পূজার দিন ও তারিখউৎসব
২০২০ বাসন্তী দুর্গা পূজা পূজার সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার

দূর্গাপূজা বা দূর্গোৎসব, সনাতনী হিন্দু সম্প্রদায়ের দেবী দূর্গাকে কেন্দ্র করে প্রচলিত এক বৃহৎ উৎসব। এই দূর্গাপূজা সমগ্র হিন্দু সমাজেরই প্রচলিত উৎসব। তবে বাঙালি হিন্দু সমাজে এটি অন্যতম বিশেষ ধর্মীয় ও প্রধান সামাজিক উৎসব। আশ্বিন বা চৈত্রমাসের শুক্লপক্ষে দুর্গাপূজা করা হয়। আশ্বিন মাসের দুর্গাপূজা শারদীয়া দুর্গাপূজা এবং চৈত্র মাসের দুর্গাপূজা বাসন্তী দুর্গাপূজা নামে পরিচিত। শারদীয়া দুর্গাপূজার জনপ্রিয়তা বেশি। বাসন্তী দুর্গাপূজা মূলত কয়েকটি পরিবারের মধ্যে সীমাবদ্ধ। আর কয়েকদিন পরে বাসন্তী পূজা, তাই প্রিয় ভক্তসুধী; আজ আপনাদের সমীপে এই দেবীর দূর্গাপূজা নিয়ে আলাপচারিতা করবো।
২০২০ বাসন্তী দুর্গা পূজা পূজার সময় নির্ঘণ্ট
পুজার নাম |
পুজার দিন | পুজার তারিখ |
বাসন্তী ষষ্ঠী পূজা |
সোমবার | ৩০ মার্চ, ২০২০ |
বাসন্তী সপ্তমী পূজা | মঙ্গলবার | ৩১ মার্চ, ২০২০ |
বাসন্তী অষ্টমী পূজা | বুধবার | ১ এপ্রিল, ২০২০ |
বাসন্তী নবমী পূজা | বৃহস্পতিবার | ২ এপ্রিল, ২০২০ |
বাসন্তী বিজয়া দশমী পূজা | শুক্রবার | ৩ এপ্রিল, ২০২০ |
এটিও পড়ুন- ২০২১ বাসন্তী দুর্গা পূজা পূজার সময় নির্ঘণ্ট ও ক্যালেন্ডার
ইউটিউবে আগমনী বার্তা- শিক্ষা মূলক ভিডিও পতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল।।