জানা অজানাপ্রশ্নপত্র

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর।Bengal Set Class 6-8

General Knowledge Question Answers

বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে কিছু প্রশ্ন উত্তর ।Bengal Set Class 6-8 ( Bengal Set)  Researched & Compiled By: Mosedu Knowledge Foundation | সকল প্রশ্নের উত্তর পাবেন আমাদের প্রশ্ন উত্তর পর্বে। জেনারেল নলেজ প্রশ্ন উত্তর ( General Knowledge Question Answers ) গুলি এছাড়াও kmdinfo.in ওয়েবসাইটে পেয়ে যাবেন।

জেনারেল নলেজ প্রশ্ন উত্তর

খেলাধুলা (Sports)

১) কোন খেলোয়াড় বাংলার হয়ে ফুটবল এবং ক্রিকেট দুটো খেলাতেই প্রতিনিধিত্ব করেছেন ?

1) Which famous sportsperson has represented Bengal in both football and cricket?

2) হাওড়ার উলুবেড়িয়ার বানীবন, যদুরবেড়িয়া, বানীতবলা গোটা দেশের মধ্যে কোন সামগ্রী তৈরির একমাত্র জায়গা?

2) Banibon, Jadurberiya, Banitobla in Howrah’s Uluberia is the prime hub of which sporting equipment?

চাকদহ এক্সপ্রেস কোন বিখ্যাত ক্রিকেটারকে বলা হয়?

3) Which famous cricketer is known as ‘Chakdah Express’?

4) বিখ্যাত ক্রীড়াবিদ আরতি সাহা কোন খেলার সাথে যুক্ত ছিলেন ?

4) Arati Saha was associated with which sport?

5) বাংলার রঞ্জি টিমের কোন ক্রিকেটার সম্প্রতি ২০২৩ সালে অর্জুন পুরষ্কার পেলেন ?

5) Which cricketer, who has played Ranji for Bengal, recently received the Arjuna Award 2023?

6) ১৯২১ সালে কে প্রথম এশীয় ব্যক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত কুস্তিতে বিশ্ব লাইট হেভিওয়েট ফ্রিস্টাইল চ্যাম্পিয়নশিপ জেতেন ?

6) Who became the first Asian Champion of the World Light Heavyweight Freestyle category in wrestling, held in USA in 1921?

7) পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের সবথেকে বড় ফুটবল স্টেডিয়ামটির নাম কী?

7) What is the name of India’s largest football stadium located in West Bengal?

8) ১৯১১ সালে ব্রিটিশ দল ইস্ট ইওর্কশয়ার কে হারিয়ে কোন দল আই এফ এ শিল্ড জিতেছিল ?

8) In 1911, which team won the IFA Shield by defeating the British team East Yorkshire Regiment?

  Science and Tech –

1) চন্দ্রপৃষ্ঠতে অবস্থিত প্রায় ৯২ কিলোমিটার ব্যাসের “মিত্র ক্রেটার” নামক গহ্বর টির নামকরণ কোন বাঙালী বিজ্ঞানীর নামে করা হয়েছে?

1) ‘Mitra crater’, a crater  at lunar surface, is named after which Bengali scientist?

2) ব্যোমযাত্রীর ডায়রির মাধ্যমে আমরা কোন বিখ্যাত বৈজ্ঞানিকের অ্যাডভেঞ্চারের কথা জানতে পারি?

2) ‘Byomyatrir Diary” is a collection of adventure stories of which famous scientist?

3)  কোন বিখ্যাত বিজ্ঞানী ‘ইউরিয়া স্টিবামাইন’ আবিষ্কার করে ভারতকে কালাজ্বর মহামারী থেকে বাঁচিয়েছিলেন ?

3) Which eminent scientist saved our nation from Kala-azar epidemic by inventing its medicine Urea Stibamine?

