- ট্রিপ্টোফ্যান নামক অ্যামিনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়।
  •  IBA’-এর পুরাে নাম কী ?
    উত্তর:- ইন্ডােল বিউটারিক অ্যাসিড।
  •  NAA-এর সম্পূর্ণ নাম কী ?
    উত্তর:- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।

এটিও পড়ুন – পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমুহ

  • কোন্ উদ্ভিদ কলার সাহায্যে অক্সিন পরিবাহিত হয় ?
    উত্তর:- ফ্লোয়েম কলার সাহায্যে।
  •  2, 4-D’ কী ?
    উত্তর:- 2, 4-ডাইক্লোরোফেনাক অ্যাসিটিক অ্যাসিড। এটি একটি কৃত্রিম হরমোন (অক্সিন)।
  •  উদ্ভিদের কাণ্ডের অগ্রভাগ থেকে উৎপন্ন হরমোনের নাম কী ?
    উত্তর:- অক্সিন।
  •  উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রণে কোন্ হরমোন সাহায্য করে ?
    উত্তর:- অক্সিন।
  • উদ্ভিদের ক্ষত নিরাময়ে সাহায্য করে কোন হরমোন ?
    উত্তর:- অক্সিন।
  • বংশগতভাবে খর্ব উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটাতে কোন হরমোন সাহায্য করে ?
    উত্তর:- জিব্বেরেলিন।
  • একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোনের নাম লেখাে।
    উত্তর:- সাইটোকাইনিন।
  • একটি প্রাকৃতিক সাইটোকাইনিনের উদাহরণ দাও?
    উত্তর:- জিয়াটিন।
  • একটি কৃত্রিম সাইটোকাইনিনের উদাহরণ দাও।
    উত্তর:- অ্যাজাকাইনেটিন।
  •  সাইটোকাইনিন হরমোনের রাসায়নিক নাম কী ?
    উত্তর:- 6-ফুরফুরাইল অ্যামিনো পিউরিন।
  • 2, 4-D’ কী কাজে ব্যবহৃত হয় ?
    উত্তর:- চাষের জমিতে আগাছা দমনের কাজে 2, 4-D ব্যবহৃত হয়।
  • পার্থেনোকার্পি কাকে বলে ?
    উত্তর:- অক্সিন হরমোনের প্রভাবে নিষেক ছাড়াই বীজবিহীন ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলা হয়।
  •  বীজবিহীন ফল উৎপাদনে ব্যবহৃত হরমোনের নাম কী?
    উত্তর:- অক্সিন।
  • একটি প্রাকৃতিক অক্সিনের উদাহরণ দাও।
    উত্তর:- ইন্ডােল অ্যাসিটিক অ্যাসিড (IAA)।
  • হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটি সাদৃশ্য উল্লেখ করাে।
    উত্তর:- হরমোন : রাসায়নিক সমন্বয় সাধন করে। স্নায়ুতন্ত্র : স্নায়বিক সমন্বয়সাধন করে।
  •  একটি কৃত্রিম অক্সিনের উদাহরণ দাও।
    উত্তর:- ইন্ডােল প্রােপিয়ােনিক অ্যাসিড (IPA)।
  • কোন অ্যামাইনো অ্যাসিড থেকে অক্সিন হরমোন সংশ্লেষিত হয় ?
    উত্তর:- ট্রিপ্টোফ্যান।
  • অগ্রস্থ প্রকটতার জন্য কোন উদ্ভিদ হরমোন দায়ী ?
    উত্তর:- অক্সিন।
  •  উদ্ভিদের একটি মােচনরােধী হরমােনের নাম লেখাে।
    উত্তর:- অক্সিন।
  • উদ্ভিদের ফুল,ফল, পাতা, মুকুল প্রভৃতির অকাল মােচন রােধে কোন্ কৃত্রিম হরমোন প্রয়ােগ করা হয় ?
    উত্তর:- 2, 4-ডাইক্লোরােফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড (2, 4-D) এবং ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড (NAA)।
  • জিব্বেরেলিন হরমোন কোন উদ্ভিদ থেকে সর্বপ্রথম আবিষ্কৃত হয় ?
    উত্তর:- জিব্বারেলা ফুজিকুরাই নামক একপ্রকার ছত্রাক থেকে।
  • কোন বিজ্ঞানী প্রথম জিব্বেরেলিন নামকরণ করেন ?
    উত্তর:- বিজ্ঞানী ইয়াবুতা।
  •  GA’-এর পুরাে নাম কী ?
    উত্তর:- জিব্বেরেলিক অ্যাসিড।
  • জিব্বেরেলিন কোন্ কোন্ মৌলিক উপাদান দ্বারা গঠিত ?
    উত্তর:- কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন।
  • একটি নাইট্রোজেন বিহীন আম্লিক উদ্ভিদ হরমোন এর নাম লেখাে।
    উত্তর:- জিব্বেরেলিন।
  • প্রােটোপ্লাজমীয় চলন কত প্রকার ও কী কী ?
    উত্তর:- দু-প্রকার, যথা a. রােটেশন ও b. সারকুলেশন।
  • সারকুলেশন চলনের একটি উদাহরণ দাও।
    উত্তর:- কুমড়াে গাছের কাণ্ডে রােমের কোষ ।
  •  একটি রাসায়নিক উদ্দীপকের নাম লেখাে।
    উত্তর:- ইথার/ক্লোরোফর্ম/প্রোটিন।
  •  লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পত্রকগুলি মুদে যায়—এটি কোন্ প্রকার চলনের উদাহরণ ?
    উত্তর:- লজ্জাবতী উদ্ভিদের পাতা স্পর্শ করলে পত্রগুলি মুদে যায়—একটি সিসমোন্যাস্টিক চলন এর উদাহরণ।
  • গমনের একটি তাৎপর্য উল্লেখ করাে।
    উত্তর:- খাদ্যবস্তু অনুসন্ধান/প্রজননের জন্য নিভৃত স্থান ও উপযুক্ত সঙ্গী বা সঙ্গিনী খোঁজা।
  • সিসমোন্যাস্টিক চলন এর একটি উদ্দীপকের নাম লেখাে।
    উত্তর:- স্পর্শ/আঘাত/বায়ুপ্রবাহ।
  • একটি স্বতঃস্ফূর্ত চলনের উদাহরণ দাও।
    উত্তর:- সিলিয়ারি চলন (ভলভক্স)।
  • ন্যুটেশন কোথায় দেখা যায়?
    উত্তর:- অপরাজিতার কাণ্ডে।

