অনলাইন ক্যারিয়ারচাকুরী

চাকুরী ইন্টারভিউ বাের্ডের সামনে 20 টি নিয়ম না মানলেই বিপদ

চাকুরীর ইন্টারভিউ দেবার সময় কি নিয়ম অবলম্বন দরকার । Job Interview

চাকুরী ইন্টারভিউঃ বর্তমান বাজারে সরকারি চাকুরী পাওয়া খুবই কষ্ট কর। এছারা চাকরিপ্রার্থীদের কাছে চাকুরীর অফার সবচেয়ে আকাঙ্খিত বিষয়। পরীক্ষা ভালো দেওয়ার পাশাপাশি চাকুরীর বাজার সম্পর্কে আপনার ধারনা পরিষ্কার থাকতে হবে। এজন্য আপনাকে চাকুরী ইন্টারভিউ বোর্ডে কতগুলো নিয়ম মানতে হয়। নিম্নে চাকুরী ইন্টারভিউ দেবার সময় কি নিয়ম অবলম্বন দরকার তা আলোচনা করা হল। [ যেকোন চাকুরী সংক্রান্ত জিকে পড়তে kmdinfo.in ভিজিট করুন। ]

রিপোর্ট

চাকুরী ইন্টারভিউ বাের্ডের সামনে কী রকম আচরণ করা উচিত

  • ইন্টারভিউ বাের্ডের সামনে কী রকম আচরণ করা উচিত ?
  • হালকা রংয়ের পােশাক পরা উচিত আর কোমরের বেল্ট কালাে বা ব্রাউন হওয়া ভালাে।
  • চুল অতি সাধারণভাবে কেটে যাওয়া যায় উচিত কোনাে রকম বিশেষ কায়দা করা উচিত নয়।
  • মার্কশিট, অ্যাডমিটের ফটোকপি (Xerox) এবং তার আসল কপিগুলি একটি ফাইল বন্দি করে নিয়ে যাওয়া উচিত।
  • ইন্টারভিউ বাের্ডের প্রতিনিধিদের সামনে অতিমাত্রিক সপ্রতিভতা কিছু দেখানাে উচিত নয়।
  • মুখে বা নাকে ইচ্ছাকৃতভাবে বার বার হাত দেবেন না।
  • অত্যধিক ঝুঁকে চেয়ারে বসবেন না।
  • চেয়ারের হাতলে হাত দেবেন না ও চেয়ারে পিঠ লাগিয়ে শরীরকে এলিয়ে দেবেন না।
  • কোনাে রকম বিতর্কিত বা রাজনৈতিক প্রশ্নের উত্তর দেবার সময় খুব সাবধানে উত্তর দেবেন যাতে আপনার কোনাে ব্যক্তিগত রাজনৈতিক মতবাদ ধরা না পড়ে।
  • সর্বদা সদর্থক দৃষ্টিভঙ্গি দিয়ে প্রশ্নের উত্তর দেবেন।
  • ইন্টারভিউ-এর শেষে ভদ্রতাসূচক আচরণ করে এবং সৌজন্যতা মূলক কথাবার্তা বলে তবেই ইন্টারভিউ বাের্ড থেকে বিদায় নেবেন।
  • উপসংহারে একটা কথাই এই ব্যাপারে আমরা বলি যে, প্রার্থীকে এমনভাবে ইন্টারভিউ বাের্ডে নির্বাচকদের কথার উত্তর দিতে হবে ও আচরণ করতে হবে যাতে তাদের প্রার্থী সম্পর্কে একটা সদর্থক ধারণা জন্মায় এবং তার যােগ্যতার উপর নির্বাচকরা আস্থাশীল হয়ে উঠতে পারেন।
  • কখনও টেবিলে হাত দেবেন না।
  • রুমাল বার করে মুখ মুছবেন না।
  • উত্তর দেবার সময় একদম যথাযথ উত্তর দেবেন, কোনাে রকম বাড়তি কথা বলবেন না।
  • সাধারণভাবে চেষ্টা করবেন যে ভাষায় প্রশ্ন করা হবে সেই ভাষাতেই উত্তর দিতে হবে।
  • কোনাে প্রশ্নের সঠিক জবাব জানা না থাকলে ভুল বা আন্দাজে কোনাে উত্তর দেবেন না।
  • অবশ্যই অনুমতি না নিয়ে ইন্টারভিউ-এর ঘরে প্রবেশ করবেন না ব্রুর পরীক্ষকদের অনুমতি নিয়ে তবেই চেয়ারে বসবেন।

এটিও পড়ুন – Biodata লেখার নিয়ম, চাকুরীর জীবনী পুঞ্জি লেখার নিয়ম – CV, Resume

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button