4) বাংলার গর্ব প্রযুক্তিবিদ্যায় বিস্ময়সম সম্প্রতি উদ্বোধন হতে চলা শিয়ালদা থেকে হাওড়া পর্যন্ত হওয়া মেট্রো লাইনটি কোন দিক থেকে ভারতে প্রথম?

4) In which respect, soon to be inaugurated engineering marvel Sealdah – Howrah Metro line is first kind of it in our country?

5) বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা কোন বাঙালি রসায়নবিদ?

Which famous Bengali chemist established Bengal Chemicals?

আচার্য স্যার প্রফুল্ল চন্দ্র রায় সিআইই, এএনআই, এফআরএএসবি, এফআইএস, এফসিএস (যিনি পি সি রায় নামেও পরিচিত; ২ আগস্ট ১৮৬১ – ১৬ জুন ১৯৪৪) ছিলেন একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক।

6) বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু গাছের অগ্রভাগের বৃদ্ধি পরিমাপ করার জন্য কোন যন্ত্র আবিষ্কার করেন ?

6) Famous Bengali scientist Sir Jagadish Chandra Bose invented which device to measure the apical growth of trees?

বিখ্যাত বাঙালি বিজ্ঞানী আচার্য জগদীশ চন্দ্র বসু তাঁর উল্লেখযেযাগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ রিসিভার ও ট্রান্সমিটারের উন্নয়ন, এবং ক্রেসকোগ্রাফ যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিখুঁতভাবে পরিমাপ করা যায় । উদ্ভিদের জীবনচক্র তিনি প্রমাণ করেছিলেন। জগদীশ চন্দ্র বসুর জন্ম ১৮৫৮ সালের ৩০শে নভেম্বর ময়মনসিংহে।

History and Heritage

1) কোন বিখ্যাত পর্বতশৃঙ্গের উচ্চতা নির্ণয়ের সঙ্গে রাধানাথ শিকদারের নাম জড়িয়ে আছে ?

1) Radhanath Shikdar’s name is associated with determining the height of which famous mountain peak?

2) ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ২০২৩ সালে বাংলা থেকে কোন বিখ্যাত জায়গা স্থান পেয়েছে ?

2) Which culturally rich place from Bengal has been inducted in the list of UNESCO World Heritage Sites in 2023?

3) ভূতাত্বিক প্রমথনাথ বসু পশ্চিমবঙ্গে কারিগরি শিক্ষার বিকাশের জন্য ‘Bengal Technical Institute’ নামের যে শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করেন সেটিকে বর্তমানে কি নামে চিনি ?

3) In order to develop the technical education, geologist Pramathnath Bose established “Bengal Technical Institute”. By which name do we know this institute today?

4) ১৪৮৬ সালের ১৮ই ফেব্রুয়ারী নদীয়ায় জন্ম নেওয়া শ্রী বিশ্বম্ভর মিশ্র কে আমরা কি নামে চিনি ?

4) Bishwambhar Mishra, born on 18th February, 1486AD at Nadia district is popularly known by which name?

5) বঙ্গভঙ্গের উদ্দেশ্যে প্রতিরোধ গড়ে তুলতে ১৯০৫ সালে সরলা দেবী চৌধুরানী কী গঠন করেন যা বর্তমানে বাংলায় আবার শুরু হয়েছে?

5) To create a resistance against the Partition of Bengal, what did Sarala Devi Chaudhurani form in 1905, which has been now started again as a project of the Govt of West Bengal?

6) কলকাতার বিবাদী বাগ কাদের নামে নামকরণ করা হয়েছে?

6) Kolkata’s famous BBD Bagh is named after which revolutionary trio of Indian freedom struggle?

7) নবীনচন্দ্র দাসের নাম কোন বিখ্যাত জিনিসের আবিষ্কারের সঙ্গে জড়িয়ে আছে?

7) Nabin Chandra Das is associated with which world famous delicacy from Bengal?

8) নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি (INA) এর প্রথম সভাপতি(President) কে ছিলেন?