এটিও পড়ুন – অভিব্যক্তি ও অভিযোজন অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

  •  কোন হরমোন উদ্ভিদের পার্শ্ব মুকুল বৃদ্ধি ঘটায় ?
    উত্তর:- সাইটোকাইনিন।
  •  একটি বৃদ্ধি রোধক হরমোনের উদাহরণ দাও।
    উত্তর:- অ্যাবসিসিক অ্যাসিড।
  • পার্থেনােকার্পিতে কোন্ উদ্ভিদ হরমোন সাহায্য করে ?
    উত্তর:- অক্সিন।
  • একটি সংশ্লেষিত অক্সিনের উদাহরণ দাও।
    উত্তর:- ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড।
  • উদ্ভিদের বাষ্পমোচন কোন হরমোন প্রতিরােধ করে?
    উত্তর:-অ্যাবসিসিক বা অ্যাবসাইসিক অ্যাসিড।
  • বনচাঁড়াল কী প্রকার চলন দেখা যায় ?
    উত্তর:- রসস্ফীতিজনিত চলন।
  • উদ্ভিদদেহে অধিকমাত্রায় প্রাপ্ত প্রাকৃতিক জিব্বেরেলিন কোনটি ?
    উত্তর:-GA3,
  • GA1, GA9 ছাড়াও আরও কয়েকটি জিব্বেরেলিনের নাম লেখাে।
    উত্তর:- GA7, GA9, ও GA5;
  •  জিব্বেরেলিনের প্রধান উৎপত্তিস্থল কোথায় ?
    উত্তর:- উদ্ভিদের পরিপক্ক বীজ এবং অঙ্কুরিত চারা গাছ।
  • কোন হরমোন ফুল ফোটাতে সাহায্য করে ?
    উত্তর:- ফ্লোরিজেন হরমোন।
  • কোন হরমােন বীজ ও মুকুলের সুপ্তদশা ভঙ্গ করতে সাহায্য করে ?
    উত্তর:- জিব্বেরেলিন হরমোন।
  •  একটি কৃত্রিম জিব্বেরেলিনের নাম করাে।
    উত্তর:- সাইকোসেল।
  •  কোন্ হরমোনের রাসায়নিক গঠনে জীবন নামক কার্বন কাঠামাে দেখা যায় ?
    উত্তর:- জিব্বেরেলিন।
  •  পিউরিন বর্গযুক্ত ক্ষারীয় উদ্ভিদ হরমােন কোনটি ?
  • উত্তর:-  সাইটোকাইনিন
  • কোন হরমোন অগ্রমুকুল বৃদ্ধি রােধ করে কাক্ষিক মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে ?
    উত্তর:- সাইটোকাইনিন।
  •  ডাবের জলে কোন্ হরমোন পাওয়া যায় ?
    উত্তর:- কাইনিন।
  •  কোন্ হরমোন উদ্ভিদের জরা অবস্থাকে বিলম্বিত করতে সাহায্য করে ?
    উত্তর:- কাইনিন।
  •  উদ্ভিদের কোন্ কোন্ অংশে বেশি পরিমাণে কাইনিন থাকে ?
    উত্তর:- উদ্ভিদের সস্য এবং ফলে বেশি পরিমাণে কাইনিন পাওয়া যায়।
  • পাতাবাহার গাছকে দীর্ঘদিন তাজা রাখতে কোন হরমোন ব্যবহার করা হয় ?
    উত্তর:- কাইনিন।
  • কোন হরমোনকে অ্যান্টি-জিবেরেলিন বলা হয় ?
