Others
WBCS পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু, দরখাস্তের শেষ তারিখ – ২৬ নভেম্বর
WBCS পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরুঃ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন ব্লকে ডেভেলপমেন্ট অফিসার, কমার্শিয়াল ট্যাক্স অফিসার বিভিন্ন পদের কয়েকশ ছেলেমেয়ে নেওয়ার জন্য ২০১৯ সালের ডাব্লু. বি. সি.এস. পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে।
বয়স- ২১ থেকে ৩৬ বছরের মধ্যে। জম্ম তারিখ হতে হবে ২-১-১৯৮৩ থেকে ১-১-১৯৯৮ এর মধে।
বিজ্ঞপ্তি নাম্বার- ন- ২৯/২০১৮
দরখাস্তের শেষ তারিখ – ২৬ নভেম্বর
ফেসবুকে আগমনী বার্তা- ।। শিক্ষা, স্বাস্থ্য ও বিনোদন ইত্যাদি তথ্য পেতে আমাদের ফেসবুক পেজ লাইক দিয়ে পাশে থাকুন।
ওয়েবসাইট-www.pscwb.gov.in
দরখাস্ত করবেন – www.pscwbonline.gov.in
গুরুত্বপূর্ণ তথ্য
অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে ২৬ নভেম্বর। সাহায্যের জন্য ফোন করতে পারেন (০৩৩) 22624181, 033-40035104 নম্বরে। দরখাস্ত ও বিভিন্ন তথ্য পাবেন এই ওয়েবসাইটও- www.pscwb.gov.in/ www.pscwbonline.gov.in