8) Who was the first president of INA (Indian National Army)?

9) মুর্শিদাবাদের কোন ঐতিহাসিক স্থাপত্যকে বড়া কোঠি এবং নিজামত কেল্লা নামেও ডাকা হয়?

9) Which historical monument from Murshidabad district is also known as Bada Kothi and Nizamat Kila?

10) আড়াইশো বছর আগের কলকাতার এই রাস্তার নাম ছিলো “Burial Ground Road” বা কবরস্থানে যাওয়ার রাস্তা। বর্তমানে ‘মাদার টেরিজা সরণী’ নামে পরিচিত কোন বিখ্যাত রাস্তা ?

10) About 250 years ago, which road in Kolkata was called ‘Burial Ground Road’ that is currently known as ‘Mother Teresa Sarani’?

 

 

11) ভারতের স্বাধীনতার ইতিহাসে বিখ্যাত বুড়িবালামের যুদ্ধের সাথে যুক্ত বিখ্যাত বাঙালি বিপ্লবী নেতা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়কে আমরা কি নামে চিনি ?

11)Famous Bengali revolutionary leader Jatindranath Mukhopadhyay, known for the battle of Buribalam is famous by which name in the history of India’s independence?

12) আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে শহীদ ও স্বরাজ দ্বীপ নামে নামকরণ করেছিলেন কে?

12) Who named Andaman and Nicobar Islands as Shaheed and Swaraj Islands?

Nature and Wildlife:-

1) রক্তের নেগেটিভ এবং পজেটিভ ফ্যাক্টর নির্ণয়ের গবেষণায় গুরুত্বপূর্ণ রিসাস বানর পশ্চিমবঙ্গের কোথায় দেখতে পাওয়া যায়?

1) Rhesus monkeys important in the determination of negative and positive factors of blood are found in which place of West Bengal?

2) ‘পাগমার্ক’ কিসের ছাপকে বলা হয়ে থাকে?

2) Imprint of what is called “Pugmark”?

3) জীববিজ্ঞানী হিসাবে প্রশিক্ষিত বাঙালি রামব্রহ্ম সান্যাল কলকাতার কোন জায়গার প্রথম সুপারিন্টেন্ডেন্ট বা অধীক্ষক ছিলেন ?

3) Ram Brahma Sanyal, a trained Bengali biologist, was the first superintendent of which institution in Calcutta?

4) কোন স্থানকে বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন বলা হয় ?

4) Which place is called the Grand Canyon of Bengal?

5) জলপাইগুড়ির অন্তর্গত কোন স্থানকে ডুয়ার্স এর রানী বলা হয়?

5) Which place, situated in Jalpaiguri is called the Queen of Dooars?

6) পাখি- মাছরাঙা, পশু- মেছোবেড়াল, বৃক্ষ- ছাতিম, ফুল- শিউলি এগুলোর মধ্যে মিল কোথায় ?

7) Bird – Kingfisher, Animal – Baghrol(Fishing Cat), Tree – Chhatim (Blackboard tree), Flower – Shiuli

Literature and Art –

1) ২০২৩ সালে কোন বিখ্যাত লেখক ‘সাহিত্য একাডেমী’ পুরষ্কারে ভূষিত হলেন ?

1) Which Bengali writer is the recipient of 2023 Sahitya Akademi Award?

2) বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা বা সনেট কে রচনা করেন?

2) Who penned the first Sonnet in Bengali literature?

3) শিশুদের বর্ণশিক্ষার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর রচিত কোন বইয়ের অলংকরণ করেছিলেন নন্দলাল বসু?

3) Nandalal Bose illustrated which book written by Rabindranath Tagore for children’s primary education?

4) তপেশরঞ্জন মিত্রের বিখ্যাত গোয়ান্দা দাদাকে আমরা কী নামে চিনি?

4) What is the name of Tapesh Ranjan Mitra’s elder brother, who is a well known private investigator?