    উত্তর:- অ্যাবসাইসিক অ্যাসিড।
  • উদ্ভিদের বৃদ্ধিসহায়ক হরমোনের নাম লেখাে।
    উত্তর:- অক্সিন ও জিব্বেরেলিন।
  • অধিক কার্যক্ষম জিব্বেরেলিনের নাম লেখাে।
    উত্তর:- GA3.
  • কোন্ স্থানে উৎপন্ন অক্সিনের প্রবাহ নিম্নমুখী ?
    উত্তর:- কাণ্ডের অগ্রাংশে।
  • মূলাগ্রে উৎপন্ন অক্সিনের প্রবাহ কোন্ মুখী ?
    উত্তর:- উর্ধ্বমুখী।
  • জিব্বেরেলিন প্রবাহের বৈশিষ্ট্য কী ?
    উত্তর:- নিম্ন ও উর্ধ্ব মুখী।
  • হরমোনের বিক্রিয়ার বৈশিষ্ট্য কি ?
    উত্তর:- মন্থর অথচ সুদূরপ্রসারী।
  • ফুল ও ফলের নির্যাসে কোন হরমোন পাওয়া যায় ?
    উত্তর:- জিব্বেরেলিন।
  •  পাতার ওপর কাইনিন হরমােনের প্রভাব কী ?
    উত্তর:- কাইনিন পাতার ক্লোরোফিল বিনষ্টিকরণকে বিলম্বিত করে।
  • উদ্ভিদের ক্ষত নিরাময়ে কোন্ হরমোন ব্যবহার করা হয় ?
    উত্তর:- অক্সিন।
  •  কোন উদ্ভিদ হরমোন ক্যাম্বিয়ামের সক্রিয়তা বৃদ্ধি করে ?
    উত্তর:- অক্সিন।
  • উদ্ভিদের লিঙ্গনির্ধারণে কোন্ হরমোন বিশেষ ভূমিকা পালন করে ?
    উত্তর:- জিব্বেরেলিন।
  •  জিব্বেরেলিনের রাসায়নিক সংকেত লেখাে।
    উত্তর:-C19H22O6 ।
  • অক্সিনের রাসায়নিক সংকেত লেখাে।
    উত্তর:- C10H9NO2 |
  •  কাইনিনের রাসায়নিক সংকেত লেখাে।
    উত্তর:-C1oH9N5O।
  •  একটি পিউরিন জাতীয় হরমোনের নাম লেখাে।
    উত্তর:- কাইনিন।
  •  টমেটো, পিচ, নাসপাতি, কুল প্রভৃতি ফল ও ফুলের নির্যাসে কি-হরমোন পাওয়া যায়, তার নাম কী ?
    উত্তর:- কাইনিন।
  •  উদ্ভিদ দেহে হরমোন কোন পথে পরিবাহিত হয় ?
    উত্তর:-জাইলেম ও ফ্লোয়েম কলার মাধ্যমে উদ্ভিদ দেহে হরমোন পরিবাহিত হয়।

এটিও পড়ুন – যেকোন ধরনের GK পড়ুন এখানে। 

ট্যাগঃ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF, জেনে নিন জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ১০০+ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, মাধ্যমিক জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, দশম শ্রেণীর জন্য জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, ডাউনলোড জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button