5) কোন বাঙালি সাহিত্যিক পরশুরাম ছদ্মনামে লিখতেন?

5) Which writer used to write with the pen name “Parashuram”?

6) ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ বন্দেমাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাদ্যায় রচিত কোন উপন্যাসের অংশ ?

5) Vande Mataram which played an important role during Indian freedom struggle, is extracted from which novel written by Bankim Chandra Chattopadhyay?

 Entertainment –

1) ২০২১ সালে মুক্তি পাওয়া দেব অভিনীত ‘গোলন্দাজ’ সিনেমার কাহিনী কোন বিখ্যাত বাঙালিকে কেন্দ্র করে তৈরি ?

1) The story of the movie ‘Golandaj’ starring Dev released in 2021 is based on which famous Bengali person?

2) বিভূতিভূষণ বন্দোপাধ্যায় রচিত ‘তালনবমী’ গল্প অবলম্বনে কোন বিখ্যাত বাংলা সিনেমা তৈরি হয়েছে ?

2) Which famous Bengali movie was made based on the story ‘Talanavami’ written by Bibhutibhushan Bandopadhyay?

3) কোন বিখ্যাত বাঙালি নাট্যবাক্তিত্ব ১৯৭৬ সালে রামন ম্যাগসাইসাই পুরষ্কার পান ?

3) Which famous Bengali playwright was given the ‘Raman Magsaysay Award’ in 1976?

4) বিখ্যাত অভিনেতা অরুণ কুমার চট্টোপাধ্যায় আমাদের কাছে কী নামে পরিচিত ?

4) By which name do we better know actor Arun Kumar Chattopadhyay?

5) ২০২৩ সালে কোন বিখ্যাত বাঙালি চলচ্চিত্র নির্মাতার জন্ম শতবর্ষ ছিল?

5) 2023 was the birth centenary of which acclaimed Bengali filmmaker?

6) সংগীতজগতের কোন বিখ্যাত বাঙালির গল্প নিয়ে ‘অ্যান্টনি ও চন্দ্রবিন্দু’ নামের গ্রাফিক নভেল প্রকাশিত হয়েছে?

6) Which musical personality is the writer of the stories featured in the graphic novel ‘Anthony O Chandrabindoo’?

 Others – 

1) বাংলার বাঘ কোন বিখ্যাত ব্যক্তিত্বকে বলা হয় ?

1) Which famous person was called “Banglar Bagh”( Tiger of Bengal)?

2) মকর সংক্রান্তিতে দক্ষিণ চব্বিশ পরগণার কোন মেলা পুন্যার্থীদের কাছে জগৎবিখ্যাত ?

২) Which world famous festival is celebrated during Makar Sankranti in South 24 Parganas?

3) নলেন গুড়, খোয়া ক্ষীর এবং কনকচুড় খই সহযোগে শীতকালে কোন বিশেষ মিষ্টি প্রস্তুত করা হয়, যার আবিষ্কারকর্তা ছিলেন যামিনীবুড়ো নাম এক ভদ্রলোক ?

3) Which sweet item was created by certain Jamini Buro, consisting Nolen gur, khoa kheer and Kanakchud puffed rice, and is very popular during winter?

4) কোন নবাবের শাসন আমলে ঐতিহাসিক পলাশীর যুদ্ধ সংঘটিত হয় ?

4) The battle of Plassey was fought during the regime of which Nawab of Bengal?

5) রসগোল্লা,ল্যাংচা সহ নানান মিষ্টির জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গ ট্যুরিজমের ট্যাগলাইন কি ?

5) What is the tagline of West Bengal Tourism because of the various sweets including Rosogolla, Langcha found in the state?

6) ছৌ নাচের জন্য বিখ্যাত কোন জেলায় অযোধ্যা পাহাড় অবস্থিত?

6) Ayodhya hill is located in which district, famous for its Chhau dance?

এগুলিও পড়তে পারেন -

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button